F.E.A.R. 3 (F.3.A.R.) একটি হরর একশন শুটার ভিডিও গেমস যেটি ডে ১ স্টুডিও দ্বারা ডেভেলপ করা হয়েছে। গেমটি ফিয়ার গেমস সিরিজের ৩য় গেমস এবং ফিয়ার ২: প্রজেক্ট ওরিজিন এর সিকুয়্যাল। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য রিলিজ করা হয় ২১ জুন , ২০১১ সালে।
ডিস্ট্রিবিউটর:
ইঞ্জিণ:
Despair Engine.
খেলা যাবে:
Release Date(s):
June 21, 2011 (on America)
June 22, 2011 (on Australia)
June 24, 2011 (on Europe)
July 21, 2011 (on Japan)
Genre:
Psychological Horror.
Rating(s):
AC: MA 15+
BBFC: 18
CERO: Z
ESRM: M
OFLC: R16
PEGI: 18
USK: 18
Trailer Video:
http://www.youtube.com/watch?v=zktEUB1LnNw
http://www.youtube.com/watch?v=Vpr_6O5iyls
http://www.youtube.com/watch?v=1KpKc-i43p8
http://www.youtube.com/watch?v=2JqBXNfHWAw
System Requirements:
Mode | OS | Processor | Ram | V-Ram | HDD |
Minimum | WinXP | Core 2 Duo 2.4GHz | 2GB | 512 MB | 10GB |
Normal | Win7 | Core 2 Duo 2.9GHz | 4GB | 1GB | |
Maximum | Win7 | Intel core i5 2.6GHz | 4GB | 2GB |
F.E.A.R 3 তে সিরিজের আগের দুটি গেমস এর মতই প্লেয়ার পয়েন্ট ম্যান অথবা প্যাক্সটম ফিটেল যেকোন একজন কে কনট্রোল করতে পারবে। পয়েন্ট ম্যান এর কনট্রোল সিস্টেম সিরিজের প্রথম গেমস এর মতই। এখানে আপনি ফার্স্ট পারসন শুটিং গেমস এর মত খেলতে পারবেন। আর ফিটেল হিসেবে খেললে আপনি পয়েন্ট ম্যান কে কনট্রোল করতে পারবেন ছোটখাট কমবাট এর জন্য। গেমটিতে অনলাইন এবং অফলাইন কো-অপ সিস্টেম টি যুক্ত হয়েছে। অফলাইন কো-অপ সিস্টেমটি শুধুমাত্র গেমটির প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ ভাসর্নের জন্য প্রযোজ্য।
ক্যাম্পেইন অংশে গেমটিতে ৮টি ভিন্ন ভিন্ন সেকশন এ ভাগ করা হয়েছে। এদেরকে ইন্টারভাল বলা হয়। প্রত্যেকটি ইন্টারভাল এর পটভূমি পয়েন্ট ম্যান ও ফিটেল এর জন্য ভিন্ন হয়।
Interval 01 - Prison:
গেমটির ১ম লেভেল এটি। এখানে আমরা পয়েন্ট ম্যান কে জেলখানায় বন্দি অবস্থায় দেখি। ফিটেল এসে তাকে মুক্ত করে। এবং পয়েন্ট ম্যান জেলখানা হতে বের হবার রাস্তা খুঁজতে থাকে। জেলখানায় গোলকধাঁধাঁর মত অনেকগুলো হলওয়ে রয়েছে। তাদের মধ্য হতে বের হবার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। বাকিগুলোতে শত্রু বিরাজমান।
Interval 02 - Slums
এই লেভেলটি একটি Sewage ভিতর পয়েন্ট ম্যান এবং ফিটেল এর মধ্যে কাট-সিন দিয়ে শুরু হয়। কথা বলা শেষ হলে তারা একটি ছোট বস্তির মাঝে এসে পড়ে। এদের প্রত্যেকটি এক একটি জায়গা এক একটি মেইন রোডের দিকে নিয়ে যায়। এখানে পয়েন্ট ম্যান এবং ফিটেল বস্তির একটি বিল্ডিংর এর ছাদে শত্রুর সাথে মারামারি করে বস্তি থেকে বেরিয়ে আসে।
Interval 03 - Store
এখান থেকেই আসল যু্দ্ধ শুরু্। লেভেলটি শুরু হয় ছাদ থেকে একটি স্টোর দোকানে লাফ দিয়ে পড়ে। এখানে পয়েন্ট ম্যান এবং ফিটেল কে আর্মি সোল্ডার এবং ভৌতিক জুম্বিলিদের বিরুদ্ধে লড়তে হবে।
Interval 04 - Suburbs
স্টোর থেকে বের হয়ে আসার পর, পয়েন্ট ম্যান এবং ফিটেল দুই ভাই তাদেরকে আরেকটি হেভি গার্ডেড এলাকায় আবিস্কার করে। এখানে তাদের কে একটি বিল্ডিং কে খুঁজে বের করতে হবে। যথারীতি এখানেও হরর জুম্বিলি রা রয়েছে। তবে এখানে সোল্ডার এবং জুম্বিলিরা একত্রে হয়ে পয়েন্ট ম্যান এবং ফিটেল কে আক্রমণ করে।
Interval 05 - Tower
এখানে ভাইদের কে আরো বেশি শত্রুর মোকাবেলা করতে হবে। তবে এখানে সবাই সবার বিপক্ষে। মানে জুম্বিলি - সোল্ডার - এবং পয়েন্ট ম্যান ও ফিটেল সবাই সবার বিপক্ষে। এখানে আপনি মেইন রাস্তায় যুদ্ধ করবেন। এবং লেভেলটির শেষে একটি ব্রিজ এর দিকে যেতে থাকবেন।
Interval 06 - Bridge
ব্রিজ লেভেলটি শুরু হয় পয়েন্ট ম্যান ও ফিটেল কে ব্রিজ এর উপর গাড়িদের মাঝে। ব্রিজের উপর গাড়িগুলো একে অপরের প্রতি সংঘর্ষে লিপ্ত। এদের মাঝে থেকেই আপনাকে দুই জনকে নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে সোল্ডার রা হেলিক্পটার নিয়ে আপনাকে আক্রমণ করবে।
Interval 07 - Port
এই লেভেলটি একটি এয়ারপোর্ট এ শুরু হয় । এখানে পয়েন্ট ম্যান এবং ফিটেল কে শত্রুদের মাঝে দিয়ে একটি লোকের কাছে যেতে হবে / খুঁজে বের করতে হবে যে আলমা (জুম্বিলিদের মা) কে প্রেগনেক্ট করেছিল। এই লেভেলটি অন্য লেভেল এর চেয়ে অনেক কঠিন।
Interval 08 - Ward
এই ফাইনাল লেভেলটি শুরু হয় একটি অদ্ভুত ওয়ার্ড এ। যেখানে যাদু-করি ক্ষমতা বিদ্যমান। যেখানে পয়েন্ট ম্যান এবং ফিটেল তাদের কে আবিস্কার করে ছোট বাচ্চা হিসেবে। এর পর কি হল তা গেমটি খেলেই জেনে নিন . . . . . . . . . . . .
ডাউনলোড:
http://www.mediafire.com/?p38ni3h9xon0pno
এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।
আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৯৭টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!