সবাই কেমন আছেন। আজকে খুশি মনে লিখতে বসলাম।
প্রায় এক বছর থেকে মনের মধ্যে একটা ইচ্ছা নিয়ে ঘুরছিলাম গেমিং পিসি কিনব, পাশাপাশি ভিডিও এডিটিং এর প্রতিও ছিল আমার প্রবল আগ্রহ।
কারণ কোর আই ৩ ল্যাপটপ দিয়ে খুব বেশি কিছু সম্ভব ছিল না। এদিকে টাকাও কম। তাই শুরু করে দিলাম রিসার্চ।
সবার কাছে পরামর্শ নিলাম, কোন প্রসেসর কিনব; গ্রাফিক্স কার্ড কোন টা ভাল; র্যাম; পাওয়ার সাপ্লাই; আরও অনেক কিছু। ইন্টেল প্রসেসরের ধারে কাছে যেতে পারলাম না। তাই সাহস করে সিদ্ধান্ত নিলাম এ এম ডি কিনব। youtube এ অনেক review দেখলাম processor and graphics card এর। কারণ গেমিং পিসি এই দুই টার উপরেই বেশি নির্ভর করে। অবশেষে সিদ্ধান্ত নিলাম AMD FX-6100 কিনব। আর graphics card নিব SAPPHIRE redeon hd 6670. অনেকেই না করল AMD কেনার ক্ষেত্রে। কিন্ত কোন উপায় ছিল না। অন্য দিকে আবার একটা low end পাওয়ার সাপ্লাই দেয়া ভাল। তাই নিজের ইচ্ছায় নেমে পড়লাম। নিচে কনফিগারেশন টা দিলাম-
amd fx-6100 6- core processor 3.30ghz(14mb cache)+msi p34 motherboard-->BDT-17200
SAPPHIRE radeon hd 6670--->>bdt 6800
RAM-Transcend 4 gb bus speed 1600--->bdt 3000
casing--->bdt 1000
power supply thermaltech 350wt --->bdt 2600
hdd 500gb hitachi--->>bdt 4500
পারফরমেন্স নিয়ে আমি অনেক খুশি। প্রসেসর 3.60 পর্যন্ত overclocking করতে পেরেছি। গ্রাফিক্স কার্ড এখনো overclocking করিনি। ৭ দিন হল চালাচ্ছি। এই পর্যন্ত চালানো সব গেম ই হাই এন্ড এ চরম পারফরমেন্স দিচ্ছে। আমার খেলা কিছু গেম এর লিস্ট-
সবাই ভাল থাকবেন। আর মতামত থাকলে অবশ্যই জানাবেন এই ঠিকানায় গেমিং পিসি
আমি riasadrion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
egulu khelte parben dekhen to
1.bf3
2.oops 2
3.hitman absolution
6,farcry3
7.ac3
jodi khelte paren tobe ektu janaben.plz.(ultra/high/mid/low) setting er folalol ta janaben.mane kon setting e valo chole. amar mone hoy processor ta intel hole valo hoto