গেমিং পিসি সম্পর্কিত আমার একটি ভাল অভিজ্ঞতা

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাই কেমন আছেন। আজকে খুশি মনে লিখতে বসলাম।

প্রায় এক বছর থেকে মনের মধ্যে একটা ইচ্ছা নিয়ে ঘুরছিলাম গেমিং পিসি কিনব, পাশাপাশি ভিডিও এডিটিং এর প্রতিও ছিল আমার প্রবল আগ্রহ।

কারণ কোর আই ৩ ল্যাপটপ  দিয়ে খুব বেশি কিছু সম্ভব ছিল না। এদিকে টাকাও কম। তাই শুরু করে দিলাম রিসার্চ।

সবার কাছে পরামর্শ নিলাম, কোন প্রসেসর কিনব; গ্রাফিক্স কার্ড কোন টা ভাল; র‍্যাম; পাওয়ার সাপ্লাই; আরও অনেক কিছু। ইন্টেল প্রসেসরের ধারে কাছে যেতে পারলাম না। তাই সাহস করে সিদ্ধান্ত নিলাম এ এম ডি কিনব। youtube এ অনেক review দেখলাম processor and graphics card এর। কারণ গেমিং পিসি এই দুই টার উপরেই বেশি নির্ভর করে। অবশেষে সিদ্ধান্ত নিলাম AMD FX-6100 কিনব। আর graphics card নিব SAPPHIRE redeon hd 6670. অনেকেই না করল AMD কেনার ক্ষেত্রে। কিন্ত কোন উপায় ছিল না। অন্য দিকে আবার একটা low end পাওয়ার সাপ্লাই দেয়া ভাল। তাই নিজের ইচ্ছায় নেমে পড়লাম। নিচে কনফিগারেশন টা দিলাম-

amd fx-6100 6- core processor 3.30ghz(14mb cache)+msi p34 motherboard-->BDT-17200

SAPPHIRE radeon hd 6670--->>bdt 6800

RAM-Transcend 4 gb bus speed 1600--->bdt 3000

casing--->bdt 1000

power supply thermaltech 350wt --->bdt 2600

hdd 500gb hitachi--->>bdt 4500

পারফরমেন্স  নিয়ে আমি অনেক খুশি। প্রসেসর 3.60 পর্যন্ত overclocking করতে পেরেছি। গ্রাফিক্স কার্ড  এখনো overclocking করিনি। ৭ দিন হল চালাচ্ছি। এই পর্যন্ত চালানো সব গেম ই হাই এন্ড এ চরম পারফরমেন্স দিচ্ছে। আমার খেলা কিছু গেম এর লিস্ট-

  • 1. inversion
  • 2. pes 13
  • 3. saints row the third
  • 4. dirt 3
  • 5. fifa 13
  • 6. flash point- red river.
  • 7. sniper 2 ghost warrior
  • 8. Ridge racer unbounded.
  • 9. test drive unlimited 2
  • 10. test drive ferrari racing legends.
  • 11. most wanted 12
  • 12. GRID
  • 13. Crash time 5

সবাই ভাল থাকবেন। আর মতামত থাকলে অবশ্যই জানাবেন এই ঠিকানায় গেমিং পিসি

Level 0

আমি riasadrion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

egulu khelte parben dekhen to
1.bf3
2.oops 2
3.hitman absolution
6,farcry3
7.ac3
jodi khelte paren tobe ektu janaben.plz.(ultra/high/mid/low) setting er folalol ta janaben.mane kon setting e valo chole. amar mone hoy processor ta intel hole valo hoto

Level 0

assa, apnar motamoter jonno thanks

Level New

far cry 3 normal pc teo chole .

    Level 0

    @saif_precio: চলে তো রে ভাই, গ্রাফিক্স হাই দিয়া খেলেন, পারলে মনিটরের ভিত্তে ও যাইতেগা পারেন 😛 মাথা নষ্ট ম্যান

Level 0

Vai amar’o AMD FX 6100 , 6 core 3.3 ghz …………..14mb cache
performance khov e josh ……………. kintu amar prosno hossay AMD er jonno ki Power supply valo nete hoy ?

Level 0

ভাই AMD 4core, 3.6 ghz, 12mb cache এবং MSI 760 এর দামটা কি বলতে পারবেন? আমার কিনতে চাই ।।।

ভাই normal pc বলতে কি বুঝালেন তাইতো বুঝলামনা, আর চললে তো হবেনা smoothly চলতে হবে @Saif

Level 0

র‍্যামের ব্যাপারটা বাদ পরল কেন?

Level 0

Amar proces 2..but sniper 2 khub slow kore.loading hote 5 mini lage keno?ki problem bujte parcina

আর আমি বইসা আছি সাড়ে ৩ লাখ টাকা জমায়া Alienware M18X Hardcore Gaming ল্যাফটুফ কিনুম :p
আমার কারেন্ট পিসি তে আছে Core 2 Duo 3.00 GHz,Ram 4GB,Graphics-AMD Radeon HD 4670 1GB DDR3! আপনার লিস্টের সবগুলাই আমার খেলা শেষ! PES বাদে! ঐটা পাউল গেম! 😀

Level New

Normal pc Dual core 3 ghz, 2 GB DDR2, GPU Radeon 5450 1 GB DDR3. etate far cry 3 chole default Config a. abar Core i5, 8 GB DDR3, Intel HD 3000 etateo chole default config a 😀

Level 0

ভাই প্রসেসর over clock করে কীভাবে ।জানান আমার টা করব ।আমার টা duel core 2.60 gigaharze

Level 0

vai most wanted 2012 full quality diee khele dekhsen? Battle field 3, the run khele dekhen full quality te

এএমডি প্রসেসর কম বাজেটের ক্ষেত্রে ইন্টেলের ভাল বিকল্প কিন্তু এটা দ্রুত গরম হয়(প্রমাণিত) ও পাওয়ার কনজাম্পশন নাই।
সবচেয়ে বড় কথা আমাদের দেশের আবহাওয়ার সাথে এএমডি প্রসেসর ঠিকমত খাপ খাইয়ে চলতে পারবে না,অবশ্য যারা রুমে এসি/অতিরিক্ত বায়ু চলাচলের ব্যবস্থা করে ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা ঠিকমত চলতে পারে। 😉

Level 0

AMD Bulldozer FX8120 3.1GHz 16MB Cache Processor gigabyte 970 mainboard 80,000/= diya pc kinci.parformance niya ami sontosto but gorom hoiya jai.

Level 0

vai amar budget 20,000/= sudhu matro cpu ar jonno amd gaming pc hobe ki na jodi aktu janaiten.<> http://www.facebook.com/amirupu

    @Rupu: ২০০০০ এ অনেক টানাপোড়েন হইয়া যায়! Top notch গেমিং পিসি পাওয়া যাবে না

      Level 2

      @টেক মশাই:
      Taha poisha nai, tai 1-2 ta kore 2nd hand parts kini proti mashe, Sobar moto game khelum. Ami ekta Graphics Card kinsi —>Ei ta

      “XFX GS250XZDFU GeForce GTS 250 1GB 256-bit DDR3 PCI Express 2.0 x16 HDCP Ready SLI Support Video Card”
      http://www.newegg.com/Product/Product.aspx?Item=N82E16814150439

      Processor – Core 2 Quad 6600 8M Cache, MB – Asus Gaming Board (Model mone nai), RAM – 8 GB (Ekhono kini nai samner mashe taka pele kinbo), Power supply 750W, etc.

      Amar ei PC te ki uporer game gula khela jabe. Janale upokrito hotam.

@Shetu: @Shetu: ভাই । আপনার দেয়া প্রসেসরটির দাম 10,500 টাকা এবং মাদারবোর্ডের দাম 4,500 টাকা । মোট হবে 15,000 টাকা । কিন্তু যদি আপনি এটা বাদ দিয়ে Intel core i3-2130 http://ark.intel.com/products/53428 3.4GHz 9,500 টাকা এবং Asus p8b75mlx 6,500 টাকা । মোট 16,000 টাকা দিয়ে । মাদারবোর্ড H77 এর কিনলে তো কথাই নেই । কেনেন । তাহলে অনেক ভাল হবে । http://www.asus.com/Motherboards/P8B75M_LX/#specifications । এএমডি FX4100 তে কিন্তু ৪টা কোর নাই । ওটাতে দুটা কোর । এর আছে দুটি মডিউল যা কোর দুটি কে বিভাজন করে সিস্টেমে চারটা কোর দেখায় । ইন্টেলের আই থ্রী তে আছে ৪টি হাইপার থ্রেডিং যা আপনাকে চারকোরের সমান কাজ করে দিবে । বিস্তারিত জানুন । দেখেন কি নিবেন ।

Amar core i3 2100 , 4 gb ram ,, board Gigabyte H61-s2p-B3 te ki pes 13 .Fifa 13 cholbe??

I’m using Intel Core i3 3220 with Asus P8-B75M-LX mainboard. I also used AMD FX 6100 with Gigabyte 970A-UD3 and Nvidia GT 640 in one of my friends PC.
I have benchmarked his PC, installed & played many games like Assassin’s Creed Revelation & FIFA 13.
I think, i3 3220 is 3X faster than AMD. So, use Intel, It gives u the best performance within price.

Level 0

not bad amd……

Level 0

@ Razurocker psu corsair 450w nen .tharmalteck 550w theke valo performence dibe.

Level 0

vi amare ektu help koren.

ami ekta pc (only cpu) kinte chaitasi

game khelar jonno.

ei configtar dam koto porbe?

cpu=core i5 3470
mobo= gigabyte b75
ram =4gb
hdd=500gb/1tb
+others= psu+casing

monitor ase 17″ Lcd.
Gpu pore kinbo.