আজ যে গেম গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ গুলোর মেগাবাইট কম হলেও খেলতে মোটেও খারাপ লাগার কথা না। 😀 যারা বেশি মেগাবাইটের গেম ডাউনলোড করতে পারেন না তারা চটপট দেখে নিন। ভাল লাগতেও পারে।
Angry Bird Bike Revenge:
আমরা যারা Rovio এর তৈরি Angry Bird Series গুলো খেলেছি তারা জানি যে গেম গুলো শুধু মাউস ক্লিক করে খেলতে হয় কিন্তু এই গেমটি আপনার ধারনাকে পাল্টে দেবে এখানে আপনাকে বাইক চালিয়ে শত্রু দমন করতে হবে আর খেলতে হবে কীবোর্ড অ্যারো কী গুলো ব্যবহার করে।
ডাউনলোড (Size:3.18mb)
Smart Soccer:
যারা সদ্য সমাপ্ত কনফেডারেশন কাপে ইতালি বনাম স্পেন খেলা দেখেছেন তারা এই গেম থেকে একটু হলেও বুঝে যাবেন টাইব্রেকারের সময় গোলরক্ষকের অনুভুতি কেমন। না মজা করলাম, ছোট গেমে এত উত্তেজনা পাওয়া যাবে না বটে তবে যত উপরের লেভেলে যাবেন খেলা কঠিন হবেই। এটা সব গেমের জন্য প্রযোজ্য।মাউস একটু নাড়াচাড়া করেন বল গুলোকে সেভ করেন।এটাই এই গেমের কাজ। আর যারা ছোট খাটো পরিসরের ফুটবল গেম চান তারা নীচে দেখুন।
ডাউনলোড (Size:2.06mb)
Mini Soccer:
কীবোর্ড অ্যারো কী গুলো আর Z দিয়ে পাস, X দিয়ে শট এইটুকু মনে রাখাই যথেষ্ট। মাথার একটু বুদ্ধি আর দ্রুতগতির বল দখলের লড়াই এর চেয়ে বেশি কিছু লাগবে না। ছোট মাঠে দৌড়াতে ভালই তো লাগে! আমি লেভেল ৫ খেলেছি। আপনারা কত দূর গেলেন খেলে জানান।
ডাউনলোড (Size:1.29mb)
এবার জেনে নিন এগুলো খেলতে কি কি লাগবেঃ
আপনার ভালো লাগা বা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানান। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। সবাইকে ধন্যবাদ।
আমি ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড দিলাম। এইরকম আরও গেম দেন দেখি!!