সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা জানিয়ে রমজান মাসের প্রথম গেমস জোন শুরু করতে যাচ্ছি। বিকাল ৩ টা বাজে। এইমাত্র ঘুম থেকে উঠলাম! কি আর করবো বলো! গতকাল সেহেরীর দাওয়াত দিল দুই জায়গায়। কোনটা রেখে কোনটা খাই! না খেলে মাইন্ড করবে। তাই বাধ্য হয়ে দুই জায়গাতেই “ভর পেট” খেতে হলো! ইসস! মুরগী, শাক, ডাল, দুধ আর কতো কি! মাছ আমি খাই না তাই ওইটা বললাম না! আমি যে এখনো এত গুলো খাবার খেয়ে বেঁচে আছি এটাই বেশি! হেহেহেহে!
যাইহোক, আমি ভাবতাম আমার গেমস জোনগুলো শুধুমাত্র ছেলেরাই পড়ে থাকে। তবে যে কিছু কিছু মেয়েরাও রয়েছে তা জানতাম না। হ্যালো মেয়ে রা! হিহিহিহি
এলিয়েন ভারসেস প্রিডেটর ২ একটি সাইন্স ফিকশন ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে মনোলিথ প্রডাক্টশনস এবং প্রকাশ করেছে ফক্স ইন্টারএকটিভ। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক এর জন্য ২০০১ সালে মুক্তি পেয়েছে। গেমটি ১৯৯৯ সালের এলিয়েন ভারসেস প্রিডেটর গেমটির সিকুয়্যাল। গেমটির এক্সপেনসন প্যাক এলিয়েন ভারসেন প্রিডেটর ২: প্রিমাল হান্ট ২০০২ সালে মুক্তি পেয়েছে। আর গেমটির গোল্ড এডিশনে দুটোই রয়েছে যা পরে মুক্তি পায়।
এলিয়েন ভারসেস প্রিডেটর ২
নির্মাতা:
মনোলিথ প্রডাক্টশনস
প্রকাশক:
ফক্স ইন্টারএকটিভ
সিরিজ:
এলিয়েন ভারসেস প্রিডেটর
ইঞ্জিণ:
লিথটেক ট্যালন
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক
মুক্তি পেয়েছে:
অক্টোবর, ২০০১
ধরণ:
ফার্স্ট পারসন শুটার
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
পেন্টিয়ার ৪ ১.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
১২৮ মেগাবাইট বিল্ট ইন এজেপি,
১ দশমিক ৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০
সিরিজের প্রথম গেমটির মতোই এটি তোমাকে তিনটি ক্যারেক্টার হতে একটি নিয়ে গেমটি খেলতে হবে। এলিয়েন অথবা প্রিডেটর কিংবা মানুষ মারিন। প্রত্যেকটি ক্যারেক্টার ভিন্ন ভিন্ন অবজেক্টটিভ, এবিলিটিস এবং অস্ত্র সর্মথন করে।
মারিনরা এলিয়েন এবং প্রিডেটর এদের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্রের সাহায্যে যুদ্ধ করে। প্রিডেটর হিসেবে খেললে, প্রিডেটর ফিল্ম এর অনুরুপ অস্ত্র যেমন ব্লেড, ডিক্স এবং কাঁধ ভিক্তিক এনার্জি অস্ত্র ব্যবহার করবে। গেমটি সবচেয়ে শক্তিশালী হলো প্রিডেটরগুলো। প্রিডেটরগুলো অদৃশ্য হতে পারে।
আর এলিয়েন হিসেবে খেললে সুবিধা হলো গেমটির পরিবেশে আরো খাপ খাইছে চলাফেরা করা যাবে। তবে এলিয়েনগুলোর কোনো এক্সটা অস্ত্র নেই তাই অস্ত্র হিসেবে এদের নখ, পা এবং লেজের ব্যবহার করতে হবে।
গেমটির কাহিনী “এলিয়েন ৩” ছবিটির ৫০ বছর পরের পরিবেশে সেট করা হয়েছে। গেমটি বহু আগের হওয়ায় যেকোনে পিসি চলবে। গেমটি খেলে দেখতে পারো। মজাই লাগবে।
ডাউনলোড:
এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।
http://www.googamepc.com/2011/04/aliens-vs-predator-2.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!