প্রথমে আমার সালাম নিবেন। আমি আগে এ গেমের কিছু রিভিউ দেব।
ডেভেলপ: "Need for Speed: The Run" ২০১১ সালে ১৫ তারিখ নভেম্বর মাসে আমেরিকায় প্রথম রিলিজ হয়।এ গেমটি ডেভেলপ করে Electronic Arts এবং Black Box. পাবলিশার Electronic Arts.
Hot Pursuit রিলিজ হওয়ার পূর্বে EA কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক সোয়েদারলান্ড (Patrick Söderlund) ২০১০ সালে চলতি নভেম্বরের আগে Eurogamer এর সাক্ষাৎকারে প্রথম এ গেম তৈরির আভাস দেন এবং তিনি সামনে বছরে এ গেম ব্রিটিশ ডেভেলপিং কোম্পানি Criterion এর পরিবর্তে Black Box এর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সংক্ষিপ্ত ঘটনা : এ গেমে জ্যাক রুক (Jackson "Jack" Rourke) এর ভুমিকায় খেলতে হবে। জ্যাক হল একজন নির্ভীক এবং দক্ষ মেকানিক। San Francisco শহরে তার নিজস্ব গ্যারেজ আছে।সে একদিন ব্যবসা শুরু করার জন্য হেডমব(Head mob) এর কাছ থেকে অনেক বেশি টাকা ধার নিয়েছিল এবং তাকে রেখে সে গাড়িগুলো এবং গ্যারেজের ভাড়া দিতে অসমর্থ হয়। জ্যাক কোথাও পালিয়ে লুকানোর চেষ্টা করে কিন্তু হেডমব এর কর্মীরা তার অবস্থান জানতে পারে। তাদের হাতে জ্যাক কিডন্যাপ হয়। জীবন বাঁচার জন্য জ্যাক ঐ হিংস্র গ্যাং এর মৃত্যুফাঁদ থেকে পালাতে সক্ষম হন এবং তার সাবেক বান্ধবী স্যাম হারপার (Sam Harper) এর সঙ্গে দেখা করে। আগে স্যাম হারপার জ্যাকের বর্তমানে পার্টনার হিসেবে চায়নাটাউন শহরে ওল্ড রেস্টুরেন্টে ব্যবসা করত। তার সবেক বান্ধবী স্যাম তার বড় সমস্যা সমাধানে একটাই পথ পরামর্শ দেয়। সেট হল, বিশাল আয়তনে অবৈধ রেসিং রাস্তা যার নাম "The Run" যেটি USA মহাদেশে San Francisco থেকে New York City পর্যন্ত প্রায় ৩০০০ মাইল দীর্ঘ রাস্তা। স্যাম জ্যাকের ২৫০,০০০ ডলারে রেস অংশগ্রহণের প্রবেশ ফী পরিশোধ করে এবং জ্যাককে ২৫ মিলিয়ন ডলারের মধ্যে ১০% কেটে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। জ্যাক শুরু করে দুর্বোধ্য রেস। এভাবে গেমটি এগিয়ে যাবে। (ঘটনা আরও আছে। পুরোটাই লিখতে চাইছিলাম, কিন্তু গেমের শেষের দিকে অতি উত্তেজনাপূর্ণ ঘটনা আছে। আমি এখানে বলতে পারব না। 😆 )
লোডিং এর সমস্যা সমাধান :
আমি টরেন্ট থেকে BlackBox এর Need for Speed: The Run নামাইছি। এখানে ডাউনলোড করার পর, Mount or Burn করে ইন্সটল অথবা 7-zip,winrar ইত্যাদি দিয়ে extract করে ইন্সটল করে নিতে পারেন। আমি 7-zip ব্যবহার করে extract করে নিছি।
ইন্সটল শেষ হতে প্রায় দেড় ঘণ্টা লাগতে পারে।
(Install এর শেষে সাইজ এরকম হবে)
ইন্সটল শেষ হওয়ার পর এই ফাইল ডাউনলোড করে নিন।
(Need For Speed The Run Loading Fix-BlackBox)
Extract করে আগেই কপি করে পেস্ট করবেন না। শুধু ভিতরে "en.sb" নামে একটি ফাইল আছে। ওইটাই Extract করতে হবে।
এরপর installed ফোল্ডারে এভাবে ঢোকেন,
Need for Speed The Run>Data>Win32>loc
ঢুকে "en.sb" ফাইলটি কপি করে পেস্ট করবেন।
শেষ !
Now Play and Enjoy ! 😎
System requirements:
Operating system: (Windows Vista Service Pack 2) 32 bit
( Windows XP is not supported), Windows 7 (32 bit/64 bit)
CPU: 2.4 GHz Intel Core 2 Duo/Quad Core or AMD Equivalent
Ram: 2 GB
Hard drive space: 18 GB of free space
GPU: 512 MB NVIDIA GeForce 8800 GT or ATI Radeon HD 4870 or higher performance.
DirectX 11
(oh.......... Nikki and Milla ! 😛 )
আমি GamerBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গেম খেলি।
এই গেম টা আসলেই একটা আকাইম্মা গেম!!!!! খালি একটার পর একটা গাড়ি পার করতে হয়!!! ব্ল্যাক বক্স যে কি কাহেনি বানায় কে জানে!এর আগে ভুয়া Undercover বানাইছে। সেরা হইল criterian এর অসাধারন সৃষ্টি Hot Pursuit 2010!!!!