হাই! নিয়ে এলাম গেমস জোনের নতুন এপিসোড। আজ থেকে পুরোনো গেমগুলো নিয়ে টিউন করবো বেশি, তবে নতুন নতুন গেম নিয়ে প্রিভিউও থাকবে।
অনেকেই আন্ডারগ্রাউন্ড ২ গেমটি খেলে থাকবে, তবে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড বা আন্ডারগ্রাউন্ড ১ গেমটি কিন্তু অনেকেই খেলোনি, কারণ বাজারে নিড ফর স্পিড কালেশনেও আন্ডারগ্রাউন্ড ২ থেকে দেওয়া থাকে সাধারণত। যাই হোক,
আজকের গেমস জোনে নিয়ে এসেছি নিড ফর স্পিড গেমস সিরিজের ৭তম গেম আন্ডারগ্রাউন্ড নিয়ে।
নিড ফর স্পিড আন্ডারগ্রাউন্ড একটি রেসিং গেম, এটি জনপ্রিয় রেসিং গেমস সিরিজ নিড ফর স্পিড এর ৭তম সংস্করণ। গেমটি তৈরি করেছে ইএ ব্ল্যাক বক্স এবং প্রকাশ করেছে Electronic Arts ।
আন্ডারগ্রাউন্ড গেমটি নিড ফর স্পিড সিরিজের প্রথম গেম যা দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। গেমটি সকল রেস রাতের বেলায় একটি জেনেরিক সিটিতে হয়। আন্ডারগ্রাউন্ড গেমটি খুব ব্যবসা সফল হওয়ায় গেমটি সিকুয়্যাল আন্ডারগ্রাউন্ড ২ বের করা হয় পরের বছরে।
নিড ফর স্পিড: আন্ডারগ্রাউন্ড
তৈরিকারক:
ইএ ব্ল্যাকবক্স
প্রকাশক:
ইলেক্ট্রনিক আটস
সিরিজ:
নিড ফর স্পিড
ইঞ্জিণ:
EAGL
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ২,
এক্সবক্স,
গেমকিউব,
গেম বয় এডভান্স গেমস কনসোলে।
মুক্তি পেয়েছে:
নভেম্বর-ডিসেম্বর ২০০৩ সালে
ধরণ:
রেসিং
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
প্রকাশ করা হয়েছে:
সিডি, ডিভিডি, জিএনসি গেম ডিক্স, জিবিএ কারট্রিজ এর মাধ্যমে
সিস্টেম রিকোয়ারমেন্টস:
পেন্টিয়ার ৪ ২.৪ গিগাহাটস গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
এটিআই রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স Card,
৬০০ মেগাবাইট HardDisk ফ্রি জায়গা,
ডাইরেক্ট এক্স ৯.০সি।
গেমটির শুরুতে তোমায় সরাসরি রেসিং এ নামতে হবে, একটি Circuit রেসিং সাথে গাড়ি হিসেবে থাকছে Acura Integra Type R । গাড়িটি ফুল্লি টিউনড। তাই জিততে তেমন কষ্টো হবে না। এভাবে ক্যারিয়ার মোডে তোমায় খেলতে হবে।
গেমটিতে পাঁচ ধরণের রেস ব্যবস্থা রয়েছে:
Circuit: এটি একটি Standard রেস ব্যবস্থা। যেখানে তোমায় ৩জন এর বিপক্ষে একটি রাস্তার চক্কর দিতে হবে। এটি গেমটি মূল মোড। এখানে তুমি মিনিমাম ১ জন রেসার এর বিপক্ষে খেলতে পারবে এবং চক্কর সংখ্যা ম্যাক্সিমাম ৭ ল্যাপ দিতে পারবে।
Knockout Mode: এটি আমার পছন্দের!! এটি একটি ৩ল্যাপ বিশিষ্ট রেস মোড, যেখানে প্রতি ল্যাপের যে রেসার শেষে থাকবে সে বাদ হয়ে যাবে, এবং সব শেষে যে থাকবে সে হবে বিজয়ী।
Sprint: এটি একটি পয়েন্ট-টু-পয়েন্ট রেসিং মোড। যেখানে এক পয়েন্ট হতে অন্য পয়েন্ট এ যেতে হয়।
Drifting: এটি গেমটির সবচেয়ে কঠিন রেস ব্যবস্থা। এটিতে একটি Circuit তে তোমায় খেলতে হবে। এই মোডে তোমায় রাস্তার Corner এ স্পিড বজায় রেখে গাড়িটি ড্রিফ্ট করে পয়েন্ট সংগ্রহ করতে হবে। প্রতিপক্ষ হিসেবে ৩ জন রেসার থাকবে। যে রেস এর শেষে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারবে সে বিজয়ী হবে।
Drag Racing: এখানে একটি লম্বা রাস্তা থাকবে এবং তোমায় ১ম স্থান হতে হবে জিততে হলে। তবে এখানে তোমায় গাড়ির গিয়ার দিতে হবে কারণ এই মোডে ম্যানুয়াল গিয়ার ব্যবস্থা একটিভ থাকে।
আন্ডারগ্রাউন্ড গেমটির মধ্য দিয়ে নিড ফর স্পিড সিরিজে Car Customization ব্যবস্থা যুক্ত করা হয়। যেখানে গাড়িটির পারফরমেন্স এবং ভিজুয়্যাল আপগ্রেড করা যায়। গেমটিতে অনলাইন রেসিং সিস্টেম থাকলেও তৈরিকারক ইএ গেমটির সারভার ২০০৭ সালে বন্ধ করে দেয়।
| |
Aggregate scores | |
Aggregator | Score |
(PS2) 84.29%[1] | |
(PS2) 85/100[6] | |
Review scores | |
Publication | Score |
(PS2 & PC) 8.0/10[11][12] | |
ডাউনলোড:
http://www.mediafire.com/?8ndtnwte93z9vmj
এপ্রিল ২০১৩ সালে Electronic Gaming Monthly একটি Report প্রকাশ করে। যেখানে বলা হয় যে নিড ফর স্পিড সিরিজের পরের সংস্করণে সম্ভবত আন্ডারগ্রাউন্ড এর রিবুট আসতে পারে। দেখা যাক কি হয়, মোস্ট ওয়ান্টেড (২০১২) এর মতো পঁচা হ্যান্ডেল সিস্টেম থাকে কিনা।
http://www.facebook.com/games.zone.bd
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাই আপনি তো মনে হয় sorbosso , চেইন টিউন করলেন। সেঞ্ছুরি করবেন মনে হয়।