আসসালামু ওলায়কুম টেকটিউনাররা।আশা করছি আপনারা সবাই ভালো আছেন।টিউন এর হেডিং দেখেই বুঝতে পারছেন যে আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি গেম Ride to Hell : Retribution বা " জাহান্নামে গমন : শাস্তি "।গেমটি রিলিজ হয় ২৫শে জুন , ২০১৩ তে মানে গতকালকে।
গেমটির মূল চরিত্র "জেক কনওয়ে" মাত্র ভিয়েতনাম থেকে বাড়িতে ফিরেছে যখন তার ভাইকে তার প্রতিদ্বন্দ্বী দল "টি ডেভিল'স হ্যান্ড " এর সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে।আপনাকে জেক কনওয়ে হয়ে খেলতে হবে এবং আপনার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে।আপনার পথে যেই বাধা হয়ে দাড়াবে তাকে আপনাকে মেরে ফেলতে হবে।আপনি মোটর-সাইকেল কিংবা পায়ে হাটা অবস্থায় - আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে বন্দুক এবং চাকুর মত অস্ত্রের সাহায্যে আপনার নিজেকে রক্ষা করতে হবে এবং সত্ত্রুদেরকে মেরে ফেলতে হবে।গেমটি ১৯৬০ দশকের আমেরিকার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।
গেমটি কিছুটা GTA গেমগুলোর মত।গেমটিতে গোলাগুলি এবং যানবাহন চালানো ছাড়াও আপনি আপনার যানবাহন নিজের ইচ্ছামত সাজাতে পারবেন এবং রং করতে পারবেন।
আমি shafiin111। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(Y)