আসসালামু আলাইকুম, বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন ভালো আছি। জ্বরে আক্রান্ত ছিলাম। বিকেল থেকে একটু সুস্থ ফীল করছি।
শিরোনাম দেখেই হয়তো বুঝে ফেলেছেন। আরেকটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি। ঠিক যেমনটি দিয়েছিলাম এই টিউনটিতে।
আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে GTA বা Grand Theft Auto-এই সিরিজটা পছন্দ করেন না-এমন কেউ নেই। আমি কিন্তু এক কথায় এই GTA এর জন্য দিওয়ানা। যাই হোক আসল কথায় আসি।
GTA IV গেইমটি অনেক জায়গায়ই পাওয়া যাবে। গেইমটির মূল সাইজ ১৩জিবি। কোথাও কোথাও ৮ কি ৭ জিবি তে পাওয়া যায়। অনেক জায়গায় দেখবেন বলবে highly compressed। কিন্তু ভিতরে মাকাল ফল। কোথাও হয়তো TORRENT এর লিঙ্ক দেয়া থাকে। যা ডাউনলোড করতে জীবন পার হওয়ার উপক্রম। এমনও দেখেছি compressed বলে অন্য GTA ধরিয়ে দেয়। কিন্তু তাই বলে কি GTA IV খেলবো না। অবশ্যই খেলবো। তাই এই সমস্যার দিকে লক্ষ্য রেখে নিয়ে আসলাম GTA IV-মাত্র ৪.৪জিবি তে। সঙ্গে রেজিউমেবল (RESUMABLE) লিঙ্ক সহ।
গেইমটি সম্পর্কে সবারই হয়তো কম বেশি ভালো ধারণা আছে। তারপরেও কিছু স্ক্রীনশট দিয়ে দিলামঃ
কি মনে কি খুশি ঠেকছে??? আমি আশাবাদী-যারা এই গেইমটার ডাউনলোড সাইজ নিয়ে চিন্তিত ছিলেন-তারা জব্বর খুশি। কি ঠিক বলছি কিনা-জানাবেন।
আর খুশি না হয়ে যাবেন কই। আরেকটা খবর তো বলিই নি। গেইমটিতো আছেই-সঙ্গে আছে কিছু অস্থির বোনাস।
তো যাওয়া যাক ডাইউনলোড করতে। কি বলেন।
চলুন এখানে
কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের চাওয়া-পাওয়ার দিকে খেয়াল রেখেই এগিয়ে যাচ্ছে গেইমমেলা
আমি ম্যাড গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
thnx bro…looking for this for a long time