কি খবর? গেইমপ্রেমী বন্ধুরা... কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ নিয়ে এলাম Need For Speed সিরিজের একটি অত্যন্ত নতুন খবর নিয়ে।
Need For Speed ==> এই গেইমটি পছন্দ করেন না - এমন হয়তো কেউ নেই। Need For Speed The Run একটি ব্যবসাসুলভ সিরিজ Need For Speed এর জন্য। একটি কিন্তুও রয়েছে এখানে। গেইমটি যেখানেই ডাউনলোড করতে যাওয়া হোক না কেনো - এক বিরাট সাইজ চোখে পড়ে আমাদের। হয়তো পরে আর ডাউনলোড করাই হয় না। অনেকে হয়তো TORRENT থেকে ডাউনলোড করেন। অনেক সময় নষ্ট করে। যারা এই ভোগান্তিতে এখনও রয়েছেন, তাদের জন্য আমার এই খবরটা এক অন্য রকম খুশির উদ্রেক করবে আশা করি।
গেইমটি দেয়া হয়েছে gamemela.ucoz.com এ। সাইজ শুনে হয়তো অবাক হতে পারেন। মাত্র ৪.৭ জিবি। অন্য সব জায়গায় ৮ বা ৯ জিবি হওয়ার কারণ হলো => নাম শুনেই বুঝা যাচ্ছে শুধু RUN, যেখানে নেই কোনো দ্রুতি সীমা (speed limit), নেই কোনো রুল, নেই কোনো বন্ধু। শুধু আছে আপনার ডেরাইভিং ক্ষমতা আর দৃঢ় প্রতিজ্ঞা ==> যেভাবেই হোক ঐ বিপজ্জনক রাস্তাগুলোকে আর শত্রুদেরকে একে একে পার করে ছিনিয়ে নিতে হবে আপনার অবস্থান সবার উপরে। গেইমটির রয়েছে আসাধারণ গ্রাফিক্স আর বিশাল পরিমাণের কন্টেন্ট যেমনঃ অনেক প্রকারের বা ব্র্যান্ডের রেসিং কার, রেসিং পরিবেশ, স্টেজ ইত্যাদি। গেইমটি খেলতেও তাই কম্পিউটারের পাওয়ার টা একটু বেশিই থাকতে হবে।
মিনিমাম সিস্টেম রিকয়ারমেন্টসঃ
সি পি ইউঃ ২.৪ গিগা হার্জ ইন্টেল কোর ২ ডুয়ো বা সমমানের এএমডি
র্যামঃ ২জিবি বা তার চেয়ে বেশি
ভিজিএঃ ৫১২ মেগাবাইট বা তার চেয়ে উন্নত
হার্ড ডিস্কঃ ১৮ জিবি
রেকোমেন্ডেড সিস্টেম রিকয়ারমেন্টসঃ
সি পি ইউঃ ৩.০ গিগা হার্জ ইন্টেল কোর ২ কোয়াড বা সমমানের এএমডি
র্যামঃ ৪ জিবি
ভিজিএঃ ১ জিবি
হার্ড ডিস্কঃ ১৮ জিবি
যারা গেইমটি এখনও দেখেন নি তাদের জন্য কিছু স্ক্রিনশটঃ
গেইমটি খেলে আমি সেরাম (সেরকম) মজা পেয়েছি। এনিমেশন এতো উন্নত যে, মনে হয় সবই রিয়েল। যাই হোক আর চাপ না দেই। নিয়ে যাই সরাসরি এই বিশাল গেইমটি ছোট্ট সাইজে ডাউনলোড করার জায়গায়।
চলুন তাহলেঃ NEED FOR SPEED THE RUN ডাউনলোড করতে।
আমি ম্যাড গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Vai jan, Kemon asen? Ami valo asi bole mone hocche.Ai gameta ami torrent diya onno site theke namaisilam. kinto amar Lappi te install korte pari nai. Ajk abar apanr link theke namabo. Dekhen to amar Lappi config theke khela jabe ki na? amar lappi config: Processor: Intel core i5 3230M – 2.6Ghz (Turbo Boost upto 3.20 Ghz), Ram 4Gb + 8Gb = 12Gb 1600bus, HDD C drive a 181Gb khali ase. akhon holo Graphics er kotha. Intel HD 4000 graphics to Recommanded + abar Nvidia 710M graphics o naki ase (Jokhon kinesi dokani bole diyese) & Nvidia er Sticker lagano ase. ai config a ki khela jabe?
R kotha hollo file er part guli ki 1ta folder a unzip kore tarpor install korlei hobe? please reply korben [email protected] or [email protected] te
Valo thakben.