আসসালামু ওলায়কুম প্রিয় টেকটিউনাররা।আজকে আমি আপনাদের জন্য আরেকটি দারুন রেসিং গেম নিয়ে এসেছি।গেমটির নাম হল Need for Speed Hot Pursuit 2010 । আপনারা অনেকেই খেলেছেন এবং এই গেমটির খেলার ধরন কিছুটা আগের গেম Need for Speed Hot Pursuit 2 এর মত ।এই গেমটিতে আপনি career mode এ পুলিশ বা রেসার দুটি হয়েই খেলতে পারবেন।পুলিশ হলে আপনাকে racer দের যত কম সময়ে সম্বব "busted" করতে হবে এবং racer হলে পুলিশ এর কাছ থেকে বেঁচে race শেষ করতে হবে।রেস কমপ্লিট করতে পারলে বা racer দের busted করতে পারলে আপনাকে bounty দেওয়া হবে এবং আরও উন্নত গাড়ি prize হিসাবে দেয়া হবে ।গেমটির গ্রাফিক্স , সাউন্ডও অনেক সুন্দর। Bounty কালেক্ট করে আপনি level - up করতে পারবেন।সব মিলিয়ে দারুন একটি গেম Need for Speed Hot Pursuit 2010.
Windows XP/Vista/7 |
Intel Core 2 Duo or AMD Athlon X2 64 2.0GHz Processor(Minimun 1.8 Ghz Processor Needed) |
1.5GB RAM |
8GB Hard Disk Space |
DirectX 9.0c |
256MB Graphics Memory |
DirectX 9.0c Compatible Sound Card |
চলুন এখন গেমটি কিভাভে ডাউনলোড করবেন জেনে আসি।প্রথম এই Magnet link ( Google Docs ) থেকে ফাইলটি ডাউনলোড করুন অথবা .torrent ফাইল ডাউনলোড করুন এখান থেকে। অথবা গেমটি এখান থেকে idm দিয়ে high speed এ ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন ।magnet লিংকটি অনেক বড় তাই text ফাইল এ দেয়া আছে। তারপর freearc ইনস্টল করুন ( download এর মধ্যে দেয়া ) আছে।অনেকে ৫০ MB , ১০ MB compressed ফাইল দেয় যেগুলো uncompressed করতে ৩-৪ ঘন্টা লাগে।তাই আমি GB দিলাম যা uncompressed / install করতে ১০-২৫ মিনিট লাগবে । তবে আপনারা যদি চান তাহলে আমি ৫০-১০০ MB এর মধ্যে compressed করতে পারি যা ৩-৪ ঘন্টা লাগবে uncompressed হতে। FreeArc এর মাধ্যমে .arc ফাইলটি extract করুন।এখন globe converter.exe করে গেমটি install করে নিন -- গেমটি install করতে ১০-২৫ মিনিট লাগবে ( এটি আপনার কম্পিউটার এর উপর নির্ভর করে )।এখন গেমটি যেখানে install করেছেন সেখান থেকে NFS11.exe click করে গেমটি খেলুন।যদি আপনারা ৫০-১০০ MB চান ( ৩-৪ ঘন্টা লাগবে uncompressed করতে ) তাহলে comment এ বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। গেমটি ভালো লাগলে আমার game download ব্লগ থেকে ঘুরে আসতে পারেন : http://compressedstuffs.blogspot.com/
এখান থেকে আপনারা আরও compressed গেম ডাউনলোড করতে পারবেন।
আমি shafiin111। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ৪ ঘন্টা লাগুক সমস্যা নেই। তারপরেও ছোট ফাইল দেন। কারন ২ গিগা ডাউনলোডের পর গেম না চললে পুরা ধরা। 🙂