নিয়ে এলাম এক অন্য রকম Game………………আশা করি সবার ভাল লাগবে।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কোন  প্রকার ভুলত্রুটির জন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আজ আপনাদের জন্য নিএ এলাম এক অন্য রকম but সেইরকম Game। এতার নাম Surgery Simulator. নাম শুনে নিশ্চয়ই বুঝে গেছেন এর আগা গোরা সব কিছু।

যাই হোক এই Game এর Feature & Rules গুলা বলি।

১.সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত Operation Theater পাবেন।

২.একজন Nurse এবং একজন  Assistant পাবেন।

৩.নির্দিষ্ট সময় দেয়া থাকবে এবং ওই সময়ের মধ্যে শেষ করতে হবে।

৪. সামান্য ভুল হলে Point কাটা পরবে আর দুইবার ভুল হলে আপনাকে আস্তে করে অর্ধচন্দ্র দান করিবে।

তো Download করে খেলা শুরু করে দিন আজ-ই।

Download Link: https://depositfiles.com/files/qjvez6ygf

আরেকটা কথা আমি কিন্তু ভাই ৪ টা Stage পার করে ফেলেছি এবং Second Position এর নিচে যাই নাই পারলে আমাকে টপকান।

দেখি কে কত ভাল Surgeon......................................Result Share করবেন কিন্তু।

Level 0

আমি Alamin Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে চাই -আর- জা জানি তা জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম হইছে তো! দেখি !

vai download hosse na idm dia.error dekhae,….onno link hobe plzzzzzzzzzzzzz……..

Level 0

@ hasan sabuz vai : আমি এই মাত্র Download করে দেখেছি সব কিছু ঠিকঠাক ই আছে । দয়া করে আরেকবার চেষ্টা করেন ইনশাল্লাহ কাজ করবে।

Level 0

@ দিহান ভাই : আপনার মন্তব্বের জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাই game টা কিভাবে play করব?

Level 0

@আল আমিন ভাই : Install করার পর Icon থেকে game টা চালু করুন এর পর প্রথমে tutorial টায় practice করুন……………………………….operation চলাকালীন সময় একজন nurse আপনাকে নির্দেশনা দিবে কখন কি করতে হবে।
Nurse এর suggestion পেতে F1 press করুন, Tools select করতে F2, আরও details লাগলে Skype এ যোগাযোগ করুন।