গেমটি যখন নেটে দেখি তখন এর কভার পিক দেখে ভেবেছিলাম এটি পুরোনো কোনো গেম হবে। তবে আজ দোকানে গিয়ে দেখি যে ২০১৩ সালের গেম!!! হাহাহাহা! বাসায় নিয়ে এলাম এবং ইন্সটল দিলাম। এই ইন্সটল দিতে দিতে গেমটির রিভিউ নিয়ে আমি গেমওয়ালা ফাহাদ নিয়ে এলাম গেমস জোন!
চেরেনোবিল কমান্ডো একটি 1st পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে সিলডেন এবং প্রকাশ করেছে কিস লি.। গেমটি শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজের জন্য জানুয়ারী ৮, ২০১৩ সালে মুক্তি পেয়েছে।
চেরেনোবিল কমান্ডো
নির্মাতা:
সিলডেন
প্রকাশক:
কিস লিমিটেড
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ
সিরিজ:
চেরেনোবিল
ধরণ:
মিলিটারী থীম,
1st পারসন শুটার
সেটিং:
মর্ডান
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কোর ২ ডুয়ো ২.২ গিগাহাটস গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
এনভিডিয়া ৯৮০০জিটি গ্রাফিক্স Card,
৪ দশমিক ৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
গেমটির নাম শুনেই বুঝতে পারছো গেমটি কিসের উপর নিয়ে তৈরি! হ্যাঁ গেমটি চেরেনোবিল ট্রাটেজির উপর নির্মিত। যখন টেরোরিস্টরা চেরেনোবিল পাওয়ার প্ল্যান্ট এ আক্রমণ করে,তখন ক্যাপটেইন উকি রিয়াকোভকে পাঠানো হয় টেরোরিস্টদের থামাতে। সে একা তা পারে না, তাই রাশিয়ান আর্মি উকির সাথে যোগ দেয়। তবে এখনো আর্মিরা নিশ্চিত নয় যে টেরোরিস্টদের কাছে কি পরিমাণ অস্ত্র এবং বারুদ রয়েছে। তাই উকি এবং ক্যাপটেইন ফেডোরকে পাঠানো যুদ্ধের সামনের দিকে, যাতে তারা যতটুকু পারে শত্রুদের কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করতে। তবে যুদ্ধের শেষের দিকে শত্রুরা শেষ রেডিওএকটিভ ট্রান্সপোর্ট কে চুরি করে নিয়ে পালিয়ে যায়। তাদেরকে ধরতে প্লেয়ার ছুটে যায় মিডল ইর্স্টে ।
ফিচার:
১। গেমটি চেরেনোবিল গেমটির সিকুয়্যাল, যা গত বছর শুধুমাত্র রাশিয়ায় বিক্রি হয় খুব ভালো।
২। রাশিয়ান স্পেশাল ফোর্সের ক্যাপটেইন এর ভূমিকায় খেলতে হবে
৩। টেরোরিস্টদের হাত থেকে নিউক্লিয়ার মেটারিয়ালস চুরি রোধ করতে হবে।
৪। গেমটি ভেরি রিয়েলাস্টিক চেরনোবিল এরিয়া ফিচার করে।
৫। গেমটির গেম-প্লে উরাধুরা টাইপের, যেমনটি আইজিআই গেমটির উল্টে।
৬। প্লেয়ার অনেক ধরণের গাড়ি, হেলিকপটার এবং অস্ত্র ব্যবহার করতে পারবে,
৭। শত্রু পক্ষ শক্তিশালী, তাই মজাও বেশি!
ডাউনলোড:
http://gamezdownload24.blogspot.com/2013/04/chernobyl-commando-pc-games-full.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
এই গেমটি খেলতে প্রাফিক্সকার্ড কি এক্সটারনাল লাগবে নাকি বিল্টইন হলেই চলবে ? আমার মাদারবোর্ড এর সাতে বিল্টইন ৯০০+ মেগাবাইট রয়েছে প্রাফিক্স/এজিপি।