আসসালামু আলাইকুম, গেইমপ্রেমী বন্ধুরা...
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়ে এসেছি গেইমমেলা (gamemela) নিয়ে নতুন এক খবর জানাতে।
তো সবাই প্রস্তুত???
গেইমমেলা (gamemela) এবার আবির্ভূত হলো নতুন আঙ্গিকে, নতুন স্টাইলে, নতুন নতুন ক্যাটাগরি নিয়ে।
আমাদের সাইটের ঠিকানাটাও ট্রান্সফার হয়েছে। নতুন ঠিকানাঃ Gamemela.ucoz.com
এবার আসি আসল খবরে। এখন অনেকেই এন্ড্রয়িড মোবাইল সেট বা এন্ড্রয়িড সিস্টেম চালাচ্ছেন। আপনারাও হয়তো। আর যারা এন্ড্রয়িড সেট বা এন্ড্রয়িড সিস্টেম চালান, তারা হয়তো গেইম বা অ্যাপস নিয়ে কিছুটা চিন্তায় আছেন এখন পর্যন্ত। কোথা থেকে ঠিকঠাক মতো ডাউনলোড করবো বা ডাউনলোড করার পর আবার বিশাল সাইজের ডাটা ডাউনলোড করতে হয়। যা মোবাইল এ ডাউনলোড করা একটা ভাবনার বিষয় বা বিশাল বিষয়। এখানে সব রেডি আছে। আপনাদের পছন্দের গেইম সিলেক্ট করে নিশ্চিন্তে ডাউনলোড করুন।
আপনাদের এই চিন্তা দূর করতে গেইমমেলা (gamemela) আছে আপনাদের পাশে। এছাড়াও কম্পিউটার গেইমস তো রয়েছেই। নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন এন্ড্রয়িড গেইমস Gamemela.ucoz.com
থেকে।
সাইটের একটি স্ক্রীনশটঃ
সাইটটি তে এখনো আপলোড চলছে। প্রতিদিন আপডেট হতে থাকবে সাইটটি। আপনাদের রেসপন্স আমার একান্তভাবে কাম্য। আর ভাল লাগলেও জানাবেন। এখানে বাংলাতে অথবা বাংলিশ কমেন্ট করতে পারবেন। ২৪ ঘণ্টার মধ্যে আপনার রিকোয়েস্ট অথবা কমেন্ট এর উত্তর দেয়া হবে। প্রবলেম হলে আমি আছি আপনাকে হেল্প করতে ২৪X৭ অনলাইন।
যদি আপনাদের রেসপন্স পাই তবে আমি অনুপ্রেরণা পাব আপনাদেরকে আরও ভাল কিছু উপহার দিতে। আর নতুন নতুন সব ব্যাবস্থাতো আসছেই। সাইটটি
তাহলে চলুন ঘুরে আসিঃ GAMEMELA
রইলাম আপনাদের অপেক্ষায় আর আপনাদের মূল্যবান কমেন্টের আশায়। টিউনটি বেশি বড় করলাম না। কিছু গেইম আপলোড করে দেই... কি বলেন?!?
ভালো লাগলে জানাবেন। গেইম মেলার Facebook Page
আমি ম্যাড গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
শুভ কামনা রইলো…