গেমস জোনের আজকের পর্বে থাকছে জনপ্রিয় রেসিং গেমস সিরিজ টেস্টড্রাইভ এর অন্যতম হিট একটি গেম। আজকের গেম টেস্টড্রাইভআনলিমিটেড।
টেস্ট ড্রাইভ আনলিমিটেড
নির্মাতা:
ইডেন গেমস,
মেলর্বোন হাউস ।
প্রকাশক:
আটারী
ইঞ্জিণ:
হ্যাভোক,
টোয়ালাইট ২
সর্বশেষভার্সন:
১.৬৬এ
খেলাযাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ২,
প্লে-স্টেশন পোর্টেবল (পিএসপি),
এক্সবক্স ৩৬০।
মুক্তিপেয়েছে:
সেপ্টেম্বর , ২০০৬ (এক্সবক্স ৩৬০ এর জন্য),
মার্চ, ২০০৭ (প্লে-স্টেশন ২ এর জন্য)
মার্চ-এপ্রিল, ২০০৭ (মাইক্রোসফট উইন্ডোজ এবং পিএসপি এর জন্য)
ধরণ:
রেসিং,
ওপেল ওয়ার্ল্ড,
এমএমওআর
খেলারধরণ:
সিঙ্গেল-প্লেয়ার,
মাল্টিপ্লেয়ার
ট্রেইলারভিডিও:
www.youtube.com/watch?v=0u9YP2EIvyQ
http://www.youtube.com/watch?v=qft4fmt85nQ
http://www.youtube.com/watch?v=Z-ARmfpL15E
http://www.youtube.com/watch?v=gPeoypJeXV8
সিস্টেমরিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২) অপারেটিং সিস্টেম,
ইন্টেল পেন্টিয়াম ৪ – ২.৪ গিগাহার্টজ অথবা এ্যাথলন ৬৪ গতির প্রসেসর,
২৫৬ মেগাবাইট এটিআই রাডিয়ন এক্স১০৫০ অথবা এনভিডিয়া জিফোর্স ৬৬০০ জিটি সিরিজের গ্রাফিক্স কার্ড,
২ গিগাবাইট র্যাম।
৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্টএক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০।
ভালভাবেখেলতেহলে:
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,
ডুয়েল কোর ২.৬ গিগাহার্টস গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,
টেস্টড্রাইভআনলিমিটেড আমার সবচেয়ে প্রিয় রেসিং গেমস গুলোর মধ্যে অন্যতম। টেস্ট ড্রাইভ আনলিমিটেড টেস্ট ড্রাইভ গেমস সিরিজের ৯তম গেম। গেমটিতে ১২৫ টির বেশি গাড়ি এবং মোটরসাইকেল রয়েছে। এবং সাথে রয়েছে ১০০০ মাইলস দৈর্ঘ্যের সড়ক। গেমটি ২০০৬ সালের। যারা যারা গেমটি খেলেছো তারা অবশ্যই মানবে একই বছরে মুক্তি পাওয়া নিড ফর স্পিড কার্বন গেমটি এই টেস্ট ড্রাইভ আনলিমিটেড গেমটির কাছে কিছুই না। আমি নিড ফর স্পিড কার্বনকে হেয় করছি না। তবে কার্বন এর চেয়ে গ্রাফিক্স, গেম-প্লে এবং মজার গেম হল টেস্ট ড্রাইভ আনলিমিটেড। এতে শুধু গাড়িই নয় এর পাশাপাশি তুমি হোল্ডার ও পাবে। তবে নিড ফর স্পিড কার্বন বা নিড ফর স্পিড সিরিজ এর গাড়ি হ্যান্ডিং চমৎকার । তবে টেস্ট ড্রাইভ আনলিমিটেড গেমটি কনট্রোল একটু কঠিন। ধৈর্য্য লাগবে গেমটি খেলতে।
গেমটিতে তুমি ফ্রি-রম মোডে অন রোড এবং অফ রোডে খেলতে পারবে। গেমটিতে জিটিএ সিরিজের মতই তোমার ক্যারেক্টারকে কাপড়, সানগ্লাস, জুতো ইত্যাদির সাহায্যে সাজাতে পারো। কিনতে পারো বাড়ি, গেম সেভ করার জন্য। তুমি গেমটির শুরুতে কয়েকটি ক্যারেক্টার এর মাঝে তোমার পছন্দের ক্যারেক্টারটি পছন্দ করে নির্বাচন করে গেমটি শুরু করতে পারো।
গেমটিতে পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে হাওয়াইয়া দ্বীপ কে। পাহাড় ঘেরা বিরাট এই দ্বীপেই তোমাকে খেলতে হবে বিভিন্ন ধরণের রেস। এদের মধ্যে রয়েছে সাধারণ রেসিং, টাইম রেসিং এছাড়াও সাইড মিশন হিসেবে তুমি খেলতে পারো টপ মডেল চ্যালেঞ্জ, যেখানে তুমি সুন্দরী মেয়েদেরকে বিভিন্ন জায়গায় লিফট দিতে পারো। এবং সংগ্রহ করতে পারো কুপন। এই কুপন দ্বারাই তোমার তোমার ক্যারেক্টার এর জন্য কাপড়ের সপ থেকে কাপড় চোপড় কিনতে পারবে।
OVERALL SCORE: 90% | |
Aggregate scores | |
Aggregator | Score |
82/100 | |
82/100 | |
Review scores | |
Publication | Score |
8.25/10 | |
7.8/10 | |
3.5/5 | |
8/10 | |
8.5/10 |
টেস্ট ড্রাইভ আনলিমিটেড বিভিন্ন জায়গা হতে পজিটিভ রিভিউ পেতে থাকে। এর পিছনে রয়েছে এর গেম-প্লে এবং গ্রাফিক্স। যদিও এর কনট্রোল আরেকটু উন্নত করা যেত।
ডাউনলোড:
100MB Per Part:
http://www.mediafire.com/?zlmzztjjmxy
http://www.mediafire.com/?rzy52dztut2
http://www.mediafire.com/?w1mng4wlxew
http://www.mediafire.com/?zazitzayrmm
http://www.mediafire.com/?z2rilnzumiz
http://www.mediafire.com/?dja2wymyv5n
http://www.mediafire.com/?t2d2nxdjjnm
http://www.mediafire.com/?wzyzo1udfiz
http://www.mediafire.com/?bamxcmdmmzu
http://www.mediafire.com/?wtkihztgn30
http://www.mediafire.com/?mx15hyxtzon
http://www.mediafire.com/?my0lenzuezy
http://www.mediafire.com/?im20dwwmyd1
http://www.mediafire.com/?din1zt4tamd
http://www.mediafire.com/?mxbzwyrjywu
http://www.mediafire.com/?jzlgwyghyzy
http://www.mediafire.com/?knzhnnnntzy
http://www.mediafire.com/?nvefuy3dj2j
http://www.mediafire.com/?djwz4ybnnmg
http://www.mediafire.com/?muizgegeygi
Torrent:
http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/12/Test-Drive-Unlimited.zip
সবার জন্য গেমস জোনে গেমটি রেখেছি কারণ টেস্ট ড্রাইভ আনলিমিটেড গেমটি পেন্টিয়াম ৪ এও ভালই চলে। যদিও পেন্টিয়াম ৪ এখন যাদুঘরে!! এহেম এহেম!
আশা করি গেমস জোনের এই নতুন বিভাগ টি তোমাদের ভাল লেগেছে। সামনে মূল গেমস জোনের ফাঁকে ফাঁকে সবার জন্য গেমস জোন টিউন করবো। আর চেষ্টা করবো সবাই ডাউনলোড করতে পারো এমন সাইজের লিংক দিতে।
ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
kontrol purai faltu.