Grand Theft Auto V (GTA 5) এর খবর তো অনেকেই জানেন। গেমটি ২০১৩ সালের জানুয়ারী তে রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু গেমটির
কাজ সম্পুর্ন ভাবে শেষ না হওয়ার কারনে রিলিজের তারিখ পিছিয়ে যায়। শোনা যাচ্ছে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর RockStar Games এই গেমটি ডেস্কটপ
এর জন্য অফিসিয়াল রিলিজ দিবে। (সেটাও আবার ঠিক নাকি কে জানে) 😛 । তবে যাই হোক অত দিন পর্যন্ত তো আমাদের অপেক্ষা করে বসে থাকা যাবে না।
তাহলে চলুন আমরা GTA V এর আগে রিলিজ হওয়া GTA IV খেলে খেলে সেপ্টেম্বর মাসের অপেক্ষা করি।
Grand Theft Auto IV (GTA 4)
এই গেমটি RockStar Games এর এক চমৎকার সৃষ্টি। ২০০৮ সালের ২৯ এপ্রিল -এ রিলিজ হওয়া এই গেমটি GTA ভক্ত দের খুবই অবাক করেছে। এর আগে আপনারা হয়তো
GTA Vice City , GTA San Andreas গেম গুলো খেলেছেন। এই সারা জাগানো গেম গুলোও RockStar Games এরই তৈরি। Vice City ও Sanandreas খেলতে
খুব আনন্দ লাগলেও গেম গুলর কম গ্রাফিক্স এর কারনে খেলতে ভাল লাগে না। মনে হয় যেন কার্টুন দেখছি 🙂 . যাই হোক চলুন গেমটির ট্রেইলার টি দেখে নেই
https://www.youtube.com/watch?v=A3tfhfCLfkg
(আজেবাজে Advertise এড়াতে Adblock Addons ব্যবহার করুন)
কষ্ট করে লিঙ্কটিতে গিয়ে দেখে নিবেন। GTA গেমের সবচেয়ে ভাল দিক টা হল আপনি আপনার নিজের ইচ্ছা মত ঘুরা ফিরা করতে পারবেন এখানে। অন্য গেমের মত কড়া রুল জারি কড়া থাকে না।
অনেক তো কথা বললাম তাহলে চলুন এবার ডাউনলোড করি।
ডাউনলোড মেথড টরেন্ট
সীডারসঃ ৯৫২ লিচারসঃ ৫৪৩
আর সাইজ???????? সাইজঃ ১৩.৯৫ গিগা বাইট
ডাউনলোড লিঙ্কঃ http://thepiratebay.se/torrent/6478773/
হমমম......... অনেকেই বোধয় সাইজ দেখে অবাক হয়ে গেছেন। 😀 অনেকেই আবার ডাউনলোড করতে চাচ্ছেন (আসলে নিজের ডাউনলোড করা গেম খেলার মজাই আলাদা)।
অনেকে আবার ভাবছেন ১৩ জিবি ডাউনলোড করব যদি পরে না চলে তখন?? আমি বলছি ডাউনলোড করেন কোন ভয় নাই। আমি নিজে ডাউনলোড করেছি নিচের স্ক্রীনশট দেখেন
এখনও বিশ্বাস হয়নি????!!! নাই হতে পারে আর দেখুন........................
ধুর!! এখনও যাদের বিশ্বাস হয়নি তারা দোকান থেকে কিনে নেন 🙁 🙁 🙁 (মাইন্ড কইরেন না মজা করলাম) 😀
তাহলে আজকে এই পর্যন্তই..................
আমি John Smith। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"শৌভিক তালুকদার\"।আমি বেশি পোস্ট লেখি না তবে যখন লেখি তখন যথা সম্ভব ভাল ভাবেই লেখি।
করসিলাম আসেনা শুধু লয়াদিং আর লয়াদিং(লোডিং আর লোডিং)