আসুন Counter Strike: Source খেলি !!!(Multiplayer)!!! না দেখলে মিস!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আপনাদের মধ্যে অনেকেই Counter Strike Source গেমটি খেলেন। Single Player বা Offline Multiplayer খেলে কোন মজা আছে বলুন??? 🙁 🙁  । আসুন আমারা নিজেদের বন্ধুদের মধ্যে Online Multiplayer খেলি কোন প্রকার এক্সট্রা Hardware ছাড়া!!! LAN Card ও লাগবে না। তাহলে শুরু করা যাক 🙂

যাদের গেমটি আছে তারা ২য় ধাপ অনুস্মরণ করুন

এবং

যাদের গেমটি নেই তারা ১ম ধাপ অনুস্মরণ করুন।

ধাপ ১ :

======================================

Counter Strike একটি খুবি মজার গেম। Counter Strike কে  সংক্ষেপে আমারা CS বলি। এবং Counter Strike Source কে বলি CS:S ।

ডাউনলোড ইনফর্মেশন :

===========================

ডাউনলোড মেথডঃ টরেন্ট     সাইজঃ ১.৭৮ জিবি (গেমের মান অনুযায়ী সাইজ অনেক কম)

সীডারসঃ ৬০৪(অনেক বেশিলীচারসঃ ৬২(অনেক কম)

ডাউনলোড লিঙ্কঃ http://thepiratebay.se/torrent/5485382 (আশাকরি নিজে নিজে ডাউনলোড করে নিতে পারবেন)

ইন্সটল করার নিয়ম RAR ফাইল এর ভিতর নোটপ্যাড এ লেখা আছে। ডাউনলোড করা শেষ? Multiplayer খেলতে চান?? ২য় ধাপ অনুস্মরণ করুন।

ধাপ ২ :

=================================

ডাউনলোড পর্ব

এবার দেখাব CS:S Multiplayer খেলার নিয়ম। প্রথমে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করুন।

এবার এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন >>> https://www.tunngle.net/community/index.php?app=core&module=global&section=register

ইন্সটল পর্ব

ডাউনলোড করা সফটওয়্যারটি সাধারন সফটওয়্যার এর মতই ইন্সটল করে নিন।  (আমার মনে হয়না যে আপনারা অন্তত একটা সফটওয়্যার ইন্সটল করতে পারেন না)


পরবর্তী ধাপ:

ইন্সটল হওয়ার পর Tunngle Beta প্রোগ্রামটি ওপেন করুন। তারপর Username এবং Password চাইলে আপনার পূর্বে Register করা তথ্য দিয়ে লগইন করুন। নিচের মত দেখাবেঃ-

এবার উপরে Network Search এর বক্স এ লিখুন "Counter" তারপর Enter  চাপুন নিচের মত দেখাবেঃ-

এবার লাল চিহ্নিত জায়গায় ডাবল ক্লিক করুন। নিচের মত দেখাবেঃ-

লক্ষ করুন ডান দিকে যে লিস্টটি দেখছেন সেটা হছে আপানার মত অন্য Player রা। লিস্ট টি তে আমারও নাম আছে দেখুন (উপরে)। যাই হোক এবার CS:S গেমটি স্টার্ট করুন তারপর প্রথমে যে Find Server আছে তাতে ক্লিক করুন। তারপর উপর থেকে LAN সিলেক্ট করুন। নিচ থেকে কয়েকবার Refresh করে নিন। এবার আপানার যেই Server টি ভাল লাগে সেতিতে ক্লিক করে Connect করুন। গেম তারাতারি শুরু হয়ে যাবে। এখন আপনি CPU এর সাথে না খেলে সরাসরি অন্য Player দের সাথে খেলতে পারবেন 🙂

The End  (For today)

কেও যদি আমার সাথে খেলতে চান তাহলে কমেন্ট এ বলুন সারা রাত আছি :)। এর পরে দেখাব কিভাবে

নিজের Server বানাবেন এবং আপানার বন্ধুদের নিয়ে খেলতে পারবেন। !টাটা!

Level 2

আমি John Smith। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"শৌভিক তালুকদার\"।আমি বেশি পোস্ট লেখি না তবে যখন লেখি তখন যথা সম্ভব ভাল ভাবেই লেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ।
আমি নিচে বাংলাদেশের অনলাইন Counter Strike Source এর সার্ভার এর অ্যাড্রেস শেয়ার করলাম
1. Angelderops Online CSS server
Web address (For BDIX lan users) : http://103.15.165.37/gamezone/

103.15.165.37:27015 ( Angeldrops 24/7 CSSOB Public Server v58 )
103.15.165.37:27016 ( Angeldrops 24/7 CSSOB Match Server [AK] v58 )
103.15.165.37:27017 ( Angeldrops 24/7 CSSOB Match Server [M4] v58 )

গেমটি শুরু হলে , ফাইন্ড সার্ভার এ গিয়ে ফেভোরাইটস ট্যাব এ ক্লিক করে অ্যাড সার্ভার (নিচের দিকে মাঝ খানে )এ ক্লিক করে উপরের আইপি গুলো অ্যাড করুন ।

Level 0

download dele avast malware hesebe detect kore……………..

    @redoy11: খুবই দুঃখের বিষয়। (অ্যান্টিভাইরাস আপডেট করেন তাহলেই আর ভাইরাস ডিটেক্ট করবে না)

Oh really?Without LAN! 🙂

Level 0

বাংলালায়ন মডেম দিয়ে কি খেলা যাবে ??
আর আরেকটা কথা আপডেট ভার্সন করতে বলে আমার গেমটি হোল Counter Strike Source Orange Box – CSSJunkies যদি আমাকে আপডেট করার জন্য কোন ক্র্যাক বা প্যাঁচ দেন তাহলে ভাল হয়

    @Loverboy: যেকোনো মডেম দিয়ে খেলা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে Limited ইন্টারনেট ইউজারদের প্রচুর Bandwith শেষ হবে। আনলিমিটেড থাকলে সমস্যা নেই। (আমার আনলিমিটেড 🙂 )

    আর একটা কাজ করুন আপনি OrangeBox এর Edition না নিয়ে নর্মাল ভার্সনটি নিন। তাহলে ক্র্যাক প্যচ কিছু লাগবে না।
    ডাউনলোড লিঙ্ক উপরে আছে আবার দিয়ে দিলাম >>>>>http://thepiratebay.se/torrent/5485382

Level 0

ভাই, Urban Terror গেমও চরম। আমদের GraveYard নামে সার্ভার আছে। আপনি চাইলে আমাদের সাথে খেলতে পারেন বা মজা করতে পারেন।

জইন করতে হলে এখানে যেতে পারেন, https://www.facebook.com/groups/623154634365653/

অথবা, Garvybd.com 🙂

ধন্যবাদ 😀

tungle er registration verification kichutei kaj korche na. khub e baze site.