গেমস জোন [পর্ব-৬৩] :: The Witcher 3 (Preview/2014/RPG)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যালো! কেমন আছো তোমরা! নিয়ে এলাম গেমস জোনের আরেকটি প্রিভিউ পর্ব। আজকের পর্বে থাকছে দ্যা উইচার সিরিজের সর্বশেষ এবং আপকামিং গেম, দ্যা উইচার ৩।

দ্যা উইচার ৩: ওয়াইল্ড হান্ট একটি আপকামিং ওপেন ওয়ার্ল্ড একশন রোল-প্লেয়িং ভিডিও গেম যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। নির্মাণ করছে সিডি প্রজেক্ট রেড। গেমটি ফেব্রুয়ারী ৫, ২০১৩ সালে অফিসিয়াল ভাবে এনাউন্স করা হয়েছে। গেমটি দ্যা উইচার সিরিজের সর্বশেষ গেম হতে যাচ্ছে।

দ্যা  উইচার   :  ওয়াইল্ড  হান্ট

 

নির্মাতা:

সিডি প্রজেক্ট রেড

সিরিজ:

দ্যা উইচার

ইঞ্জিণ:

রেড ইঞ্জিণ ৩

খেলা  যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ এবং প্লে-স্টেশন ৪ গেম কনসোলে

মুক্তি  পাচ্ছে:

জানুয়ারী ০১, ২০১৪ সালে।

খেলার  ধরণ:

ওপেন ওয়ার্ল্ড,

রোল প্লেয়িং

খেলতে  পারবে:

সিঙ্গেল প্লেয়ার

ট্রেইলার  ভিডিও:

http://www.youtube.com/watch?v=8WdTqELmUqY

http://www.youtube.com/watch?v=8gIsYuPIKco

http://www.youtube.com/watch?v=mJ3RLQgOUP

দ্যা উইচার ৩ গেমটি নতুন গেম ইঞ্জিণ রেডইঞ্জিণ ৩ দিয়ে নির্মাণ করেছে সিডি প্রজেক্ট রেড। এটি আরপিজি ওপেন ওয়ার্ল্ড গেমস এর জন্য আলাদা করে বানানো গেম ইঞ্জিণ। ইঞ্জিণ টি ৬৪বিট প্রিসিশন ব্যবহার করা হয়েছে, এতে হাই ডাইনামিক রেঞ্জ রেডিং সার্পোট করবো এবং এর ফলে আরো উন্নত মানের পিকচার কোয়ালিটি পাওয়া যাবে।

দ্যা উইচার ৩ গেমটিতে কোনো প্রকার লোডিং স্ক্রিণ থাকছে না। এর ফলে গেমার গেমটির ফ্রিলি এক্সপোর এর মজা নিতে পারবে। রেডইঞ্জিণ ২ ব্যবহার করা হয়েছিল দ্যা উইচার ২ গেমটিতে এবং রেডইঞ্জিণ ৩ ব্যবহার করা হয়েছে দ্যা উইচার ৩ গেমটিতে। গেমটি লাইফ-লাইক গ্রাফিক্স সহ ফেসিয়াল এবং বডি মুভমেন্ট আরো উন্নত করা হয়েছে। তোমার যদি সর্বউন্নত পিসি থাকে তাহলে গেমটি খেলে তোমার মনে হবে যে তুমি কোনো মুভি দেখছো!

দ্যা উইচার ৩ গেমটি হবে এ পর্যন- আরপিজি ধরণের গেমের সর্ববৃহৎ গেম। দ্যা উইচার ২ গেমটির থেকে প্রায় ৩০গুণ বড় দ্যা উইচার ৩ এর পটভূমি। এক জায়গা হতে অন্য জায়গায় ভ্রমণের জন্য তুমি ব্যবহার করতে পারো বোট অথবা ঘোড়া।

হিসাব করে পাওয়া যায় যে, উইচার ৩ গেমটি স্কাইরিম গেমটির থেকে ২০% বড় পটভূমি বহন করে। যেখানে স্কাইরিম গেমটির গেমপ্লে ছিল ৭৫ঘন্টা, এখানে উইচার ৩ গেমটির গেম-প্লে / গেমওভার করতে পাক্কা ১০০+ ঘন্টা সময় লাগবে।

তবে যাই হোক, যতই গ্রাফিক্স উন্নত হোক, সিরিজের আগের গেমসগুলো তেমন বাজার মাতাতে পারেনি।

Mordarn Warfare 4 is coming this year!!

 

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুনলাম এইটায় নাকি ৩৪ রকমের এন্ডিং থাকবে? আপনি কিছু জানেন নাকি এই ব্যাপারে?