শিফট ২: আনলিশড! ইহা একটি রেসিং ভিডিও গেম যাহা নিড ফর স্পিড গেমস সিরিজের একটি অংশ। ইহার নাম মুক্তির সময় নিড ফর স্পিড শিফট ২ আনলিশড ছিল। গেমটি নির্মাণ করিয়াছেন স্লাইটলি ম্যাড স্টুডিওস এবং প্রকাশ করিয়াছেন ইলেক্ট্রনিক আর্টস। শিফট ২: আনলিশড গেমটি ২০০৮ সালে শিফট গেমটির ডাইরেক্ট সিকুয়্যাল যাহাতে গেম-প্লে আরো বিস্তৃত করা হইয়াছে।
গেমটিতে গাড়ি রহিয়াছে ৩৭+ কোম্পানির ১৪৫+ গাড়ি এবং রহিয়াছে ৩৬টি ভিন্ন ভিন্ন রাস্তা অথবা সড়ক; যাহাতে প্লেয়ার বিভিন্ন ধরণের রেসে অংশগ্রহন করিতে পারিবেন। ইহা ছাড়াও প্লেয়ার অনলাইনে খেলিতে পারিবেন। গেমটিতে মূল ফিচার হিসাবে রহিয়াছে ইন-হেলমেট ক্যামেরা ভিউ, নাইট-টাইম রেসিং এবং সিরিজের পূর্বের গেমটিতে ফিচারকৃত “অটোলগ” সিস্টেমটি।
শিফট ২: আনলিশড
নির্মাতা:
স্লাইটলি ম্যাড স্টুডিওস
প্রকাশক:
ইলেক্ট্রনিক আর্টস
সিরিজ:
নিড ফর স্পিড
ইঞ্জিণ:
ম্যাডনেস ইঞ্জিণ
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০ এবং
আইফোনে।
মুক্তি পেয়েছে:
মার্চ ৩১, ২০১১
ধরণ:
রেসিং
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার,
১২ প্লেয়ার এর অনলাইন মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
www.youtube.com/watch?v=OJcjWUNq_BI
www.youtube.com/watch?v=ziRSlmuLfew
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
ডুয়াল কোর ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
জিফোর্স ৯৫০০ জিটি অথবা ফায়ারজিএল ভি৫১০০ মডেলের গ্রাফিক্স কার্ড ,
৭ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
ভালোভাবে খেলতে হলে:
কোয়াড কোর ২.০ গিগাহার্জ গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
জিফোর্স জিটিএস ১৫০ অথবা রাডিয়ন এইচডি ৩৮৭০ মডেলের গ্রাফিক্স কার্ড,
৭ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ (৬৪ বিট),
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
আল্ট্রা সেটিং:
কোর আই ৩ ৩.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
৮ গিগাবাইট র্যাম,
এএমডি রাডিয়ন এইচডি ৭৯৭০ মডেলের গ্রাফিক্স কার্ড,
৭ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ সেভেন ৬৪বিট,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৫.০
শিফট ২: আনলিশড এর ক্যারিয়ার মোডকে নির্মাতারা “এন্টারটেইনিং এন্ড ইন্টারএকটিভ” বলে আখ্যায়িত করেছেন। শিফট ২ গেমটিতে রেসিং সিমুলেটর স্টাইলের গেম-প্লে ফিচার করা হয়েছে শিফট গেমটির হতে তবে শিফট ২ তে বাস্তাবিক ট্রু-টু-লাইফ ডাইনামিক ক্র্যাশ ফিজিক্স, বাস্তবিক-দুনিয়ার গাড়ি, ড্রাইভার এবং রাস্তাসমূহ। গেমটিতে শত্রু রেসারাও তোমার মতো বিভিন্ন রেস ইভেন্টে অংশ নিয়ে নিজেদের নিজেদের স্কিল ঝাঁড়িয়ে নিতে পারে।
গেমটিতে শিফট গেমটির ইন-কার ক্যামেরা ভিউ এর সাথে রয়েছে ইন-হেলমেট ক্যামেরা ভিউ রয়েছে যা একদম ড্রাইভারের চোখের ভিউয়ের ফিচার সর্মথন করে। যা খুবই চমৎকার! স্পিড যত বাড়বে তত পর্দা ঝাপসা হবে তবে এই ঝাপসাটা আরো বাস্তবিক করা হয়েছে যাতে খুব বেশি ঝাপসা না হয়। গেমটিতে আরো রয়েছে নতুন ডাইনামিক রাতের আবহাওয়া।
গেমটি অটোলগ ব্যবহারের মাধ্যমে এখন অটোলগ সিস্টেম নিড ফর স্পিড এর শিকড় হয়ে গিয়েছে। শিফট ২ যদিও নিড ফর স্পিড এর সদস্য তবে এটা গতানুগতিক নিড ফর স্পিড এর থেকে সম্পূর্ণ আলাদা একটি গেম। গেমটিতে বাস্তবিক রেসিং এর ফিল আনা হয়েছে।
ডাউনলোড করে নাও নিচের যেকোনো একটি ওয়েবসাইট থেকে:
or
http://www.exegames.net/2012/11/need-for-speed-shift-2-unleashed-for-pc-full-game-free-download.html
or
http://www.urduitlearning.info/2013/05/NFSShift2Unleashed.html
or
http://www.getyfree.com/free-download-need-for-speed-shift-2-unleashed/
or
http://www.bianlei.com/blog/need-for-speed-shift-2-unleashed-free-download-pc-full-version/
or
http://www.googamepc.com/2011/12/download-nfs-need-for-speed-shift-2.html
DLC:
http://www.needforspeed.com/downloads
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অনেক সুন্দর