গেমস জোন [পর্ব-৬৮] :: Men of Valor (মিলিটারী শুটিং/২০০৪/ডুয়াল কোর)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গতকাল HBO মুভি চ্যানেলে Act of Valor মুভিটা দেখলাম। জাস্ট অসাম একটি মিলিটারী মুভি। বিশেষ করে ওদের কিলিং টিক্স গুলো। মুভিটা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিবে যদি তুমি মিলিটারী ‍শুটি টাইপ গেমস পছন্দ করো। তো মুভিটা দেখার পর মনে পড়লো, আরে এইরকম একটি গেম তো পিসিতে ইন্সটল করা রয়েছে, তাই আজকের গেমস জোনে বসে পড়লাম সেই গেম টি নিয়ে।

হাই, তোমরা আছো গেমস নিয়ে বাংলায় ধারাবাহিক এবং একমাত্র পূর্ণাঙ্গ টেইন টিউন গেমস জোনে। আমি টিউনার গেমওয়ালা রয়েছি তোমাদের সাথে। আজকের গেমস জোনে থাকছে একটি মিলিটারী ফার্স্ট পারসন শুটি গেম। আজকের গেম Men of Valor.

Men of Valor একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম, নির্মাণ করেছে 2015 Inc এবং প্রকাশ করেছে Vivendi Universal. গেমটি মাইক্রোসফট উইন্ডোজ এবং এক্সবক্স গেমস কনসোল এর জন্য ২০০৪ সালের অক্টোবর - নভেম্বর মাসে রিলিজ পায়। গেমটি আনরিয়েল ইঞ্জিণ দিয়ে তৈরি করা হয়েছে। গেমটির পটভূমি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে করা হয়েছে।

গেমটিতে তোমায় Dean Shepard এর চরিত্রে খেলতে হবে। ডিন এবং তার মারিন স্কোর্য়াড ভিয়েতনাম যুদ্ধে ১৬টি মিশনে অংশ নেয়। অর্থ্যাৎ গেমটিতে মিশন রয়েছে ১৬টি।

Men of Valor গেমটিতে তোমায় Southeast Asia এর গভীর জঙ্গল এরিয়ায় যুদ্ধে নামতে হবে। গেমটিতে রিয়াল ভিয়েতনাম জঙ্গল-বেইস যুদ্ধ রয়েছে, রয়েছে আরবান ফায়ারফাইট, Search and Destroy ops, Stunning Gameplay, Huey Helicopter, POW Rescue ইত্যাদি রয়েছে।

গেমটিতে সাউন্ডট্রাক হিসেবে ব্যবহার করা হয়েছে ভিয়েতনাম এরা হতে যেমন জেমস ব্রাউন, দ্যা মামাস, দ্যা পাপাস সহ অন্যান্য। গেমটিতে মাল্টিপ্লেয়ার মোডে সবোর্চ্চ ২৪ জন প্লেয়ার নিয়ে খেলতে পারো।

Men of Valor

 

নির্মাতা:

২০১৫ ইন্টারকো.

প্রকাশক:

ভিভেন্ডি ইউনিভারসাল

কম্পোজার:

ইনোন জুর

ইঞ্জিণ:

আনরিয়েল ইঞ্জিণ ২.০

খেলা যাবে:

পিসি এবং এক্সবক্স গেমস কনসোলে

মু্ক্তি পেয়েছে:

অক্টোবর-নভেম্বর, ২০০৪ সালে।

ধরণ:

ফার্স্ট পারসন শুটার,

মিলিটারী থিম

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টস:

মিনিমাম:

মাইক্রোসফট উইন্ডোজ ৯৮/মি/২০০০/এক্সপি অপারেটিং সিস্টেম,

পেন্টিয়াম ৪ ১.৮ গিগাহাটাস গতির প্রসেসর,

১গিগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট বিল্ট ইন এজেপি,

৩ গিগাবাইট HardDisk এর খালি জায়গা,

ডাইরেক্ট এক্স ৯.০সি

ভালভাবে খেলতে হলে:

মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ অপারেটিং সিস্টেম,

ডুয়াল কোর ২.৮ গিগাহাটস গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম (২গিগা হলে ভালো),

২৫৬ মেগাবাইট রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স Card,

৩ গিগাবাইট HardDisk এর খালি জায়গা,

ডাইরেক্ট এক্স ৯.০সি

Award-winning এবং জনপ্রিয় গেমস সিরিজ মেডাল অফ অনার গেমটির নির্মাণ এর আইডিয়া কিন্তু এই Men of Valor গেমটি থেকেই এসেছে।

ইউএস ভিয়েতনাম যুদ্ধে হেরে যাবার পর কোনো নির্মাতা ভিয়েতনাম যুদ্ধ পটভূমি করে কোনো গেম বানাতে পারেনি কোনো অজানা কারণে, তবে অবশেষে কেউ ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে  একটি গেম বানিয়ে ভিয়েতনাম যুদ্ধে অজানা তথ্য ফাঁস করে দিল। Men of Valor একটি ফার্স্ট পারসন শুটার গেম যা ভিয়েতনাম যুদ্ধের উপর নির্মিত, যেহেতু বাস্তবে আমেরিকা ভিয়েতনামে হেরে গেছে তাই গেমটিতেও তোমায় হারতেই হবে, তবে হারার আগে তুমুল যুদ্ধ করতে হবে। জঙ্গল থেকে সমুদ্র সৈকতে - সকল জায়গায় পরিকল্পনামাফিক যুদ্ধ করতে হবে।

Men of Valor গেমটি নির্মাণ করেছে ২০১৫ ইন্টারকো, যারা মেডাল অফ অনার: এলিড এসাল্ট গেমটির নির্মাতা ছিল। তাই গেমটিতে মেডাল অফ অনার গেমটি হালকা স্বাদ পাওয়া যাবে। তবে ডেলটা ফোরস সিরিজের মতো “Advance from point A to point B” এই বোরিং গেম-প্লে ও রয়েছে গেমটিতে। গেমটির ধরণ হাফ-শুটার, হাফ এক্টিং এক্সারসাইজ মিলে। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে নির্মাতারা ভালো ভাবে ফিনিশিং দিতে পারেনি। যেমন, একটি লেভেল রয়েছে যা ভিয়েতনামের মাটির নিচে টানেলগুলোতে যুদ্ধ করতে হয় এবং লেভেলটির শেষ হয়েছে একটি কাটসিন দিয়ে। এখন কাটসিন শুরু হবার আগে যদি তুমি ওই অজানা নিদির্ষ্ট জায়গা দাড়াতে না পারো তবে তুমি কাটসিনটির মধ্যে বোমার আঘাতে মারা যাবে, যা খুউবই বিরক্তিকর। তবে ভূল করে হোক, তুমি যদি সঠিক জায়গায় দাড়িয়ে থাকো তবে কাটসিন এর পর বুঝতে পারবে না কে তোমায় গুলি মারছে। অর্থ্যাৎ তোমাকে মরতেই হবে এবং মিশনটি মনোযোগ দিয়ে কয়েকবার খেলতে হবে।

তবে গেমটির সাউন্ড সিস্টেম ভালো। যদি তোমার হোম বিট বক্স থাকে তবে গেমটি পূর্ণাঙ্গ স্বাদ নিতে পারবে। গেমটি একটি কঠিন গেম। গেমটির সেভ সিস্টেম বাই লেভেল বাই লেভেল এর মানে হচ্ছে প্রতি লেভেল এর পর গেমটি তোমার প্রোগ্রেস সেভ করবে, মাঝে দু একটি লেভেল এর মাঝপথেও সেভ হবে কারণ লেভেলগুলো বিশাল তাই। তবে গেমটির একটি মিশন খুউবই কঠিন, যেখানে মিশন শুরু হবার ২০ সেকেন্ড এর মধ্যে নিজেকে রক্ষা করতে না পারলে মারা যাবে!!! হে হে হে!

চিটকোড:

কির্বোড এর ~ বাটন চেপে কনসোল বক্স আনতে হবে গেমটি খেলার সময়, এর পর গড মোড এর জন্য dinkydau এবং কঠিন গুলির জন্য madminute লিখে এন্টার দিতে হবে।

এছাড়া সেভ ফোল্ডার এ গিয়ে তোমার সেভগেম ফাইলটির উপর ডাবল ক্লিক করে নোটপ্যাড এর সাহায্যে ফাইলটি ওপেন করো।

এরপর একটি লাইন খুঁজে পাবে এইরকম:

Health=67

এখানে ৬৭ এর জায়গা তোমার টা দেখা যাবে। এবার এই ৬৭ টাকে ১০০ থেকে ১০০০০ এর মধ্যে লিখে দাও। মানে লাইফ বাড়িয়ে নাও!!!!

ডাউনলোড:

http://www.mediafire.com/?sharekey=03a1ce316eda9283111096d429abd360f0f281908bb86ddbce018c8114394287

Password:

http://www.elj-games.blogspot.com

 Or,

http://www.tunerpage.com/?p=231359

ভাবছি জনপ্রিয় গেমগুলো নিয়ে সিরিজ ভিক্তিক গেমস জোন টিউন করবো, কি বলো তোমরা? যেমন কল অফ ডিউটি সিরিজের সবগুলো গেম নিয়ে টিউন করতে পারি, তবে আগে করিনি কারণ এগুলো পুরোনো গেম তবে ভবিষ্যৎ এর ছোট ছোট পাঠকেরা আমার টিউন থেকে গেমগুলোর ব্যাপারে অনেককিছু জানতে পারবে, কি বলো তোমরা? তোমরা চাইলে এই সব জনপ্রিয় সিরিজ নিয়ে টিউন করতে পারি। এই যেমন ভাইসসিটি নিয়ে টিউন দিলে আজও অনেকই হুমড়ি খেলে পড়বে! হাহাহা। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai link to kaz korena

Level 0

BAYONETTA 1,2 (PS3 বা PC) এর DOWNLOAD LINK দেন PLEASE

Level 0

link thik koren age ,,,

Hello Heartkiller Fahad,

Pls Help me how to dow this Game.
This Game Name: ” Marvel vs DC vs Snk vs Capcom”

Thanks
Soliman Apu

This Game Image Link:
https://www.facebook.com/photo.php?fbid=583027688398310&set=a.384161484951599.92772.100000732519901&type=1&relevant_count=1

ডাউনলোড লিংক টা ঠিক করে দিন।

ডাউনলোড লিংক টা ঠিক করে দিন।