গেমস জোনে একটি নিয়ম আছে, তা হলো গেমস জোনের যতগুলো এপিসোড “প্রিভিউ” শিরোনামে করা হয়েছে, তাতে গেমটির রিলিজের কয়েকমাস আগে টিউন করা হয় বিধায় গেমটির পূর্ণাঙ্গ তথ্য তখন দেওয়া সম্ভব হয় না, তাই প্রিভিউ টাইটেলের গেমগুলো নিয়ে আবারো টিউন করা হয় “রিভিউ” টাইটেল দিয়ে, গেমটির মুক্তির ২/৪ দিন পরই। তাই কোনো এপিসোডের রিভিউ লেখা থাকলে বুঝে নিবে যে গেমটি নিয়ে আগেও টিউন করা হয়েছিল।
হাহাহা! আজকের গেমস জোনে থাকছে কল অফ ডিউটি সিরিজের আপকামিং গেম গোষ্টস নিয়ে। কল অফ ডিউটি গোষ্ট একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে ইনফিনিটি ওর্য়াড। গেমটি কল অফ ডিউটি সিরিজের ১০তম সংস্করণ এবং ইনফিনিটি ওর্য়াড এর ৬ষ্ঠ সংস্করণ। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩, প্লে-স্টেশন ৪, ঊইই ইউ, এক্সবক্স ৩৬০ এবং এক্সবক্স ওয়ান গেমস কনসোলে নভেম্বর ৫, ২০১৩ সালে মুক্তি পাচ্ছে।
কল অফ ডিউটি: ঘোষ্টস
নির্মাতা:
ইনফিনিটি ওর্য়াড
প্রকাশ করবে:
এক্টিভিশন,
স্কোয়ার ইনিক্স (জাপানে)
সিরিজ:
কল অফ ডিউটি
ইঞ্জিণ:
IW ইঞ্জিণ
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
প্লে-স্টেশন ৪,
ঊইই ইউ,
এক্সবক্স ৩৬০
এবং এক্সবক্স ওয়ান।
মুক্তি পাচ্ছে:
নভেম্বর ৫-১৪ , ২০১৩ সালে
ধরণ:
1st পারসন শুটার,
মিলিটারী থীম
খেলার ধরন:
সিঙ্গেল এবং মাল্টি প্লেয়ার
সিস্টেম রিকোয়ামেন্টস:
মিনিমাম:
ইন্টেল কোর ২ ডুয়ো ই৪৭০০ ২.৬ গিগাহাটস অথবা এএমডি এথলন ২ এক্স২ ২১৫ গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এইচডি ৫৫৭০ অথবা জিফোস জিটি ৬৪০ গ্রাফিক্স Card,
১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স খালি জায়গা,
উইন্ডোজ ৭ সাথে ডাইরেক্ট এক্স ১১
ভালো ভাবে খেলতে হলে:
কোর ২ কোয়াড কিউ৮৪০০ ২.৯ গিগাহাটস অথবা এএমডি ফেনম ২ এক্স৪ ৮০৫ গতির প্রসেসর,
৬ গিগাবাইট র্যাম,
জিফোস জিটিএক্স ৪৬০ অথবা রাডিয়ন এইচডি ৫৮৫০ গ্রাফিক্স Card,
১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স খালি জায়গা,
উইন্ডোজ ৭ সাথে ডাইরেক্ট এক্স ১১
আল্ট্রা সেটিং :
ইন্টেল কোর আই৭-৪৯৬এক্স ৬কোর ৩.৬০ গিগাহাটস গতির প্রসেসর,
Radeon HD 7970 GHz Vapor-X 6GB Edition Graphic Card,
১৬ গিগাবাইট র্যাম,
উইন্ডোজ ৮ ৬৪ বিট অপারেটিং সিস্টেম,
১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স খালি জায়গা,
ডাইরেক্ট এক্স ১১
যেসব প্রসেসরে চলবে তার লিস্ট:
http://www.game-debate.com/games/index.php?g_id=7619&canMyCpuRunIt=Call%20of%20Duty:%20Ghosts
যেসব গ্রাফিক্স Card তে চলবে তার লিষ্ট:
http://www.game-debate.com/games/index.php?g_id=7619&canMyGpuRunIt=Call%20of%20Duty:%20Ghosts
একনজরে স্টোরিলাইন:
নিকট ভবিষ্যৎতে একটি আক্রমণ গোটা দুনিয়াটাকেই বদলিয়ে দেয় চিরদিনের জন্য। বদলিয়ে দেয় গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ার, যেখানে খোদ আমেরিকা দুনিয়ার সুপারপাওয়ার দেশ হিসেবে আর পেরে উঠতে পারে না। আক্রমণের দশ বছর পর, একটি এলাইট সোল্জারের গ্রুপ তৈরি হয় যা “গোষ্টস” নামে পরিচিত। যারা একটি যুদ্ধে অংশ নেয় “অদেখা” শত্রুর বিপক্ষে।
উইকিপিডিয়ায় জাস্ট এটুকুই ছিল! হায় রে!!! যাই হোক,
- গেমটির স্টোরি লিখেছেন স্টিফেন জাগহান, যিনি ট্রাফিক এবং সাইরিয়ানা লিখেছিলেন।
- গেমটির স্টোরি সর্ম্পূণ নতুন এবং মর্ডাণ ওয়ারফেয়ার ৩ এর সাথে সংযুক্ত নয়।
- গেমটির মূল চরিত্র দুইজন ভাইকে ঘিরে,
- ঘোষ্টস হচ্ছে আমেরিকার স্পেশাল ফোরস।
- গেমটির শত্রু চরিত্রে কে থাকবে তা এখনই বলছে না নির্মাতারা
- গেমটির পটভূমি নিকট ভবিষ্যৎতে হলেও আবহাওয়া ও পরিবেশ বর্তমানের মতোই
- গেমটি একটি নতুন ইঞ্জিনে বানানো
- গেমটির নতুন ম্যাপ চমৎকার
- গেমটির চরিত্রের গ্রাফিক্স চমৎকার
- গেমটিতে SubD টেকনিক ব্যবহার করা হয়েছে যা হডিউডের মুভিতে ব্যবহার করা হয়
- গেমটিতে এক্স৯৫ নামক নতুন অস্ত্র আনা হয়েছে
- গেমটি ৬০ ফ্রেমরেট পার সেকেন্ডে চলবে সকল প্ল্যার্ট ফর্মে ।
- গেমটিতে DOG যোগ করা হয়েছে স্কোর্য়াড মেমবার হিসেবে,
-DOG টি বোম টোম খুঁজে বের করে দিবে,
দুনিয়ায় কালচারের উপর জনপ্রিয়তা পাওয়া এখন ব্যবসায়ে পরিণত হয়েছে এবং এসবের উপর এখন বহু প্রতিযোগীতা বিদ্যমান। আগের কার দিনে সবার ভিতর বন্ধুর ভাব ছিল, কিন্তু বর্তমানের মর্ডান দুনিয়ায়, মারামারি কাটাকাটি ইত্যাদি।।।।।। তেমনি গেমিং জগতে এসেছে বহু চেঞ্জ। গেমিং জগত যেমনটি হয়েছে বিশাল তেমনটি কঠিন হয়ে পড়েছে গেমিং দুনিয়ায় পপুলার হওয়া। এই যেমন আমার কথা ধরো, গেমওয়ালা!! হাহাহাহা! আমার মতো আরো ১০টা গেমার টিউনার থাকলে, আমি তো পাত্তাই পেতাম না!! তবে এটা ঠিক যে, আরো ১০টা গেমার টিউনার থাকলে, প্রতিযোগীতা হত এবং এর ফলে তোমরা আরো ভালো ভালো গেমিং টিউন পেতে।
ঠিক তেমনি, গত কয়েকটি গেম দিয়ে কল অফ ডিউটি তাদের গেমিং দুনিয়ায় আসন পাকা করে নেয়। এখন মাইক্রোসফট খোদ কল অফ ডিউটি: ঘোষ্টস এর পিছে ঘুরছে, কারণ? তাদের নতুন গেমিং কনসোল এক্সবক্স ওয়ানের জন্য যে গেমটি আসছে!! প্লে-স্টেশন ৪ এর ভিড়ে তাদের এক্সবক্স ওয়ানের প্রতিযোগীতা হবে প্রচুর। কল অফ ডিউটির ভক্তরা মুখিয়ে আছে গেমটি জন্য এবং অবশ্যই তারা এও জানতে চায় যে কল অফ ডিউটি সিরিজ টি আর কতদুর আগাতে পারে . . . . . কাজের ডাক: ভূত!!!
কল অফ ডিউটি সিরিজের প্রথম গেম ২০০৩ সালে এক্টিভিশন দ্বারা প্রকাশ করা হয়েছিল, এত দিনে গেমটির অন্যান্য সংস্করণ বের হতে হতে গেমটির অনেক উন্নতি হয়েছে, তাই ঘোষ্টস গেমটিতেও রয়েছে উন্নতির চমক। যেহেতু এটি পরবর্তী প্রজন্মের গেমিং কনসোলে আসতেছে তাই এটির উপর বেশি জোড় দিয়েছেন নির্মাতারা। গেমটিতে নতুন একটি ফিচার যা Sub-D Rendering নামে পরিচিত, যা গেমটিতে নতুন মাত্রার অস্ত্র ইফেক্ট এনে দিবে। মর্ডান ওয়ারফেয়ার ৩ এর মতোই।
টেক্সচার ম্যাপিং এও আনা হয়েছে অনেক আপগ্রেড, জঙ্গল ডেন্স এও আনা হয়েছে আরো বহুমাত্রিক ইফেক্ট, রয়েছে নতুন জীবন্ত লাইট এবং ওয়াটার ইফেক্ট। সবচেয়ে চমৎকার দিক হলো আবহাওয়ার ব্রাইটনেস ইফেক্ট, যা গেমটির পটভূমি অবস্থান এবং সময় মেপে চেঞ্জ হবে। যা গেমটিকে এনে দিবে নতুন মাত্রার গ্রাফিক্স ইফেক্ট।
গেমটিতে একটি লেভেল রয়েছে যা সর্ম্পূণ পানি নিচে। পানিরে নিচের পরিবেশ এক্সট্রাঅর্ডিনারি জীবন্ত মনে হবে।
মাইক্রোসফট তাদের পরবর্তী প্রজন্মে গেমিং কনসোল এক্সবক্স ওয়ান এর এনাউন্স এবং প্রথম লুক উন্মোচন করেছে গত সপ্তাহে। যা বাজারে আসবে এ বছরের শেষে। ওয়ানে যুক্ত হয়েছে টেলিভিশন, সোশাল নের্টওয়াকিং এবং অবশ্যই উন্নত গেমিং সিস্টেম। এক্সবক্স ওয়ানের জন্য অলরেডি ঘোষ্টস এবং ফিফা ১৪ গেমটি নির্বাচিত হয়েছে।
গেমটি ফিচার করবে নতুন দুনিয়া, স্টোরি এবং চরিত্রসমূহ। এবং গেমটি তে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স ইঞ্জিণ। গেমটির স্টোরি লাইনে আছে লিড ক্যারেক্টার এবং তার ভাই গরিলা স্টাইল সৈন্য গ্রুপ “ঘোষ্টস” তে অংশ নেয়। এই গ্রুপে মেমবার হিসেবে একটি ক Kutta !!! কুকুর রয়েছে যা গ্রুপের কোর মেমবার হিসেবে রয়েছে। kuttaর বৈশিষ্ট্য হলো, সে মোশন সেন্সর টাইপের সৈন্য DOG ! এমনটি kuttaর কানের নিচে একটি ট্যাটুও রয়েছে!!
রয়েছে সিরিজে প্রথম বারের মতো ক্যারেক্টার কাস্টমাইজেশন, এতে চরিত্রের হাত পা মাথা বডি হেলমেট ইত্যাদি পরিবর্তণ করা যাবে।
গেমটিতে রক্ত, ময়লা, লোম ইত্যাদির জীবন্ত গ্রাফিক্স আনা হয়েছে।
নাওগেমার ওয়েবসাইটে ইনফিনিটি ওর্য়াড এর প্রধান এনিমেটর জ্যাক ভলকার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, তা আমি এখানে তুলে ধরলাম:
প্রশ্ন: কল অফ ডিউটি ঘোষ্টস কে আপনি কি রিবুট হিসেবে দেখেন?
- আমরা রিবুট এর সেট হইনি, যেটা ইনফিনিটি এর জন্য নতুন কিছু, আমরা চেয়েছি নতুন কিছু আনতে।
প্রশ্ন: পরবর্তী প্রজন্মের গেমস কনসোলের জন্য গেমটি উপযুক্ত কিনা?
- আমরা আরো ভালো কিছু করতে চেয়েছিলাম, তবে আমাদের যতটা শক্তি দরকার ছিল সিপিইউ এর হর্সপাওয়ার ততটা আমাদের কে দিতে পারে নি, আমার কোর আই ৯ সিরিজের প্রসেসর এর জন্য অপেক্ষায় আছি, আপনার অবশ্যই ঘোষ্টস এর পরবর্তী গেমটিতে আরো নতুন কিছু পাবেন বলে আমি আশা করি।
প্রশ্ন: ঘোষ্টস গেমটি কি মর্ডান ওয়ারফেয়ার ৩ এর কোনো কিছু ???
- না আমরা অন্য কিছু করেছি।
প্রশ্ন: আপনারা কিভাবে কল অফ ডিউটির নতুন লিড ক্যারেক্টার তৈরি করলেন?
- প্রাইস এবং সোপ তারা কিভাবে জনপ্রিয় পেয়েছে? তারা খুব “কুল” তাই না? এসব ক্যারেক্টার তৈরিতে আসল ক্যারেক্টারে সাথে মিশে যেতে হয়। এতেই আমরা সোপ এবং প্রাইস এর মতো চরিত্র আপনাদের উপহার দিতে পেরেছি। অবশ্যই এই সব ক্যারেক্টার বাস্তব চরিত্রের উপর ঘঠিত এবং আমরা তাদের নাম বলতে চাই না।
প্রশ্ন: আপনারা গেমটিতে DOG কেন এনেছেন?
- এ ব্যাপারে বেশি কিছু বলতে মানা আছে, তবে কুকুর গেমটিতে ফ্রেন্ডলি স্কোর্য়াড মেমবার হিসেবে থাকবে। এতে বাস্তব গেম-প্লে এর মজা পাওয়া যাবে। কুকুর কে কুকুর এর মতো করে কনট্রোল করতে হবে।
আজ বেশি কিছু লিখতে পারলাম না বলে আমি দুঃখিত, গেমটির ব্যাপারে জুন মাসে ই৩ সম্মেলনে আরো কিছু তথ্য পাওয়া যাবে, তবে টিউনের শুরুতে আমি যা বলেছিলাম, রিভিউ টিউন করবো গেমটি রিলিজের পর তাই, ঘোষ্টস রিলিজের কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাবো গেমটি এবং নিজে খেলে গেমটির রিভিউ দিবো। এখন বিদায় নিচ্ছি। আরেকটি এপিসোড টাইপ করতে হবে।
আর কুকুর আমি একদম সহ্য করতে পারি না তাই বার বার kutta বলেছি দেখে কেউ মাইন্ড করবেন না!!
ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
waiting my whole life for this game