হ্যালো!! কেমন আছো গেমস ভক্তরা! নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকের পর্বে থাকছে জনপ্রিয় ফাইটিং গেমস কিং অব ফাইটারস এর থিড্রি ভার্সন গেম। আজকের গেম কিং অব ফাইটারস ২০০৬।
আমার এখনো মনে পড়ে, , , , দোকানে গিয়ে কয়েন মেশিনে কিং অফ ফাইটার খেলার কথা। আহ! ২০০৮ সালে কি সুন্দর সময় কাটাতাম!! আহ আহ! তবে এখন আর দোকানে যাওয়া হয় না। তাতে কি! বাসার পিসিতে সাজিয়েছি সব নিওজিও গেম দিয়ে।
আজকের থাকছে থিড্রি ভার্সন কিং অফ ফাইটারস গেমটির। অনেকেই গেমটির থিড্রি ভার্সনটি খেলো নি! তবে দুঃ খের কথা যে গেমটির কোনো পিসি ভার্সন নেই! গেমটি পিএস২ এমুলেটর দিয়ে খেলতে হবে, এর মানে তোমার থাকতে হবে আমার মতো হাই কোয়ালিটির পিসি!
দ্যা কিং অফ ফাইটারস ২০০৬ / কিং অফ ফাইটারস ম্যাক্সিমাম ইম্পেকট ২
নির্মাতা এবং প্রকাশক:
এসএনকে প্লেমোর
খেলা যাবে:
প্লে-স্টেশন ২
সিরিজ:
কিং অফ ফাইটারস ম্যাক্সিমাম ইম্পেকট
মুক্তি পেয়েছে:
২০০৬-২০০৭
ধরণ:
৩ডি ফাইটিং
খেলার ধরণ:
২ জন মিলে খেলার যোগ্য
কিং অফ ফাইটারস ম্যাক্সিমাম ইম্পেকট ২। গেমটি আমেরিকায় কিং অফ ফাইটারস ২০০৬ নামে রিলিজ পায়। এটি একটি থ্রিডি ফাইটিং গেম এবং কিং অফ ফাইটারস গেমস সিরিজের থ্রিডি ধাঁচের দ্বিতীয় গেম। গেমটি নির্মাণ করেছে এসএনকে প্লেমোর এবং গেমটি প্লে-স্টেশন ২ গেম কনসোল এর জন্য ২০০৬ সালে মুক্তি দেওয়া হয়। গেমটি কিং অফ ফাইটারস ম্যাক্সিমাম ইম্পেকট এর সিকুয়্যাল।
গেমটিতে মোট ৩৮ টি চরিত্র রয়েছে। এদের মধ্যে ২৪টি চরিত্র নিয়ে খেলা যাবে। বাকি ১৪টি চরিত্র গোপন করা আছে।
Returning characters
New characters
|
|
Alternate hidden characters
Final boss
ডাউনলোড করে নাও:
1.30GB
http://www.theisozone.com/dl-start/32572/1/
or
গেমটি খেলতে হলে তোমার পিসিতে পিএস২ (প্লে-স্টেশন ২ এমুলেটর থাকতে হবে)
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ধন্যবাদ আপনাকে। এই গেমটা আমার অনেক প্রিয় ছিল।
এখন এই সাইটাতে কাজ করি।
http://onlinelivesports24.com