***ফার ক্রাই ৩ এর টাইটেল বহন করলেও কিন্তু গেমটি DLC নয়। একদম নতুন গেম এটি।***
হাই! এসে পড়লাম গেমস জোনের নতুন এপিসোড নিয়ে। আজকের গেমস জোনে থাকছে একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। আজকের গেম ফার ক্রাই ৩: ব্লাড ড্রাগন।
ফার ক্রাই ৩: ব্লাড ড্রাগন একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে ঊবিসফট মন্টিয়াল এবং প্রকাশ করেছে ঊবিসফট। একটি ২০১২ সালের ফার ক্রাই ৩ গেমটির Stand-Alone Expansion. গেমটির পটভূমি রেট্রো-ফিউচারিস্টিক ওপেন ওয়ার্ল্ডে। তোমাকে একচোখা সাইব্রোক সার্জেন্ট রেক্স “পাওয়ার” কল্ট এর ভূমিকায় খেলতে হবে। গেমটি এপ্রিল ৩০, ২০১৩ সালে প্লে-স্টেশন নেটওর্য়াক এর দ্বারা ডাউনলোড এর মাধ্যমে প্লে-স্টেশন ৩ গেমস কনসোলের জন্য এবং মে ১, ২০১৩ সালে এক্সবক্স লাইভ এর দ্বারা ডাউনলোড এর মাধ্যমে এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য ও মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য ডিভিডি আকারে বাজারে আসে।
Far Cry 3: Blood Dragon
নির্মাতা:
ঊবিসফট মন্টিয়াল,
ঊবিসফট স্যাংহাই
প্রকাশক:
ঊবিসফট
পরিচালক:
ডিন ইভান্স
লেখক:
লুসিয়েন সউলবান
প্রডিউসার:
ফাব্রিস কুনি
কম্পোজার:
পাওয়ার গ্লোব
সিরিজ:
ফার ক্রাই
ইঞ্জিণ:
দুনিয়া ইঞ্জিণ ২!! (Dunia Engine 2)
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
মুক্তি পেয়েছে:
এপ্রিল-মে ২০১৩ সালে।
ধরণ:
ফার্স্ট পারসন শুটার,
একশন এডভেঞ্চার
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
প্রকাশ করা হয়েছে:
ডিভিডি এবং ডাউনলোড এর মাধ্যমে
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কোর ২ ডুয়ো ২.৪ গিগাহাটস গতির প্রসেসর
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ অপারেটিং সিস্টেম,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স Card (১ গিগাবাইট হলে ভাল),
ডাইরেক্ট এক্স ৯.০সি , উইন্ডোজ ৭ এর জন্য ডাইরেক্ট এক্স ১০ এবং উইন্ডোজ ৮ এর জন্য ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৩.০
সর্তকতা: গেমটি ১৮+ রেটিং প্রাপ্ত!
অন্যান্য ফার ক্রাই সিরিজের গেমস এর মতোই ব্লাড ড্রাগন গেমটি একটি শুটার গেম যা প্লেয়ার ফার্স্ট পারসন ভিউ হতে উপভোগ করে। গেমটির পটভূমি ২০০৭ সালে ডাইস্টোপিয়ন দুনিয়ায়। নির্মাতা ঊবিসফট এর মতো গেমটি ৮০দশকের থিম দিয়ে তৈরি, যেখানে তোমায় “Get the Girl, Kill the baddies and save the world” টাইপের গেম-প্লে দিয়ে খেলতে হবে। গেমটি তে তোমায় “Mark IV Cyber Commando” রেক্স এর ভূমিকায় খেলতে হবে। যেখানে তোমায় সাইব্রোগ শত্রু দল ওমেগা Force এর বিরুদ্ধে লড়তে হবে।
২০০৭ সাল। দুনিয়া একটি নিউক্লিয়ার যুদ্ধে আক্রান্ত। রেক্স একজন আমেরিকান সাইবারনেটিক সুপার-সোল্ডার। রেক্স এবং তার পার্টনার স্পাইডার একটি আইল্যান্ডে যায় কর্ণেল স্লোয়ান এর উপর নজরদারি করতে। সেখানে রেক্স এর পার্টনার স্পাইডার স্লোয়ান এর হাতে নিহত হয় এবং রেক্স আটক হয়। রেক্সকে অজ্ঞান করে বন্দি করা হয়।
রেক্স এর জ্ঞান ফিরে স্লোয়ান এর এসিসটেন্ট ডাক্তার ডার্লিং এর সহায়তায়। ডার্লিং স্লোয়ান এর আদেশ অমান্য করে রেক্স এর সাথে টিমআপ করে। যে রেক্স কে সাহায্য করে স্লোয়ন এর দুষ্টু প্ল্যান নষ্ট করতে।
জেলখানা হতে পালিয়ে, সাইনটিসদের বাঁচিয়ে এবং প্রাণীদেরকে মেরে রেক্স স্লোয়ার এর আরেক এসিসটেন্ট ডা. চার্লি এর বিরুদ্ধে লড়ে। চার্লি ব্লাড ড্রাগন রক্ত ব্যবহার করে মানুষ কে জুম্বিলিতে পরিণত করে। চার্লি এদের নাম দিয়েছে দ্যা রানিং ডেড। চার্লি মারা যায় তারই নির্মিণ জুম্বিলিদের দ্বারা!! যেমনটি অধিকাংশ সুপারনেচারাল গেমটিতে হয়, জুম্বিলিগুলো কোনো নির্দেশই মানছে না,তাই!!!
রেক্স এরপর একটি parallel dimension এর ভিতর ঢুকে পড়ে এবং জুম্বিলিদের সাথে যুদ্ধ করে। এরই মাঝে রেক্স একটি সুপার অস্ত্র কিলস্টার পেয়ে যায়। যার দ্বারা স্লোয়নকে পরাজিত করা সম্ভব। তবে কিলস্টার অস্ত্রটিতে একটিভ করতে হলে রেক্স এর নিজের জীবন দিতে হবে।
এরপর ট্রেনিং মনটেজ নিতে নিতে ডাক্তার ডালিং এবং রেক্স এর ভিতর সেক্স হয় !!! লুল!! এহেম এহেম!!
এরপর দিন সকালেই রেক্স স্লোয়ানকে মারতে চলে যায় তার বেইসে। যেহেতু কর্নেল স্লোয়ান রেক্সকে বানিয়েছে তাই রেক্স এর এ্যাটাক স্লোয়ান ফিরাতে সক্ষম হয়। তবে ডার্লিং এবং স্পাইডার এর স্মৃতি তাকে আবারো ফুল পাওয়ারে সক্ষম করে। রেক্স তার রোবোটিক হাত দিয়ে কিলস্টার অস্ত্রটির গুলি ছোড়ে এবং স্লোয়নকে মেরে ফেলে!! ইয়াহুউউউউউউ!
স্লোয়ান এর মৃত্যুর সাথে সাথে ডালিং চলে আসে এবং রেক্স তাকে নিয়ে বেইসটি ধ্বংস করতে বেরিয়ে পড়ে। স্লোয়ান এর বেইসটি ধ্বংস হচ্ছে, এটি দেখে রেক্স এবং ডালিং একে অপরকে জড়িয়ে ধরে, এবং তখনই . . . . . . রেক্স লক্ষ করে যে ডার্লিং এর চোখ এর রং পাল্টিয়ে লাল হয়ে গেছে . . . . . . . .
Aggregate scores | |
Aggregator | Score |
Review scores | |
Publication | Score |
9/10 (X360)[24] | |
8.5/10[25] | |
8.5/10[26] | |
8.0/10[27] | |
8/10[28] |
ডাউনলোড:
http://www.freedownloadfullversioncrack.com/far-cry-3-blood-dragon-free-download/
or
http://softgame4u.blogspot.com/2013/04/far-cry-3-blood-dragon-iso-full-crack.html
or
http://phitcy.blogspot.com/2013/05/far-cry-3-blood-dragon.html
or
http://expert2program.blogspot.com/2013/05/download-far-cry-3-blood-dragon-full-pc.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
গেম টা আমার কাছে একদমই ভাল লাগেনাই।