গেমস জোন [পর্ব-৬৭] :: Cue Club Series পেন্টিয়াম ৪/2000-2005/16MB-360MB

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হেই! কেমন আছো তোমরা! নিয়ে এলাম গেমস জোনের নতুন এপিসোড। আজকের এপিসোডে থাকছে আমার খুব পছন্দের পুল গেমস সিরিজ Cue Club নিয়ে।

Cue Club একটি পুল (pool) গেমস সিরিজ। তোমরা এবং আমি তো ফেসবুকের ৮ বল পুল গেম খেলি, এবার পিসিতেও খেলো পুল গেম।

Cue Club সিরিজে দুটি গেম রয়েছে। Cue Club & International Cue Club 2.

Cue Club (2000)

Cue Club একটি রিয়েলাস্টিক এবং এক্সসাইটিং পুল গেম যেটা তোমার স্কিল কে টেস্ট করবে বিভিন্ন Opponents এর বিরুদ্ধে। গেমটিতে ৮ বল পুল থেকে স্নুকার মোড রয়েছে। গেমটিতে রয়েছে তোমার বন্ধুর সাথে খেলার সুযোগ একই পিসিতে বসে। রয়েছে প্র্যাকটিস সেশনও। গেমটির রিয়েলাস্টিক প্লে এবং ফিজিক্স এর জন্য গেমটি খেলার জন্য তোমার ধৈর্য্য এবং প্ল্যান এর প্রয়োজন হবে। প্রতিটি মোড এর জন্য আলাদা করে রুলস রয়েছে, তবে তুমি তোমার ইচ্ছে মতো রুলস সাজিয়ে নিতে পারো। গেমটিতে US 8 Ball, European 8 Ball, 9-Ball, Mini Snooker & Snooker মোড রয়েছে। গেমটিতো মোট ৭জন বন্ধুর সাথে মাল্টিপ্লেয়ারে খেলতে পারো। এছাড়াও রয়েছে চ্যাম্পিয়নশীপ মোড। রয়েছে নতুন থেকে অভিজ্ঞদের জন্য সহজ থেকে কঠিন মোড ইত্যাদি।

ফিচার:

১। সাতটি ভিন্ন ভিন্ন টাইপের গেমপ্লে,

২। তোমার পুল একশনকে আরো বেগবান করতে রয়েছে কিছু মোড,

৩। রিয়েলাস্টিক পুল গেমপ্লে গেমটিতে Strategy ধাঁচের গেমপ্লে আনে,

৪। তুমি তোমার শট এবং গেম এর উপর টোটাল কন্ট্রোল পাবে,

৫। সবচেয়ে মজার হলো, অনেক ধরনের শট মারা যায় গেমটিতে, যা অন্যান্য পুল গেমে কল্পনাতেও আসে না।

খেলতে যা যা লাগবে:

পেন্টিয়াম ৪ ১.৮ গিগাহাটস গতির প্রসেসর,

৫১২ মেগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট এজিপি,

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স ৮.০।

 

Cue Club 2 (2006)

Cue Club 2 / International Cue Club 2 সিরিজের ২য় গেম। গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ২ গেমস কনসোলে জন্য মুক্তি পায় ২০০৬ সালে। তবে পিএসএক্স এমুলেটার দিয়ে পিসিতেও গেমটি তুমি খেলতে পারো। গেমটিতে ১০টি পুল লোকেশন রয়েছে। আগের গেমটির তুলনায় গেমটিতে থ্রিডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে এক ডজনের বেশি ক্যারেক্টার। ১০০টি Secrets রয়েছে আনলক করার জন্য।

ফিচার:

১। বিভিন্ন মোড রয়েছে যেমন, 9-Ball, 8-Ball, Rotation, 6-ball, 10-ball, 15-ball and Straight Pool

২। ৪০টি ভিন্ন Opponents

৩। মাল্টিপ্লেয়ার এর মাধ্যমে ৮জন মিলে খেলার সুযোগ,

৪। উন্নত থ্রিডি ইন্টারফেস এবং গেমপ্লে

খেলতে হলে যা যা লাগবে:

পিসএসএক্স এমুলেটর,

ডুয়াল কোর ২.৪ গিগাহাটস গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম (যেহেতু এমুলেটর দিয়ে খেলতে হবে),

এটিআই রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স Card,

ডাইরেক্ট এক্স ৯.০সি

ডাউনলোড করো:

CueClub:

http://www.mediafire.com/?6tzogxjf880tjvt

Password:
http://pcgamedownloadfull.blogspot.com

CueClub 2:

http://theisozone.com/downloads/playstation/ps2-isos/international-cue-club-ps2-cd/

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

CueClub 2 গেমের লিন্ক থেকে ডাউনলোড করতে পারছি না। 🙁

Level 0

fahad vai apnar kashe amar bishesh onorod amake (BAYONNETA 1,2 PS3+PC) Download link dan.
e-mail:[email protected]

Level 0

cue club এর জন্য অসংখ্যা ধন্যবাদ।