গেমস জোন [পর্ব-৮৫] :: Doom 3 – BFG Edition – 1.3GB Direct Links (২০১২/কোর ২ ডুয়ো)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হাই! নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব । গত এপিসোড গুলোর ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি ডুম সিরিজের সর্বশেষ সংস্করণ ডুম ৩ – বিএফজি এডিশন।

ডুম ৩ – বিএফজি এডিশন একটি রি-রিলিজ ডুম ৩ গেমটির। গেমটি অরিজিনাল ডুম ৩ গেমটির রিমেক। গেমটিতে আরো উন্নত গ্রাফিক্স, সাউন্ড সিস্টেম এবং চেকপয়েন্ট সেভ সিস্টেম ফিচার করা হয়েছে। গেমটিতে ডুম ৩, রিসারেশন অফ ইভিল এবং দ্যা লস্ট মিশন এই ৩ টি গেম একত্রে করে নতুন করে ডিজাইন করা হয়েছে । এছাড়াও এটিতে আলাদা করে ডুম, ডুম ২ সাথে দ্যা ফ্লেশ কনজিউম এবং নো রেস্ট ফর লিভিং সাথে অরিজিনাল ডুম ৩ এবং রিসারেশন অফ ইভিল প্যাক যুক্ত করা আছে। গেমটি পিসিতে খেলতে হলে একটি স্ট্রিম ক্লায়েন্ট এবং একটি ভেলিড স্ট্রিম একাউন্ট থাকতে হবে ইন্সটল এর জন্য।


Doom 3 – BFG Editon

 

নির্মাতা:

আইডি সফটওয়্যার,

প্রকাশক:

বেথেসডা সফটওয়্যার

সিরিজ:

ডুম

ইঞ্জিণ:

আইডি টেক ৫

খেলা যাবে:

পিসি,

এক্সবক্স ৩৬০,

প্লে-স্টেশন ৩

মুক্তি পেয়েছে:

অক্টোবর ১৬, ২০১২

ধরণ:

সাইন্স ফিকশন হরর,

ফার্স্ট পারসন শুটার,

এডভান্স ফিউচারিস্টিক মিলিটারী থিম

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টস:

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,

ডুয়াল কোর ২.৮ গিগাহাটস গতির প্রসেসর,

৩ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইট গ্রাফিক্স Card,

৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

ডুম ৩ বিএফজি এডিশন! নাম শুনলেই খেলতে মন চায়। তবে যেমন গ্রাফিক্স আশা করেছিলাম তা পাই নি। এই ধরণের গ্রাফিক্স নিয়ে ২০১২ সালে কেউ গেম বের করে নাকি! হয়তো সকল পিসিতে চলার কথা ভেবেই নির্মাতারা এই সুযোগ টা নিয়েছেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গেমটির ১০০% খেলার উপযোগী!

যেহেতু এটি রিমেক তাই গেমটির স্টোরিলাইন একই তাই আমি আবারো স্টোরিলাইন লিখলাম না। তোমরা গেমস জোনের আগের দুটি এপিসোড দেখে নিও যদি স্টোরিলাইন জানতে চাও।

১৯৯৩ সাল। আমার জন্মের ২ বছর আগের কথা!! জন কারমেক এবং জন রোমিও এই দুইজন সেই সময়ের পিপড়ার মতো গ্রাফিক্স ওয়ালা গেমসগুলো সাথে পাল্লা দিয়ে প্রথম ৩থ্রি গেম নির্মাণ করলেন। ডুম!!! এর এক বছর পর বের করলেন ডুম ২! এর পরের বছর ফাইনাল ডুম! ব্যাস পুরো ৯০ এর দশক তাদের হয়ে গেল। গেমটি ব্যাপক জনপ্রিয় হয়।

২০০০ সালে যখন গ্রাফিক্স ওয়ালা গেম এর জগত শুরু হয়েছে মাত্র তখন ফ্যানদের চাপে নির্মাতারা ডুম সিরিজের রিমেকের কথা ভাবলেন। ২০০৪ সালে বের করলেন পরিপূর্ণ ৩থ্রি গেম ডুম ৩। ডুম ৩ সেই সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় গেম ছিল। ২০১২ সালের শেষের দিকে সিরিজের ২০ বছর পূর্তিতে তারা ডুম ৩ গেমটির রিমেক করলেন। ডুম ৩ – বিএফজি এডিশন দিয়ে।

ডুম ৩ গেমটির মাধ্যমে ফার্স্ট পারসন শুটার গেম ধরণটির মোড় ঘুড়ে যায় ২০০৪ সাল থেকে।

ডুম ৩ – বিএফজি এডিশনে আসল ডুম ৩ এর গ্রাফিক্স এর স্বাদ রাখা হয়েছে। তবে ডুম ৩ এবং বিএফজি এডিশনের গ্রাফিক্সের পার্থক্য দেখে নাও নিচের ভিডিও থেকে:

http://www.youtube.com/watch?v=HPSVLI6lEoI

ফিচার:

১। এটি ডুম ৩ এবং রিসারেকশন অফ ইভিল গেম দুটির একত্রে মিক্স করে রিমেক করা হয়েছে গ্রাফিক্স এবং সাউন্ড এর দিক থেকে।

২। সাথে রয়েছে অরিজিনাল ডুম ৩ এবং রিসারেকশন অফ ইভিল আলাদা ফোল্ডারে

৩। আরো আছে ডুম এবং ডুম ২ সাথে আরে অনেক লেভেল যুক্ত করা।

৪। ৫.১ সাউন্ড সিস্টেম ফিচার করায় রাতের বেলা একা একা গেমটি খেলে দারুণ মজা পাওয়া যাবে।

৫। ‍ডুম ৩ এর ১৪ টি লেভেল সাথে রিসারেশন অফ ইভিল গেমটির ১১টি লেভের এবং দ্যা লস্ট মিশন গেমটির ৮টি মিশন টোটাল ৩৩ টি মিশনের রিমেক!!! আহা!

৬। চেক পয়েন্ট সেভ সিস্টেম

৭। এডভান্স কির্বোড ফাংশন সিস্টেম

৮। ১২০ গিগাহাজ গেম ইঞ্জিণ যাতে স্মুথ এনিমেশন এবং গেম-প্লে খেলা যাবে।

৯। ফ্ল্যাশলাইট এখন অস্ত্রের সাথে ব্যবহার করা যাবে

১০। পিডিএ এর নতুন রূপ

১১। প্রতিটি অস্ত্র এর ম্যাক্মিমাম গুলির ব্যবস্থা

১২। আরমর যত খুশি তত পিক করা যাবে।

১৩। ১৪ টি সেভ স্লট

১৪। কানসিন গুলো আনস্ক্রিপেবল

১৫। সমস্ত চিটকোড সরিয়ে ফেলা হয়েছে!!! ধুর!

কেবিনেট কোড:

Doom 3

Cabinet 001: 396

Cabinet 003: 483

Cabinet 009: 752

Cabinet 013: 586

Cabinet 017: 347

Cabinet 023: 531

Cabinet 038: 409

Cabinet 039: 102

Cabinet 047: 123

Cabinet 048: 123

Cabinet 049: 123

Cabinet 054: 246

Cabinet 054 (second): 142

Cabinet 054 (third): 631

Cabinet 063: 972

Cabinet 064: 651

Cabinet 071: 532

Cabinet 078: 364

Cabinet 079: 364

Cabinet 103: 259

Cabinet 104: 579

Cabinet 108: 847

Cabinet 112: 538

Cabinet 114: 715

Cabinet 116: 972

Cabinet 116 (second): 624

Cabinet 117: 624

Cabinet 213: 371

Cabinet 215: 298

Cabinet 317: 841

Cabinet 386: 836

Cabinet 387: 836

Cabinet 452: 571

Cabinet 666: 372

Cabinet 669: 468

Cabinet 965: 428

Cabinet 21D: 298

CPU Lab A: 627

Double-Barrel Case: 731

Level 3 Access: 463

Mars City Armory: 584

Martian Buddies 1 and 2: 0508

Monorail Airlock: 826

Plasma Storage: 734

Security Chief Door: 931

Storage 07: 725

Valve 1 Terminal: 842

Weapons Storage 1 and 2: 584

Doom 3: Lost Missions

Cabinet 054: 631

Cabinet 071: 532

Cabinet 104: 579

Cabinet 108: 847

Cabinet 805: 372

Cabinet 806: 372

Cabinet 965: 429

Shotgun Cabinet: 731

Doom 3: Resurrection Of Evil

Cabinet 029: 516

Cabinet 034: 134

Cabinet 035: 134

Cabinet 042: 714

Cabinet 105: 769

Cabinet 116: 634

Cabinet 117: 634

Cabinet 407: 937

Cabinet 408: 937

ডাউনলোড:

Part 1:

 http://dl.downloadha.com/Rezaj/Game/Doom%203%20BFG%20Edition%20BB%20(www.Downloadha.com).part1.rar

Part 2:

 http://dl.downloadha.com/Rezaj/Game/Doom%203%20BFG%20Edition%20BB%20(www.Downloadha.com).part2.rar

password:

http://www.downloadha.com

গেমটি খেলে তেমন একটা মজা পাইনি। কারণ আসল ডুম ৩ গেমটি খেলেছি তো তাই। তবে যারা এখনো ডুম ৩ খেলনি তাদের এখনই সময় ডুম ৩ বিএফজি খেলার। আল্টিমেইট কালেশন সাথে উন্নত গ্রাফিক্স, খেলে মজা পাবে। আর হ্যাঁ রাতের বেলা একা একা খেলবে, তাহলেই সাউন্ডের আসল মজা পাবে। পিলে চমকে উঠা সাউন্ড সিস্টেম রয়েছে গেমটিতে।

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

game kalte ki net ar dorker hoy/offline a kela jay?

Level 0

Mobile games download best site softwarzone.tk