মনে রেখো আমায়! হু গেমটির বাংলা নাম। ঠিক তাই, মনে রাখার মতো একটি গেম Remember Me.
রিম্মেবার মি হলো আরেকটি সাইন্স ফিকশন এডভেঞ্চার গেম যেখানে ভবিষ্যৎ পটভূমিতে সরকার মানুষের মেমোরি কে ব্যবহার করছে!! বলে কি!! মেমোরি!! বাহ! একটি করপোরেশন মানুষের মেমোরি / স্মৃতিকে সেনসেন টেকনোলজির মাধ্যমে ক্লাউডে আপলোড করতে পারছে!! এতে যেমন মানুষের গোপনীয়তা নষ্ট হচ্ছে তেমনি অনেক সুবিধাও রয়েছে। মেমোরি হান্টার নামে একটি সরকারি ফোর্সও রয়েছে!
গেমটির শুরু হয় নিলিন এর ভূমিকায়। নিলিন একজন সাবেক মেমোরি হান্টার সদস্য যে কিনা মানুষের হৃদয়ে এবং মাথায় প্রবেশ করতে পারে এবং তাদের মেমোরী চুরি করতে পারে। বুঝতেই পারছো গেমটিতে তোমাকে নিলিনের ভূমিকায় খেলতে হবে।
রিম্মেবার মি
নির্মাতা:
ডোন্টনোড এন্টারটেইমেন্ট
প্রকাশক:
ক্যাপকম
ইঞ্জিণ:
আনরিয়েল ইঞ্জিণ ৩
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০
মুক্তি পেয়েছে:
জুন ৩-৭, ২০১৩
ধরণ:
একশন এডভেঞ্চার,
বিট-ইম-আপ
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
সার্পোটেড অপারেটিং সিস্টেম: এক্সপি (সার্ভিস প্যাক ৩ আবশ্যক), ভিসতা, সেভেন, এইট = ৩২/৬৪ বিট,
কমপক্ষে:
ইন্টেল কোর ২ ডুয়ো ২.৪ গিগাহার্জ অথবা এএমডি এথলন ৬৪এক্স২ ডুয়াল কোর গতির প্রসেসর ,
এনভিডিয়া জির্ফোস ৮৮০০ জিটিএস অথবা এএমডি রাডিয়ন এইচডি ৩৮৫০ গ্রাফিক্স কার্ড ,
২ গিগাবাইট র্যাম,
৯ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০
ভালভালে খেলতে চাইলে:
ইন্টেল কোর ২ কোয়াড ২.৮৩ গিগাহার্জ অথবা এএমডি ফেনম ২এক্স৪ ব্ল্যাক এডিশন গতির প্রসেসর,
এনভিডিয়া জির্ফোস জিটিএক্স ৫৫০ অথবা এএমডি রাডিয়ন এইচডি ৭৭৯০ গ্রাফিক্স কার্ড,
৪ গিগাবাইট র্যাম,
৯ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১০
সার্পোটেড প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের লিষ্ট:
http://www.mediafire.com/?0mbqqqz0m2q80cu
পটভূমি:
গেমটির পটভূমি হলো ২০৪৮ সালে। প্যারিস শহর সেখানে নিও-প্যারিস। দ্যা মেমোরাইজ করপোরেশ
একটি নতুন ব্রেইন ইমপ্ল্যান্ট “সেনসেশন ইঞ্জিণ” উদ্ধাবণ করে। এটার সাহায্যে নেটে ৯৯% মানুষ তাদের মেমোরি আপলোড করতে পারবে এবং দুঃখ কিংবা দুঃখের সময়টুকু মুছে দিতে পারবে। তবে এটার পার্শ্বপ্রতিক্রিয়ায় লিপারস নামক নতুন একটি সৃষ্টি হয়। এরা মেমোরী-এডিকটেড হিউম্যান যারা অনেকবেশি পরিমাণে মেমোরী লোড করেছে এবং এর ফলে সাবইউম্যানে পরিণত হয়েছে, এর মাটির নিচের Sewers তে থাকে।
একটি ছোট গ্রুপ “ইরোরিস্ট” তাদের লক্ষ্য হলো এই মেমোরী সিস্টেম কে ধ্বংস করা।
স্টোরিলাইন:
নিলিন। তার পূর্বের সমস্ত মেমোরীকে মুছে দিয়ে তাকে নিও-প্যারিসের পুরাতন ব্যাসটাইল কারাগারে বন্দি অবস্থায় আছে।
ইরোরিস্ট গ্রুপের লিডার এডজ নিলিনকে কারাগার হতে মুক্ত করে নিয়ে আসে। পূর্বের কোনো স্মৃতি মাথায় না থাকায় বাধ্য হয়ে এডজকে বিশ্বাস করে তার সাথে নিলিন পালিয়ে আসে। এডজ নিলিনকে বলে যে নিলিন একজন ইরোরিস্ট সদস্য এবং তার স্টিলিং এবং রিমিক্সি মেমোরী এই দুটি ক্ষমতাই আছে যা ইউনিক।
নিও-প্যারিসের বস্তিতে ইরোরিস্ট সদস্য টমির সাথে টিম আপ করে নিলিন। তাদের উপর হঠাৎ আক্রমণ করে ওলগা সেডোভা। ওলগা সেডোভা নিলিনকে খুঁজতে ছিল কারাগারে পুনরায় বন্দির জন্য। তবে নিলিন ওলগার মনের ভিতর প্রবেশ করে তার মেমোরী ওলট-পালট করে দেয়। এখন ওলগা ইরোরিস্ট গ্রুপের সদস্য। তার কাছ থেকেই নিলিন তার প্রথম ডেস্টিনেশন পেয়ে যায়।
নিলিনকে এবার নিও-প্যারিসের টপ আর্কিটেক কাউকি শেণরিড্যান এর কাছ থেকে গোপনীর কোড চুরি করতে হবে। তাই নিলিন সেইন্ট-মিশেল অঞ্চলে আসে এবং কোড চুরি করে। এডজ এর কাছে কোডটি আপলোড করার পর এডজ কোডটির সাহায্যে সেইন্ট-মিশেল ড্যাম খুলে দেয় এবং পুরো এলাকাটি বন্যা প্লাবিত হয়। বন্যার সাহায্য নিয়ে নিলিন ব্যাসটিলি তে যেতে থাকে। পথে ব্যাসটিলের সেডিস্ট্রিক ম্যানেজার ম্যাডামির সাথে নিলিনের যুদ্ধ হয়। ম্যাডামিকে পরাজিত করে নিলিন মেমোরি সার্ভার থেকে সমস্ত মেমোরি কে ফ্রি করে দেয় এবং নিজের কিছু কিছু মেমোরী ফিরে পায়।
নিলিনের পরবর্তী মিশন হয় মেমোরাইজ এর সিইও সাইলা এর মেমোরী রিমিক্সিং, যাতে তার উপলব্ধি হয় তার কোম্পানির টেকনোলজির ক্ষতিকারণ দিকগুলো।
নিলিন সাইলার অফিসে যায় এবং সাইলার মনে প্রবেশ করে তার স্মৃতিকে ওলট পালট করে দেয়। সাইলার মনে প্রবেশ করার জন্য নিলিন জানতে পারে যে নিলিন সাইলার মেয়ে! আরো জানতে পারে যে একটি গাড়ি দুর্ঘটনার জন্য সাইলা খুবউ ব্যাথিত। নিলিন সাইলার স্মৃতিকে ওলট – পালট করে পরিস্থিতি স্থান্ত করে।
এদিকে এডজ নিলিনকে জানায় যে “ব্যাড রিকোয়েস্ট” ধরা পড়েছে এবং নিলিন তাকে মুক্ত করতে যায়। তবে “ব্যাড রিকোয়েস্ট” এর মেমোরী সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে তাকে উদ্ধারের আগেই। এরপর নিলিন জানতে পারে যে মেমোরাইজ বিজ্ঞানী ডাক্তার কোয়েইড একটি উপায় খুঁজছেন যার মাধ্যমে এই লিপারস গুলোকে কনট্রোল করে মেমোরাইজ এর নিজস্ব একটি আর্মি গঠন করা। তবে একটি লিপার ডাক্তার কোয়েইডকে খুন করে ফেলে এবং ব্যাসটিল এর ধ্বংসে লেগে পড়ে। “ব্যাড রিকোয়েস্ট” এর জীবনের বিনিময়ে নিলিন ওই লিপারকে মারতে সক্ষম হয় এবং ধ্বংসপ্রাপ্ত ফ্যাক্টরিটি পরিত্যাগ করে চলে আসে।
এরপর এডজ নিলিনকে মেমোরাইট সেন্ট্রাল সার্ভার “H3O” কে ধ্বংস করতে কনসেপ্টশন কিউব এর খোঁজে মেমোরাইজ সেন্ট্রাল বেইসে পাঠায়। সেখানে এসে নিলিন তার পিতা চার্লিসকে খুঁজে পায়। চার্লিস এই মেমোরী সিস্টেমের উদ্ধভাবক। নিলিনের মায়ের সাহায্য নিয়ে নিলিন তার পিতা কে বোঝাতে সক্ষম হয় যে এই টেকনোলজি মানুষের উপকারের চেয়ে ক্ষতি করছে বেশি।
পিতার সাহায্য নিয়ে সার্ভারে প্রবেশ করার পর নিলিন জানতে পারে যে এডজ একটি সত্ত্বা যাকে সৃষ্টি করা হয়েছে পরিত্যাক্ত মেমোরী দিয়ে। এরপর নিলিন এডজকে ধ্বংস করে সমস্ত মেমোরীগুলোকে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দেয় যেগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।
নিলিন এখন একটি পরিবার পেয়েছে। পেয়েছে সুখ ও শান্তি। তবে তার কাঁধে বিশাল দায়িত্ব . . . . . .. ক্ষতিগ্রস্থ দুনিয়ার ক্ষতিপূরণের . . . . . . .. .
গেমটির পরিবেশ গেমটির সবচেয়ে বড় শক্তি। গেমটির নির্মাতা ডোন্টনোড একটি ভাল কাজ করেছে প্যারিসকে ২০৮৪ সালের দৃষ্টিতে রিমেক করে। নিও-প্যারিস! নিও-প্যারিস হলো একটি পুরাতন প্যারিস শহর যেখানে নতুন নতুন সব টেকনোলজি ব্যবস্থা রয়েছে। তবে পরিবেশটি গেমটির কাহিনীতে তেমন প্রভাব ফেলেনি। কারণ এটি জিটিএ সিরিজের মতো নয় যে ইচ্ছে মতো ঘুরা ফেরা করা যাবে। শুধুমাত্র রাস্তার চিপায়-চাপায় হেলথ পাওয়ার আপের সন্ধান করা যাবে ব্যাস।
এছাড়াও গেমটি হ্যান্ড-টু-হ্যান্ড কমবাট সিস্টেম রয়েছে। যার সাহায্যে শত্রুদের বিরুদ্ধে তুমি লড়তে পারো। তবে মজার ব্যাপার হলো গেমটিতে তুমি তোমার নিজের ইচ্ছে মতো কমবাট তৈরি করে নিতে পারে। গেমটিতে প্রায় ৫০ হাজারের মতো নিজস্ব কমবাট সিস্টেম রয়েছে।
গেমটির নির্মাতা ডোন্টনোড এর নির্মিত প্রথম গেম এটি। গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সালে ডোন্টনোড কোম্পানির প্রতিষ্ঠার পরেই। গেমটির প্রথম দিকে নাম ছিল Adrift এবং গেমটির মূল কনসেপ্ট ছিলো গ্লোবাল ওয়ারনিং । পরে ডোন্টনোড টিম মেমোরীকে গেমটির মূল উপাদান করে গেমটি নির্মাণ করা শুরু করে। গেমটির মূল চরিত্র হিসেবে মহিলা কে বেছে নেওয়াতেও নির্মাতার বহু চাপে পড়েছিলেন। তাদেরকে বলা হয়েছিল যে পুরুষ চরিত্র নিলে বিক্রি ভালো হবে!!
অরিজিনালী গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ৩ এর জন্য নির্মাণ করেছিল, সাথে ছিল সনির চুক্তি। তবে ২০১১ সালে সনি তাদের চুক্তি বাতিল করায় এবং ক্যাপকম নির্মাতাদের সাথে চুক্তি করায় গেমটি সমস্ত প্ল্যাটফর্মে মুক্তি দেবার পরিকল্পনা করা হয়। গেমটি অফিসিয়াল ভাবে ২০১২ সালের গেমসকম ইভেন্টে প্রথম দৃষ্টি মোচন করা করে একটি অফিসিয়াল ট্রেইলার এবং গেমপ্লে দিয়ে।
ডাউনলোড:
4 GB Download links:
Rapidgator Download Links:
https://safelinking.net/p/579a113989
Uploaded Download Links:
https://safelinking.net/p/d8c42b97ec
1 GB Download Links:
Uploaded Download Links:
https://safelinking.net/p/3550ab21dd
Rapidgator Download Links:
https://safelinking.net/p/9463f24058
Putlocker Download Links:
https://safelinking.net/p/94d50acbdd
BillionUploads Download Links:
https://safelinking.net/p/3f438b3c28
180upload Download Links:
https://safelinking.net/p/961774e602
Password: http://www.gloverzz.blogspot.com
Cr@@@@@ck:
BillionUploads Download Link:
http://BillionUploads(dot)com/fr4n07x3emc3
180upload Download Link:
http://180upload.com/331c54h6rpce
Installation Notes:
1. Unpack the release & Mount.
2. Install.
3. Copy the crack.
4. Play the game.
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
game ta ki really valo?download kora tym waste hobe na to??