এবং
======================================
Counter Strike একটি খুবি মজার গেম। Counter Strike কে সংক্ষেপে আমারা CS বলি। এবং Counter Strike Source কে বলি CS:S ।
===========================
ডাউনলোড মেথডঃ টরেন্ট সাইজঃ ১.৭৮ জিবি (গেমের মান অনুযায়ী সাইজ অনেক কম)
সীডারসঃ ৬০৪(অনেক বেশি) লীচারসঃ ৬২(অনেক কম)
ডাউনলোড লিঙ্কঃ http://thepiratebay.se/torrent/5485382 (আশাকরি নিজে নিজে ডাউনলোড করে নিতে পারবেন)
ইন্সটল করার নিয়ম RAR ফাইল এর ভিতর নোটপ্যাড এ লেখা আছে। ডাউনলোড করা শেষ? Multiplayer খেলতে চান?? ২য় ধাপ অনুস্মরণ করুন।
=================================
ডাউনলোড পর্ব
এবার দেখাব CS:S Multiplayer খেলার নিয়ম। প্রথমে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করুন।
এবার এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন >>> https://www.tunngle.net/community/index.php?app=core&module=global§ion=register
ইন্সটল পর্ব
ডাউনলোড করা সফটওয়্যারটি সাধারন সফটওয়্যার এর মতই ইন্সটল করে নিন। (আমার মনে হয়না যে আপনারা অন্তত একটা সফটওয়্যার ইন্সটল করতে পারেন না)
ইন্সটল হওয়ার পর Tunngle Beta প্রোগ্রামটি ওপেন করুন। তারপর Username এবং Password চাইলে আপনার পূর্বে Register করা তথ্য দিয়ে লগইন করুন। নিচের মত দেখাবেঃ-
এবার উপরে Network Search এর বক্স এ লিখুন "Counter" তারপর Enter চাপুন নিচের মত দেখাবেঃ-
এবার লাল চিহ্নিত জায়গায় ডাবল ক্লিক করুন। নিচের মত দেখাবেঃ-
লক্ষ করুন ডান দিকে যে লিস্টটি দেখছেন সেটা হছে আপানার মত অন্য Player রা। লিস্ট টি তে আমারও নাম আছে দেখুন (উপরে)। যাই হোক এবার CS:S গেমটি স্টার্ট করুন তারপর প্রথমে যে Find Server আছে তাতে ক্লিক করুন। তারপর উপর থেকে LAN সিলেক্ট করুন। নিচ থেকে কয়েকবার Refresh করে নিন। এবার আপানার যেই Server টি ভাল লাগে সেতিতে ক্লিক করে Connect করুন। গেম তারাতারি শুরু হয়ে যাবে। এখন আপনি CPU এর সাথে না খেলে সরাসরি অন্য Player দের সাথে খেলতে পারবেন 🙂
The End (For today)
আমি John Smith। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"শৌভিক তালুকদার\"।আমি বেশি পোস্ট লেখি না তবে যখন লেখি তখন যথা সম্ভব ভাল ভাবেই লেখি।
ধন্যবাদ ।
আমি নিচে বাংলাদেশের অনলাইন Counter Strike Source এর সার্ভার এর অ্যাড্রেস শেয়ার করলাম
1. Angelderops Online CSS server
Web address (For BDIX lan users) : http://103.15.165.37/gamezone/
103.15.165.37:27015 ( Angeldrops 24/7 CSSOB Public Server v58 )
103.15.165.37:27016 ( Angeldrops 24/7 CSSOB Match Server [AK] v58 )
103.15.165.37:27017 ( Angeldrops 24/7 CSSOB Match Server [M4] v58 )
গেমটি শুরু হলে , ফাইন্ড সার্ভার এ গিয়ে ফেভোরাইটস ট্যাব এ ক্লিক করে অ্যাড সার্ভার (নিচের দিকে মাঝ খানে )এ ক্লিক করে উপরের আইপি গুলো অ্যাড করুন ।