আজ ভাবছিলাম আর পোস্ট করবো না। একটু আগেই ভেবেছি পিসির সামনে থেকে উঠে যাব কিন্তু একটা কাজের জন্য
সার্চ করছিলাম , হঠাথ এই গেমটি পেয়ে গেলাম ।এত বেশি মজার যে বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না।
গেমটির নাম BUS DRIVER .
এই গেমটি সত্যিকারের ড্রাইভ করার মত মজা দিবে এখানে আপনাকে পেসেঞ্জারকে এক স্টেশন থেকে
অন্য স্টেশনে নিয়ে যেতে হবে। এবং কিছু নির্দিষ্ট সংখ্যক রাস্তা ব্যাবহার করতে হবে। ট্র্যাফিক আইন মেনে
চলতে হবে অবিলম্বে আপনাকে শাস্তি গুনতে হবে
আছে আরও অনেক মজার মজার বেপার ।
screen shot:
গেমটি খেলতে যা যা লাগবে ঃঃ
CPU 1.0 GHz, DirectX 9.0c, 256 MB RAM, 300 MB HD space, 3D Accelerator 64 MB
যা যা আছে গেমটিতে ঃঃ
multi-language support, new bus, new routes
গেমটি ডাউনলোড করুন এখান থেকে
আপনার মতামত জানাবেন ।
আর আমার ব্লগটি যদি পারেন তবে একটু ঘুরে আসুন।
লেখাটি প্রথম প্রকাশিত এখানে
আমার ফেসবুক পেজ
ধন্যবাদ।
আমি ronylast। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks