গেমস জোনের আজকের পর্বে থাকছে একটি হরর এডভেঞ্চার গেম। আজকের গেম লুসিয়াস
লুসিয়াস একটি সাইকোলজিকাল হরর এডভেঞ্চার সেলথ গেম নির্মাণ করেছে শিভার গেমস এবং প্রকাশ করেছে লেইস মামবা গ্লোবাল। গেমটি শুধু মাত্র উইন্ডোজ এর জন্য নির্মাণ করা হয়েছে। গেমটির কাহিনী ৬ বছরের একটি বালককে ঘিরে। সে সাটান এর পুত্র। আপনাকে গেমটিকে বালকটিকে অর্থ্যাৎ লুসিয়াস হয়ে খেলতে হবে। বালকটি তার বিশাল ঘরের সব মেমবারদের মেরে ফেলে। বালক টির কাছে টেলিকাইননেস পাওয়ার এবং মাইন্ড কনট্রোল পাওয়ার রয়েছে। গেমটি খেলতে আমার দ্যা গডফাদারগেমটির কথা মনে পড়ে!
লুসিয়াস
নির্মাতা:
শিভার গেমস
পাবলিশার:
লেইস মামবা গ্লোবাল
ইঞ্জিন:
ইসেনথেল
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজে।
মুক্তি পেয়েছে:
অক্টোবর ২৬, ২০১২
ধরণ:
সাইকোলোজিক্যাল হরর এডভেঞ্চার সেলথ
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=kbu7cQ2PVD
wwww.youtube.com/watch?v=XbGebSxsEvs
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,
পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্টস গতির প্রসেসর,
১.৫ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,
৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০।
ভালভাবে খেলতে হলে:
উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম,
কোর ২ ডুয়ো ২.৮ গিগাহার্টস গতির প্রসেসর,
৩ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড,
৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৪.০।
সর্তকতা:
😈 গেমটি কিছু এডাল্ট সিন রয়েছে। 😈
লুসিয়াস একটি সাইকোলজিক্যাল হরর এডভেঞ্চার সেলথ গেম যেখানে আপনাকে ছয় বছরের বালক লুসিয়াসের ভূমিকায় খেলতে হবে। লুসিয়াসের সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে জন্মগত ভাবে। জুন ৬, ১৯৬৬ সালে লুসিয়াসের জন্ম হয়। তার বাবা ইউএস এর গর্ভনর। প্রচুর টাকা পয়সা ওয়ালা। ভাল ভাবেই তার শিশুকাল চলে যাচ্ছিল। কিন’ লুসিয়াসের ছয় বছর হবার আগের রাত্রে লুকিয়াসের স্বপ্নে সে ডেভিল (শয়তান) সে দেখতে পায়। ডেভিল লুসিয়াস কে বলে সে তার আসল পিতা। এবং তার প্রমাণ হিসেবে লুসিয়াসের মা এবং ডেভিল এর কিছু ছবি দেখায়। ডেভিল লুকিয়াসকে সুপারনেচারাল পাওয়ার দেয় এবং বলে পৃথিবীকে রাজ করতে। লুকিয়াসের ঘুম ভেঙ্গে যায় এবং সে প্রথমে তার বাসার সবাইকে একে একে খুন করতে থাকে।
ক্যারেক্টারস:
১। লুসিয়াস গেমটিতে আপনাকে এই ছয় বছরের বালকের ভূমিকায় খেলতে হবে। যে প্ল্যান করে সে পৃথিবীকে তার বশে আনবে তার পিতার জন্য।
২। লুসিফার: সে হল ডেভিল। সে লুকিয়াস এর সাইকোলিক্যাল পিতা। লুকিয়াস কে সে-ই সুপারনেচারাল পাওয়ার প্রদান করে।
৩। ম্যাকগুফিন: তিনি একজন ডিটেকটিভ অফিসার। তিনি লুকিয়ারসের দ্বারা খুনকৃত মামলার তদনে- আছেন।
৪। মেরি: লুকিয়াসের বাসার সবচেয়ে পুরাতন এবং বৃদ্ধ মহিলা তিনি। তিনি লুকিয়াসের বাসার প্রায় ৫৫ বছর ধরে কাজ করে আসছেন। লুকিয়াস মেরিকে খুন করার জন্য খুঁজে পায় ফ্রিজার স্টোরেজ এর ভিতর। যেখানে মেরি ঠান্ডায় জমে মরে যাবে অথবা লুকিয়াসের হাতে খুন হবে।
৫। ইভর: লুকিয়াসের বাসার সবচেয়ে শক্তিশালী গার্ড। সে অতিরিক্ত মদ্যপ থাকত সবসময়। লুকিয়াসে তাকে খুন করে যখন সে একটি ভাঙ্গা পিয়ানো ঠিক করছিলো।
৬। চার্লিস: তিনি লুকিয়াসের সামাজিক পিতা। ইউএস এর গভার্নর। প্রচুর ব্যস- সময় কাটান তিনি। তাই লুকিয়াসকে তিনি তেমনটি সময় দিতে পারেন না। গেমের তিনিই হলেন লুকিয়াসে শেষ ভিকটিম।
৭। জিনি: চার্লিস এর ঘনিস্ট বন্ধু। জিনি অতিরিক্ত ধুমপান করতেন। লুকিয়াস তাকে খুন করে যখন তিনি একটি গ্যাস স্টোভ এর ধারে সিগারেটে আগুন ধরাচ্ছিলেন।
৮। জেড: বাসার বাবুর্চি তিনি। তাকে খুন করা হয় মাথা দুভাগ করে।
৯। এগনেস: বাসার কমর্ীদের নেত্রী তিনি। লুকিয়াস তার খাবারে বিষ মিশিয়ে খুন করে।
১০। জোভিটা: ইনি একজন তরুণ কর্মী। লুকিয়াসের মামা টমের সাথে তার সম্পর্ক ছিল। যখন টম তাকে ধোঁকা দিতে থাকল তখন তার মন দুর্বল হয়ে যায় এবং লুকিয়াস তার টেলিপ্যাথি পাওয়ারের মাধ্যমে তাকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। তিনি ব্যালকনি থেকে লাফিয়ে মারা যান।
১১। টম: চার্লিস এর ভাই। লুকিয়াসের মামা। বড্ড অলস এবং নারীপ্রিয় মানুষ। লুকিয়াস তাকে বিষ দিয়ে মেরে ফেলে।
১২। এন্টনিও: তিনি একজন স্পেনিস। তার কাজ হলো বাগান দেখাশুনা করা। তাকে খুন করা হয় পুরো শরীরকে দুভাগ করে।
১৩। ফাবিয়াস: লুকিয়াসের দাদা তিনি। তিনি তার পরিবারকে মাফিয়ার মাধ্যমে ধনী করে তুলেছেন। লুকিয়াস তাকে গলা কেটে খুন করে।
১৪। সুসান: মধ্যবয়সী কর্মী। জোভিটার মতই টমের সাথে তার সম্পর্ক ছিলো। লুকিয়াসে তাকে গোসলের সময় কারেন্ট শক দিয়ে মেরে ফেলে।
১৫। মিশেল: তিনি বাড়ির মূল ড্রাইভার। এছাড়াও শহরে একটি জাজ ব্যান্ড চালান। লুকিয়াস তাকে গাড়ি একসিডেন্ট এ বাধ্য করে এবং মেরে ফেলে।
১৬। ন্যান্সি: তিনি হলেন লুকিয়াসে মা। মা হয়েও তিনি লুকিয়াস কে দেখতে পারতেন না। লুকিয়াস তার পিতার মাইন্ড কনট্রোল করে তাকে পুলিশ অফিসারের সামনে গুলি করে মেরে ফেলে। যাতে পুলিশ সমস- মার্ডার এর হোতা হিসেবে তার পিতাকে গ্রেফতার করে।
১৭। উইল: বাড়ির মেকানিক সে। তাকে আগুনে পুড়িয়ে ফেরে ফেলে লুকিয়াস।
১৮। জেইমস: লুকিয়াসের প্রাইভেট টিচার সে। লুকিয়াস তার পাওয়ারের সাহায্যে জেইমস কে তার মাথায় গুলি করে আত্মহত্যা করায়।
১৯। আলিস্টাইয়ার: বাসার অন্যতম বাবুর্চি সে। তার মাথার ছুরি দিয়ে হত্যা করা হয়।
২০। উয়েইন: তিনি একজন সংবাদ কর্মী। একে মারার জন্য লুকিয়াস সে কয়েকবার চেষ্টা করতে হয়েছে।
২১। টেরেন্স: তিনি একজন পুলিশ অফিসার। তার উপর ফ্যান ধসিয়ে মেরে ফেলা হয়।
গেমটির শেষে একমাত্র ডিটেক্টটিভ ম্যাকগুফিন বেঁচে থাকেন। টোটাল ২০ জন লোক খুন হয় গেমটিতে।
ডাউনলোড:
Torrent:
http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/11/Lucius-1.98GB.zip
http://extabit.......com/file/279lkbbptho7e/Lucius.Multi-2.Rip.TPTB.part1.rar
http://extabit.............com/file/279lkbbpthrbe/Lucius.Multi-2.Rip.TPTB.part2.rar
http://extabit................com/file/279lkbbpthrdm/Lucius.Multi-2.Rip.TPTB.part3.rar
http://rapidgator................net/file/51344060/Lucius.Multi-2.Rip.TPTB.part1.rar.html
http://rapidgator...............net/file/51344064/Lucius.Multi-2.Rip.TPTB.part2.rar.html
http://rapidgator..........net/file/51344057/Lucius.Multi-2.Rip.TPTB.part3.rar.html
http://lumfile.com/bhpwd977n2hg/Lucius.Multi-2.Rip.TPTB.part1.rar.html
http://lumfile.com/n034ofx5qejn/Lucius.Multi-2.Rip.TPTB.part2.rar.html
http://lumfile.com/f3oavnm01ly7/Lucius.Multi-2.Rip.TPTB.part3.rar.html
SINGLE LINK – UPLOADED
https://safelinking.net/d/842967cd09
——————————-
RAPIDSHARE
http://ncrypt.in/folder-2pEHKM6O
——————————-
NETLOAD
http://ncrypt.in/folder-eoBm72Ib
——————————-
UPLOADED
http://ncrypt.in/folder-DD21E0lm
——————————-
PUTLOCKER
http://ncrypt.in/folder-306Ob55l
——————————-
BILLIONUPLOADS
uploading
——————————-
RAR PASS
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাই গেলার সুযোগ টা তো দিবেন নাকি!!!!!!!!!!!!!