কিছু কিছু গেমস সিরিজ রয়েছে যাদের নিয়ে রিভিউ না লিখলে হয়ই না। তাই আমি ঠিক করেছি সামনের কয়েকটি পর্ব সিরিজভিক্তিক গেমসগুলো নিয়ে করবো। রেসিং সিরিজে সবচেয়ে জনপ্রিয় গেমস সিরিজ হলো নিড ফর স্পিড।
নিড ফর স্পিড: প্রোস্ট্রিট গেমটি ইলেক্ট্রনিক আর্টস এর জনপ্রিয় রেসিং গেমস সিরিজ নিড ফর স্পিড এর ১১তম সংঙ্করণ। গেমটি ২০০৭ সালের নভেম্বর মাসে পিসি, প্লে-স্টেশন ২, প্লে-স্টেশন ৩, পিএসপি, এক্সবক্স ৩৬০, উইই এবং নিনটেনডু গেমস কনসোলের জন্য মুক্তি পেয়েছে। গেমটি সিরিজের প্রথম প্লে-স্টেশন ৩ গেম যাতে ডুয়ালশক ৩ ফিচার যুক্ত করা হয়েছে এবং গেমটি সিরিজের সর্বশেষ গেম যেটিতে সিডি-রম আকারে বাজারে আনা হয়েছে।
নিড ফর স্পিড: প্রোস্ট্রিট
নির্মাতা:
ইএ ব্ল্যাক বক্স
প্রকাশক:
ইএ গেমস
সিরিজ:
নিড ফর স্পিড
ইঞ্জিণ:
ঈগল ৪
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ২,
প্লে-স্টেশন ৩,
পিএসপি,
এক্সবক্স ৩৬০,
উইই এবং নিনটেনডু
মুক্তি পেয়েছে:
নভেম্বর ১৩, ২০০৭
ধরণ:
রেসিং
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
ডুয়াল কোর ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,
৪ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০
কাহিনীচক্র:
গেমটির কাহিনী শুরু হয় আমেরিকার পশ্চিম অংশে যেখানে একজন সাবেক স্ট্রিট রেসার “রাইয়ান কোপার” একটি ইনিটেশন ম্যাচে অংশগ্রহণ করে যার নাম “চ্যালেঞ্জ ডে”। সাথে রয়েছে তার নিশান ২৪০এসএক্স গাড়ি। রাইয়ান এর উদ্দেশ্য হলো এইখানে জিতে “ব্যাটল মেশিন” রেস ইভেন্টে সে অংশগ্রহন করবে।
চ্যালেঞ্জ ডে এর মধ্যভাগে আর্ন্তজাতিকভাবে বিখ্যাত রেসার রাইয়ো ওয়াটানাবি “দ্যা শোডাউন কিং” তার মিটসুবিশি ল্যান্সার ইভোলুশন এক্স গাড়িটি নিয়ে চ্যালেঞ্জ ডেতে অংশগ্রহন করে এবং অন্যান্য রেসারদের কুপকাত করতে থাকে। ফাইনাল রেসের আগে ডিজে বিগ জে রাইয়ো কে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাইয়ো অন্যান্য সকল রেসাদেরকে চ্যালেঞ্জ করে যে তার মতো ভাল গাড়ি কেউইইইই আর চালাতে পারবে না। একথা শুনে রাইয়ান চ্যালেঞ্জ গ্রহণ করে এবং রাইয়ো কে হারিয়ে দেয়!
এরপর তারা ব্যাটল মেশিনে মুভ অন করে। ব্যাটল মেশিন একটি ফেমাস রেস সংস্থা। যেখানে রয়েছে রুলস, ইভেন্টস, পেনাল্টিস ইত্যাদি। রাইয়ান পুরস্কার হিসেবে ৬ষ্ঠ প্রজন্মের হোন্ডা সিভিক অথবা চিভ্রোলেট কোবাল্ট এসএস গাড়ি পায়। ব্যাটল মেশিন সম্পূর্ণ করে রাইয়ান শোডাউন শিকাগো তে চলে আসে। এখানে এসে তার সাথে পরিচয় হয় রেস কিং রেই ক্রিগার, ড্রাগ কুইন ক্যারোল মনোরি, স্পিড কিং ন্যাইট ডেনভার এবং ড্রিফ্ট কিং একি কিমুরা এদের সাথে।
এভাবেই প্লেয়ার অন্যান্য ইভেন্ট সমূহের ভিতর দিয়ে গেমটিতে এগিয়ে যেতে থাকে।
গেম-প্লে:
নিড ফর স্পিড: প্রোস্ট্রিট গেমটি পূর্বের অন্যান্য নিড ফর স্পিড গেমস এর থেকে আলাদা। গেমটির সমস্ত রেস ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে বদ্ধ রাস্তায়। নিড ফর স্পিড ২ এর পর প্রোষ্ট্রিট গেমটিতে কোনো বেআইনি রেসিং ফিচার নেই। গেমটিতে রয়েছে ড্রাগ রেস, নরমাল গ্রিপ রেস, গ্রিপ ক্লাশ রেস, সেক্টর শুটআউট রেস, টাইম এট্যাক, স্পিড চ্যালেঞ্জ, টপ স্পিড রান রেস এবং ড্রিফ্ট রেস ফিচার। প্রোস্ট্রিট গেমটিতে ড্যামেজ ইফেক্ট কে আরো আপগ্রেড করা হয়েছে। গেমটিতে স্প্রিডব্রেকার ফিচারটি নেই।
গেমটিতে পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে শিকাগোর মেইজস ফিল্ড এয়ারর্পোট, নেভেডা হাইওয়ে, টোকিও ডকইর্য়াড ইত্যাদি বাস্তব জায়গা সমূহে।
গেমটির নরমাল ভার্সনে গাড়ি রয়েছে মোট ৪৬ এবং এড অনস মিলিয়ে মোট গাড়ির সংখ্যা ৭৬ টি। এসমস্ত গাড়িগুলোকে টিউনারস, মাসল এবং এক্সজোটিক এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। চিটকোডের সাহায্যে আরো চার ধরণের শ্রেণী আনলক করা যায়।
চিটকোডসমূহ:
চিটকোডসমূহের প্রয়োগের জন্য ক্যারিয়ার মোডে প্রবেশ করে অপশন মেনুতে “সিক্রেট কোড” অপশনটিতে যেতে হবে > এরপর নিচের কোডসমূহ টাইপ করে একটিভ করতে হবে।
কোড | ইফেক্ট |
UNLOCKALLTHINGS | ম্যাপ আনলক, আরো গাড়ি, সমস্ত রেস ডে এবং স্টেইজ ৪ এর পারফরমেন্স পার্টসগুলো আসবে |
1MA9X99 | ২ হাজার টাকা |
W2iOLLO1 | ৪ হাজার টাকা |
L1iS97A1 | ৮ হাজার টাকা |
REGGAME | ১০ হাজার টাকা |
1Mi9K7E1 | |
CASHMONEY | |
SAFETYNET | ৫টি ফ্রি রিপেআর মার্কার |
ZEROZEROZERO | ক্যারিয়ার মোডে ভলসওয়াগন গলফ জিটি গাড়ি |
ENERGIZERLITHIUM | ইনারজিযার লিথাম ডিকেল ভ্যানিস |
MITSUBISHIGOFAR | ক্যারিয়ার মোডে মিটসুবিশি ল্যান্সার ইভোলুশন গাড়ি |
HORSEPOWER | এনএন্ডএন ডিকেল ভ্যানিস |
WORLDSLLONGESTLASTING | ক্যারিয়ারে মোডে ডগি ভাইপর এসআরটি১০ গাড়ি |
ITSABOUTYOU | ক্যারিয়ার মোডে অডি টিটি ৩.৮ গাড়ি |
ডাউনলোড করে নাও নিচের যেকোনো একটি ওয়েবসাইট হতে:
http://www.freewarelatest.com/2013/05/Need-for-Speed-Prostreet-2007-free-download-full-pc-game.html
or
http://www.fullysoftware.com/need-for-speed-pro-street-download-full-pc-game/
or
http://www.gloverzz.net/2012/07/need-for-speed-prostreet-pc-download.html
or
http://www.googamepc.com/2012/02/download-nfs-need-for-speed-pro-street.html
একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৮৬টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৪ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
vai apnar sob post i oshadaharon by the way amar kase ei game original dvd ase