হাই! নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন Episode আজকে থাকছে জনপ্রিয় গেমস সিরিজ সেইন্টস রো এর আপকামি গেম সেইন্টস রো ৪।
সেইন্টস রো, অনেকটা জিটিএ গেমস সিরিজের মতই একটি গেমস সিরিজ। সেইন্টস রো ৪ একটি আপকামিং গেম সেইন্টস রো সিরিজের। সিরিজের ৫ম সংস্করণ হচ্ছে সেইন্টস রো ৪। গেমটি ২০১৩ সালের শুরুতে বাজারে আসার কথা থাকলেও গেমটির প্রকাশক টিএইচকিউ কিছু সমস্যার (Bankrupt) জন্য গেমটির স্বত্ত KOCH Media এর নিকট বিক্রি করে দেয়, যার ফলে গেমটির নতুন মুক্তির তারিখ আগষ্ট ২৩, ২০১৩ তে পিছিয়ে নিয়ে আসা হয়।
Saints Row IV
নির্মাতা:
ভলিশন ইন্টারকো.
প্রকাশ করবে:
ডিপ সিলভার (কোচ মিডিয়া)
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ ভিক্তিক পিসিতে,
প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে।
মুক্তি পাচ্ছে:
আগষ্ট ২৩, ২০১৩ সালে।
সেইন্টস রো ৪ গেমটির কাহিনী এগিয়ে যাবে “দ্যা বস” আমেরিকার প্রেসিডেন্ট হবার মধ্য দিয়ে। তবে গেমটির নেচার এর মতোই, বিশ্বের সবোর্চ্চ অফিসেও চলবে Chaos!!!
সিরিজের আগের সংস্করণ সেইন্টস রো ৩ এর সাথে গেমটির কোনো মিল নেই আমি মনে করি। গেমটিতে তুমি অনেকগুলো সুপারপাওয়ার এর সাথে একসেস পাবে যেমন স্পিড-রানিং, হাই জাম্পিং, ফ্রিজ ব্ল্যাস্টিং এবং Telekinesis. এছাড়াও গেমটিতে নতুন অস্ত্র হিসেবে থাকছে Inflate-o-ray যা শত্রুর মাথায় মারতে হয়, এটি মাথাকে ফুলাতে থাকবে যতক্ষণ না মাথাটি বিস্ফোরিত হবে। এছাড়াও রয়েছে একটি Dubstep Gun যার দ্বারা অতি সুক্ষ ভাবে হত্যা করা যাবে মানুষ এবং গাড়ি। রয়েছে একটি Mech Suit যা পরিধাণ করে তুমি উড়তে পারবে। এছাড়াও রয়েছে গিটার আরপিজি কেইস ইত্যাদি।
গেমটির নির্মাণ কাজ শুরু হয় সেইন্টস রো ৩ গেমটির রিলিজের আগেই। গেমটি ২০১৩ সালের শুরুতে মুক্তির কথা ছিল। কিন্তু প্রকাশক টিএইচকিউ (THQ) Bankrupt এর জন্য ২২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারে গেমটির স্বত্ত কোচ মিডিয়ার নিকট বিক্রি করে দেয় ২৩ জানুয়ারী, ২০১৩ সালে। এতে গেমটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় আগষ্ট ২৩, ২০১৩ সালে।
গেমটির গ্রাফিক্স নিয়ে আমি খুশি নই!! যাই হোক এটি একটি প্রাইমারী প্রিভিউ মাত্র। গেমটির মুক্তির মাস খানেক আগে পূর্ণাঙ্গ প্রিভিউ নিয়ে আমি গেমওয়ালা চলে আসবো। ততক্ষণ পযর্ন্ত অন্যান্য নতুন গেমস নিয়ে আমি চলে আসবো গেমস জোনে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আচ্ছা, GTA এর মত আরও কিছু গেমের নাম বলতে পারেন???