সবচেয়ে কম সাইজে ডাউনলোড করুন GTA IV

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সসালামু আলাইকুম, বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন ভালো আছি। জ্বরে আক্রান্ত ছিলাম। বিকেল থেকে একটু সুস্থ ফীল করছি।

শিরোনাম দেখেই হয়তো বুঝে ফেলেছেন। আরেকটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি। ঠিক যেমনটি দিয়েছিলাম এই টিউনটিতে

মি এই ব্যাপারে একদম নিশ্চিত যে GTA বা Grand Theft Auto-এই সিরিজটা পছন্দ করেন না-এমন কেউ নেই। আমি কিন্তু এক কথায় এই GTA এর জন্য দিওয়ানা। যাই হোক আসল কথায় আসি।

GTA IV গেইমটি অনেক জায়গায়ই পাওয়া যাবে। গেইমটির মূল সাইজ ১৩জিবি। কোথাও কোথাও ৮ কি ৭ জিবি তে পাওয়া যায়। অনেক জায়গায় দেখবেন বলবে highly compressed। কিন্তু ভিতরে মাকাল ফল। কোথাও হয়তো TORRENT এর লিঙ্ক দেয়া থাকে। যা ডাউনলোড করতে জীবন পার হওয়ার উপক্রম। এমনও দেখেছি compressed বলে অন্য GTA ধরিয়ে দেয়। কিন্তু তাই বলে কি GTA IV খেলবো না। অবশ্যই খেলবো। তাই এই সমস্যার দিকে লক্ষ্য রেখে নিয়ে আসলাম GTA IV-মাত্র ৪.৪জিবি তে। সঙ্গে রেজিউমেবল (RESUMABLE) লিঙ্ক সহ।

গেইমটি সম্পর্কে সবারই হয়তো কম বেশি ভালো ধারণা আছে। তারপরেও কিছু স্ক্রীনশট দিয়ে দিলামঃ

কি মনে কি খুশি ঠেকছে??? আমি আশাবাদী-যারা এই গেইমটার ডাউনলোড সাইজ নিয়ে চিন্তিত ছিলেন-তারা জব্বর খুশি। কি ঠিক বলছি কিনা-জানাবেন।

র খুশি না হয়ে যাবেন কই। আরেকটা খবর তো বলিই নি। গেইমটিতো আছেই-সঙ্গে আছে কিছু অস্থির বোনাস।

  • একটা সেরাম ট্রেইনার(TRAINER) হেব্বি সুবিধা সহ
  • ওয়াকথ্রো (walkthrough)
  • এমনকি কিছু মোডও দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে use করে দেখতে পারেন।
  • আরও অনেক কিছু...

তো যাওয়া যাক ডাইউনলোড করতে। কি বলেন।

চলুন এখানে

কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের চাওয়া-পাওয়ার দিকে খেয়াল রেখেই এগিয়ে যাচ্ছে গেইমমেলা

Level 3

আমি ম্যাড গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnx bro…looking for this for a long time

Level 3

most welcome…

Level 0

ভাই এটাকে কি কম ছাইজ বলে ? 1mb to 400mb আপনি কম ছাইজ বলতে পাৰে 4gb কে নয় l

Level 3

ভাই, একটা ১৩ জিবির গেইম কে ৪ জিবি তে নামানোই বা কম কিসে? এর কমে অন্য কোথাও পাওয়া যাবে কিনা আমি সন্দিহান।

Level 0

ভাই, আপনার আর সন্দিহান হতে হবেনা। আপনার জন্যই আমি GTA-IV এর 3 MB ভার্সন দিলাম। ( 3 GB না, Only 3 MB)। যাদের দরকার ডাউনলোড করে নিয়েন। http://www.mediafire.com/download/5hgcxt6yoodxue3/SHUVO_GTA_IV.rar

Level 0

আর ভাই, ” সবচেয়ে কম সাইজে ” কথাটা লেখা একদম উচিত হই নাই আপনার।

    Level 0

    আর ভাই, ” সবচেয়ে কম সাইজে ” কথাটা লেখা একদম উচিত হয় নাই আপনার।

      @শুভ: vai game ta kothay??? aikhane to khali KGB archiver r kisu pic dewa… pls game ta den

শুভ ভাই, আপনার ‘পা’ কি ‘গোল’ ?

Level 0

যাদের KGB file পছন্দ না, তারা 19 MB এই RAR ফাইল ডাউনলোড করতে পারেন। এইটা Extract করলে সরাসরি 6.33 GB একটা ISO file পাবেন। http://www.mediafire.com/download/9f73l45sctzwpki/SHUVO_GTA_IV_ISO.rar

এটা কি সিডি তে বার্ন করতে হবে ? নাকি winrar দিয়ে extract করলেই হবে ?

Iso file ta ki korbo…..extract korte gele bole ‘No Archive found”

Level 0

@শুভ ভাই আপনার Midiafire Link 19mb .rar টাতে Dangerous File Blocked দেখায় …

Level 3

শুভ ভাই, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। কিন্তু, “সবচেয়ে কম সাইজ” কথাটার মর্ম কি বুঝতে পেরেছেন?? বাকিটা আমার অন্য বন্ধুদের কাছে ছেড়ে দিলাম। আমি ভালো মতই বলেছিলাম-অনেক জায়গায়ই গেইমটা পাওয়া যাবে কম্প্রেসড বলে। কিন্তু ভিতরে মাকাল ফল। n that is one of the example as Shuvo has given.

thank you…

আগে নিজে গেমটা নামায়া চালায়া শিওর হন! খালি পাইছেন এক জায়গায়,নাম চেঞ্জ কইরাই আপলোড দিয়া কম সাইজ কম সাইজ কইতে কইতে টিউন দিয়া ফালান! ধুর মিয়া! আজাইরা ডাউনলোড করাইলেন!

    থুক্কু! শুভরে কইতে গিয়া কারে কি কইলাম! @msmraqeeb ভাই! আপনেরটা ঠিক আছে! আপনে আবার কিছু মনে কইরেন না! আপনারে বলি নাই!

Level 3

ঠিক বলেছেন টেক মশাই ভাই… আগে যাচাই করে তারপর না সেটা সবার সাথে শেয়ার করা উচিৎ। যাই হোক ভাই, কোনো এড দিচ্ছি না। শুধু আপনাদের জ্ঞাতার্থে বলছি- আমার সাইটের সব গেইম গুলোই আমার টেস্ট করা। শিউর না হয়ে কিচ্ছু দেই না।

    @msmraqeeb: সাইজ দেইখাই বুঝা যায় আপনার গুলা কাজ করে! GTA-IV এর অরিজিনাল সাইজ 16 GB,সেইখানে কমপ্রেসড সাইজ 4.4GB —– sounds good enough to trust 😀

vai apnar download link er kichui bujhte parchi na help……………..

Level 3

এই পেইজে যান হেল্প এর জন্যঃ- http://gamemela.ucoz.com/index/cc_cc_download_help/0-7
তারপর দেখবেন অনেকগুলো লিঙ্ক আছে… যে কোনোটা সিলেক্ট করলেই হবে… এই মুহূর্তে FC (Fichier) এটা বেস্ট…

ভাই আমিও GTA পাগলা। গেম বলতে GTA VC, SA, IV এই দুই টাই ঘুরাইয়া ফিরাইয়া খেলতেছি।
আমার একটা বিষয় জানার ছিল।
বর্তমানে আমার কোন extarnal graphics card নাই। যদি আমি একটা ATI Radeon 1 GB – 5XXX মডেলের Graphics card লাগাই তবে কি আমি upcoming “GTA V” খেলতে পারব। বর্তমানে আমার PC configaretion হল –
MotherBoard :- Gigabyte G-41
Processor :- Intel Duel Core 2.7 GHz
RAM :- 2 GB DDR 2 (1 GB + 1 GB)
Operating System :- XP, se7en

এখন আমার পক্ষে motherboard , processor এইগুলা change করা সম্ভব না। রাস্তা একটাই খোলা Graphics Card.
দয়া করে জানান। GTA V এর trailer আর এই সম্পর্কে শুইনা আর ভাল লাগতেছেনা।

সরি। দুইটা না তিনটা।

Level 3

GTA V এর জন্য Core 2 Duo processor হচ্ছে সর্বোত্তম, সঙ্গে graphics card তো must… Dual Core এ চালাতে হলে আপনার motherboard টা DDR3 হলে ভালো হতো… আর যদি একেবারেই motherboard change করা আপনার অসম্ভব হয়, তাহলে RAM এর পরিমাণটা বাড়িয়ে ফেলুন।

Level 0

আমেরিকান বার্গার খাইতে ইচ্ছে করে কিন্তু 4GB টাকা পামু কোথায়, তাছাড়া বাংলাদেশ বিমানে চড়ে আমেরিকা থেকে কিনা খাওয়া সম্ভব না যাইতে পারলেও মাঝ পথে মানে আটলান্টিকে পড়ে যাওয়ার ভয় থাকে। যাকগে আপনারা খান আমরা ঘ্রাণ নেই।

Level 0

GTa V ki Download kora jabe? ataki asche? @msmraqeeb vhai?

Level 3

na…GTA V ekhono release hoy ni… release holei 24 hours er moddhei apnara peye jaben… dont worry about that…

Level 0

ami download korsi kintu kivabe install korbo keu ki bolben… help me out

Level 3

apni download kora file gulo extract koren WINZIP software ti diye…

Level 0

free arc dia extract korsi kintu ‘launch gtaiv’ e cliock korle ase ‘ appcrash’ 🙁 ekhon ki kori??

Level 3

oita crash korle…gta iv.exe fila ta open korun…

Level 0

vai hoina, amar windows 64bit 7, eita ki kuno somossa??

Level 3

your antivirus might have deleted some required files during installation.. turn off the antivirus and reinstall the game again…so you have to extract the files again…

    Level 0

    @msmraqeeb: Vi, game download korsi. But RAR password ta ki hobe????

game chole na vy. run koraite gelei bole this application has failed to start bcoz da application config is incorrect. solution chai

Level 0

@msmraqeeb: Vi, game download korsi. But RAR password ta ki hobe????