রেসিং গেমস জগতে সবচেয়ে জনপ্রিয় গেমস সিরিজ নিড ফর স্পিড এর ১৩তম সংস্করণ এবং দ্বিতীয় রিবুট হলো শিফট। বরাবরের মতই গেমটি প্রকাশ করেছে ইলেক্ট্রনিক আর্টস । ২০০৮ সালের ডিসেম্বর মাসে এক সাথে তিন গেমসের এনাউন্স করা হয় : শিফট, নিট্রো এবং ওয়ার্ল্ড। শিফট গেমটি নির্মাণ করেছে স্লাইটলি ম্যাড স্টুডিওস এবং ইএ ব্ল্যাক বক্স। শিফট গেমটিতে আরকেইড রেসিং তে জোড় দেওয়া হয়েছে যা সিরিজের অন্যান্য গেমসগুলোতে নেই। সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে গেমটি প্রায় ৪ মিলিয়ন কপি বিক্রি করতে সক্ষম হয়। গেমটি কমার্শিয়াল ভাবে সফল হয় এবং একটি সিকুয়্যাল নির্মিত হয় ২০১১ সালে শিফট ২: আনলিশড ।
নিড ফর স্পিড: শিফট
নির্মাতা:
স্লাইটলি ম্যাড স্টুডিওস,
ইএ ব্ল্যাক বক্স।
প্রকাশক:
ইলেক্ট্রনিক আর্টস
সিরিজ:
নিড ফর স্পিড
ইঞ্জিণ:
দ্যা ম্যাডনেস ইঞ্জিণ
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০,
পিএসপি,
আইফোন,
আইপ্যাড,
এন্ড্রয়েড,
সিম্বিয়ান,
উইন্ডোজ মোবাইল,
মিগো গেমস কনসোলে
মুক্তি পেয়েছে:
সেপ্টেম্বর – অক্টোবর ২০০৯
ধরণ:
রেসিং
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
www.youtube.com/watch?v=nuq9HZw_T2g
www.youtube.com/watch?v=VfXOAc9xSy8
www.youtube.com/watch?v=i70433unc9o
www.youtube.com/watch?v=qq8TmEKZFuk
www.youtube.com/watch?v=A5f2ZJf13c8
সিস্টেম রিকোয়ারমেন্টস:
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
কোর ২ ডুয়ো ২.০ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এইচডি ৪০০০+ অথবা জিফোর্স জিটিএক্স ২০০+ সিরিজের গ্রাফিক্স কার্ড,
৬ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
নিড ফর স্পিড শিফট গেমটিতে সিরিজের ২০০৭ সালের প্রোস্ট্রিট গেমটির টুরিং গাড়ি সিমুলেশন রেসিং স্টাইল ফিরে এসেছে। শিফট গেমটির গেম-প্লে অধিকাংশে প্রোস্ট্রিট এর মতোই তবে শিফট গেমটিতে গাড়ি হ্যান্ডেলিং সিস্টেম আরো বাস্তবিক করা হয়েছে। গেমটিতে কোনো স্টোরিলাইট নেই যেটি প্রোস্ট্রিট গেমটিতে ছিল। ক্যারিয়ারের শুরুতে প্লেয়ারকে একটি ল্যাপ খেলতে হবে গাড়ির সেটিং এর জন্য। গাড়ি সেটিং করা হয়ে গেলে প্লেয়ারকে “এনএফএস লাইভ ওয়ার্ল্ড সিরিজ” তে স্বাগত জানানো হয়। প্লেয়ারকে প্রতিটি রেসে স্টারসমূহ অর্জন করতে হবে টাকা এবং নতুন রেস আনলক করার জন্য।
গেমটিতে ৬০+ গাড়ি রয়েছে যেগুলোকে ৪ টি শ্রেণীতে ভাগ করা হয়। ১ম শ্রেণী হলো এভারেইজ গাড়িসমূহ, যেমন অডি টিটি। ২য় শ্রেণী হলো পারফরমেন্স গাড়িসমূহ, যেমন বিএমডব্লিউ এম৩। ৩য় শ্রেণী হলো সুপারকারস, যেমন লাম্বোরজিনি গ্যার্লাডো। ৪র্থ শ্রেণী হলো হাইপার গাড়িসমূহ, যেমন বুগাট্টি ভেইরন অথবা পেগানি জোন্ডা আর।
গাড়িসমূহের নিজস্বতা করণ সিরিজের আগের গেমসগুলোর থেকে আরো ডিপলি আপগ্রেড করা হয়েছে।
গেমটি ১৯টি রাস্তা বা সড়ক রয়েছে রেস এর জন্য। এখানে বাস্তব দুনিয়ারও রাস্তা রয়েছে যেমন ব্রান্ডস হেথচ, নুরবুরগ্রিন নর্ডসিলিফ, রোড আমেরিকা, স্পা, সিলভারস্টোন, উইলোউ স্প্রিংস, ডোনিংটন পার্ক এবং মাজডা রেসওয়ে ইত্যাদি।
গেমটির নির্মাণ কাজে সময় লেগেছে ২ বছর। গেমটি গাড়ির ভিতরে ভিউ ক্যামেরা ফিরে এসেছে।
ডাউনলোড করে নাও নিচের যেকোনো একটি ওয়েবসাইট থেকে:
or
http://www.shakzone.com/2013/04/need-for-speed-shift-with-full-version.html
FOR ANDROID:
http://www.androidgamesroom.com/stand-alone-games/66987.htm
or
http://www.apkart.com/2013/02/nfs-shift-full-android-racing-game.html
or
http://www.apkmania.info/2013/01/need-for-speed-shift-v1073-apk-sd-free.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অনেক অনেক সুন্দর হইছে টিউন