সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকটিউনস এ আমার ১ম টিউন ।
প্রতি বছরের ন্যায় এবারও মাঠ কাঁপাতে আসছে জনপ্রিয় ফুটবল গেম পেস ২০১৪(PES 2014)_প্রো ইভোল্যুশন সকার ২০১৪(PRO EVOLUTION SOCCER 2014) । এবার এটি আসছে পুরোপুরি নতুন রূপে ।পেস ২০১৪ কে বলা হচ্ছে পেস সিরিজের সবচেয়ে উন্নত ও আকর্ষণীয় সংস্করণ। এ সিরিজে ১ম বারের মত ব্যবহার করা হয়েছে শক্তিশালী মডিফাইড ফক্স ইঞ্জিন , যা গেমে যোগ করেছে নতুন মাত্রা । নতুন ইঞ্জিন গেমের গ্রাফিক্সকে অন্য উচ্চতায় নিয়ে গেছে । FOX ENGINE সম্পর্কে আরোও জানতে - http://en.wikipedia.org/wiki/Fox_Engine
নির্মাতা: KONAMI
ইঞ্জিণ: FOX ENGINE (modified)
প্ল্যাটফর্ম : PC,XBOX 360,PS3,PSP
ট্রেইলার দেখে নেন আগে -
http://www.youtube.com/watch?v=foGfXQ73jHw
http://www.youtube.com/user/officialpes
পেস ২০১৪ অসংখ্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে । সংক্ষেপে মূল ৬ টি মূল ফিচার উল্লেখ করছি-
১.TrueBall Tech : বল ফিজিক্স আরও উন্নত করা হয়েছে , যার ফলে গেমপ্লে আগের চেয়ে বাস্তবসম্মত হবে। বল পুরোপুরি সেপারেটেড বস্তু হিসেবে থাকবে এবং একে যেকোনোভাবে ব্যবহারকরা যাবে ।
২.Motion Animation Stability System (M.A.S.S.) আগের গেম গুলোতে এক প্লেয়ারের হাত আরেক প্লেয়ারের হাতের বা শরীরের মধ্যে ঢুকে যেত । “ফক্স” বাবাজির কারণে এবার এরকম হবার চান্স নাই । ট্যাকেল,কন্টাক্ট হবে আরো বাস্তবসম্মত ।
৩.Heart আমার সবচেয়ে ভালো লাগা ফিচার । এটি আপনাকে real life ফুটবলের আসল মজা দিবে । প্রতিটা টিম হোম ম্যাচের সুবিধা পাবে, দর্শকরা আপনার টিমের 12th man হিসেবে কাজ করবে। আর স্টেডিয়াম ও দর্শকদের গ্রাফিক্স করা হয়েছে এক কথায় অসাধারণ । KONAMIর ভাষায় -Football is all about emotions and the support of the fans will now have an influence on the performance of the team, cheering and acting as the “twelfth man”. On the pitch, the performance of an individual player, good or bad, will also have an effect on the team, giving them a moral boost if he has a moment of individual brilliance; or forcing his teammates to support him if he is not doing well.
৪.PES ID - এটা আগেও ছিলো। বড় বড় স্টার প্লেয়াররা তাদের ইউনিক স্টাইলে খেলবে। গতবারের তুলনায় এবার প্লেয়ার আইডি বাড়ছে দ্বিগুণ ।
৫.Team Play - গেমপ্লে হচ্ছে আরও realistic. খালি পিসি চালাইয়া কিবোর্ড টিপলেই ম্যাচ জিততে পারবেন না । ঠিকমত প্ল্যান ঠিক করে মাঠে নামতে হবে । এক্ষেত্রে আপনার বাস্তব জীবনের ফুটবল জ্ঞান কাজে লাগাতে হবে । (এত কষ্ট করতে না চাইলে ফিফা খেলেন। সমানে গোল দিতে পারবেন.. হা হা 😀 ফিফা ফ্যানরা মাইন্ড কইরেন না কিন্তু...এমনি কইলাম ।)
৬.The Core - এই ফিচারটি দ্বারা আসলে পুরো গ্রাফিক্সের নতুনত্যকে বোঝানো হয়েছে। প্লেয়ারদের মোশন,এক্সপ্রেশন,জার্সি ডিটেইলস, ম্যাচ অ্যাটমোস্ফিয়ার হবে বাস্তবতার কাছাকাছি । এই ছবিটা দেখুন -
পেস ২০১৩ তে হারিয়ে যাওয়া league mode ফিরে আসছে।এছাড়াও weather এ‘snow’ add হবার কথা।
দুর্বলতা
পেস সিরিজের বড় সমস্যা হল লাইসেন্স ।ইংলিশ প্রিমিয়ার লিগ ফুল লাইসেন্স করা নাই । কারণ EA SPORTS স্পেশাল চুক্তি করে রেখেছে । মানে টিমগুলো অরিজিনাল নামে নাই । যেমন Manchester City আছে Man Blue নামে । তবে আপনি যদি সত্যিকারের ফুটবলের মজা নিতে চান এইটুকু মানতেই হবে । আর পেস আপনি ইচ্ছামত এডিট করতে পারবেন । অথবা একটা প্যাচ ডাউনলোড করে নিলেই সব unlicense problem সমাধান । যেমন আমার পেস ২০১৩ দেখুন -
এটা আসলে ফিফা পাগলদের সবচেয়ে বড় অস্ত্র পেসকে পচানোর জন্য । কিন্তু লাইসেন্স কোন সমস্যা না যদি আপনি ফুটবল খেলা আসলেই বুঝে থাকেন এবং বাস্তবসম্মত গেম খেলতে চান ।
**উয়েফা চ্যাম্পিয়ন্সলিগ, ইউরোপা লিগ আর কোপা লিবার্তোদেস ফুল লাইসেন্সড, যা ফিফা তে নাই । এবার নতুন সংযোজন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ।**
*সিস্টেম রিকোয়ারমেন্টস
অফিসিয়ালভাবে সিস্টেম রিকোয়ারমেন্টস প্রকাশিত হয় নাই । তবে যেহেতু নতুন ইঞ্জিণ এবং গ্রাফিক্স আরো উন্নত তাই পেস ২০১৩ এর চেয়ে ভালো হার্ডওয়্যার লাগবে।
*পেস এর চমৎকার একটি সুবিধা হলো আপনি নিজের একটা ছবির সাহায্যে হুবহু অবয়ব তৈরী করতে পারবেন আর যেকোনো টিমে খেলতে পারবেন । আরও কিছু টুলসের সাহায্যে খুব সহজেই বাংলাদেশ জাতীয় দল সহ যেকোনো দল তৈরী করতে পারবেন । পেস ২০১৩ তে আমার মডিফাই করা বাংলাদেশ জাতীয় দলের জার্সি ও screenshot -
অনেক কথা বলে ফেললাম । টিউন করা যে কত কষ্ট আজ বুঝলাম । যাই হোক উপসংহার টানি -
আমার মত আরো অনেক ফুটবল গেম পাগল পেস ২০১৪ গেমটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । গেমের ১ম ডেমো সম্ভবত জুলাইয়ের শেষে কোনামির ওয়েবসাইটে আসবে । আর ফাইনাল গেম বাজারে আসবে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে। ফিফা ১৪ ও নতুন IGNITE ইঞ্জিন ব্যবহার করছে কিন্তু দুঃখের বিষয় হলো তা শুধুমাত্র প্লেস্টেশন ৪ আর এক্সবক্স ওয়ান এর জন্য , পিসির জন্য সেই আগের ইঞ্জিন ( যেই লাউ সেই কদু ) । কিন্তু পেস ২০১৪ এর প্রতিটি এলিমেন্ট নতুনভাবে তৈরী হয়েছে ।যদিও এটি নিউ জেনারেশন কনসোলের (ps4,xbox one) জন্য মুক্তি পাবে না । তাই এবার পিসি গেমের ক্ষেত্রে ফিফা অনেকটাই পিছিয়ে ।
কষ্ট করে টিউন পড়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন সবাই । আল্লাহ হাফেয ।
আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর। Company Of Heros 2 এর রিভিউ আশা করছি।