জনপ্রিয় ডিটেকটিভ গেম L.A. Noire এর গ্রাফিক্সের সমস্যা। -(Solved)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

প্রথমতঃ আপনার হার্ডওয়ার নির্দিষ্টকরণ করতে হবে। অসুবিধা আছে কিনা একটু দেখে নিতে হবে। যন্ত্রে ময়লা দূর করুন। আপনার GPU বা গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার আপডেট দিন। অন্যান্য ড্রাইভার আপডেট দিলে ভাল হয়।

L.A. Noire গেম রিলিজ হয় May 17, 2011 সালে। এ গেমে রিলিজ হওয়ার পর PC ভার্সনের গ্রাফিক্স দুর্বল এর কারনে খুব একটা বেশি জনপ্রিয় হয় নাই। তবে Xbox 360 এবং PS3 তে এ গেমের জনপ্রিয় অনেক বেশি হয়েছিল।এই গেম অনেক হাই গ্রাফিক্সিয়াল গেম। কিন্তু গেমে PC ভার্সনের নির্মাণ সঠিক ভাবে হয় নাই। এখানে সম্ভবত FPS 20 লক করা আছে(Sure না)। অনেকে কম্পিউটারে দামী পার্ট বা GPU লাগিয়েও কোন ফল পাইনি। এখন এর সবচেয়ে সহজ সমাধান সম্ভব হয়ছে।

নিম্নে ২টি এর সমাধানের মধ্যে যেকোন একটি অনুসরন করুন...............

=>Run the LANLauncher.exe.
=>Click Options
=>Enter "-str" and/or "-npd" and/or "+jobs_numThreads 0" (without quotes, just the dash and the text with a space in between each command) in the command line field for single threaded renderer, which may improve performance or compatibility on some systems.

অথবা,


(বেশির ভাগ এই পদ্ধতিতে কাজ হয় বেশি)

এভাবে ঠিক করার পর আপনার কম্পিউটার Restart করুন এবং শুরু করুন।

(বি.দ্রঃ যদি এতে কাজ না হয় তাহলে বুঝতে হবে আপনার GPU বা গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে না বা দুর্বল।)

PC গেমের System Requirements:

INTEL CPU: Core 2 Duo E7300 2.66GHz (Higher)

Nvidia GPU: GeForce GT 430 (Higher)

AMD GPU: Radeon HD 6770 (Higher)

RAM: 2GB or 4GB

OS: Windows XP Service Pack 3, Windows Vista,7,(32bit/64bit)

HDD SPACE:  9GB or Higher

Level 0

আমি GamerBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গেম খেলি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Amar Intel HD 3000 a motamuti vabe chole 😀

    Level 0

    @saif_precio: তাই নাকি ? আপনারটা এই একই ক্র্যাক ভার্সন ? আমি তো ভাল গ্রাফিক্স কার্ড দিয়েও চালাতে পারি নাই। খালি এই অপশন দিয়ে ভালই চলছিল।