আমরা সবাই জানি নিড ফর স্পিড একটি জনপ্রিয় রেসিং গেম সিরিজ। এটির ডেভেলপার ইলেক্ট্রনিক আর্টস (EA Games)। এ পর্যন্ত গেমটির ২১টি সিরিজ প্রকাশিত হয়েছে। গেমারদের জন্য সুখবর- এবার তারা নিড ফর স্পিড মুভি বানাতে চলেছেন।
Dreamworks Studio এবং EA Games যৌথভাবে মুভিটি তৈরী করবে। ইতিমধ্যে মুভির শুট্যিং শুরু হয়ে গেছে সান ফ্রান্সিসকোতে। মুভিটি পরিচালনা করবেন ‘স্কট ওয়াহ’ এবং কাহিনী লিখেছেন জন গেটিনস। মুভিটিতে গেমের মতই স্ট্রিট রেসিং থাকবে।
কাহিনীঃ
এটি একজন আন্ডারগ্রাউন্ড স্ট্রিট রেসারের কাহিনী যার একটি গ্যারেজ রয়েছে। সে গ্যারেজে গাড়ি কাস্টোমাইজ করে দ্রুতগতির করে তোলে যাতে সেগুলো রেসিংয়ের উপযোগী হয়। পরে সে ধরা পড়ে এবং জেলে যায় এবং রেসিংয়ে তার বন্ধুকে মেরে ফেলা হয়। জেল থেকে বের হয়ে সে তার বন্ধুর মত্যুর প্রতিশোধ নেয়। এভাবেই মুভির কাহিনী গড়ে উঠেছে।
মুভিটিতে অভিনয় করবেনঃ
Aaron Paul
Imogen Poots
Dominic Cooper
Kid Cudi
Rami Malek
Michael Keaton
Harrison Gilbertson
মুভিতে যেসব রেসিং গাড়ি থাকবেঃ
উপরে দেখা যাচ্ছে মুভির শুটিংয়ের জন্য আনা দুটি দামী রেসিং কার
মুভিটি ২০১৪ সালের মার্চে মুক্তি পাবে।
আমি সাইবার উন্মাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাইবার উন্মাদ। ভালোবাসি প্রযুক্তিকে। প্রযুক্তির আলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
hmm valo news