Assassin’s Creed গেমে একে চিনতে পারছেন ?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমরা অনেকেই Assassin's Creed গেমটি খেলেছি।  যারা খেলছে তারা সহজেই একে চিনতে পারবেন।এর নাম ফ্রান্সিসকো রান্দেজ (Francisco Randez) (ফ্রান্সিসকো শব্দটির ফ্রেন্স ভাষায় উচ্চারণ ফ্রাসোয়াঁ )  যিনি হচ্ছেন স্প্যানিশ ব্যাকগ্রাউন্ডের ফ্রেঞ্চ-কানাডিয়ান মডেল। তার জন্মস্থান মন্ত্রিল(Montréal) শহরে ক্যুবেক (Québec) প্রদেশে যেখানে মানুষ ফ্রান্স ভাষায় কথা বলে। তার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০ বছর বয়স থেকে। মডেল হওয়ার আগে কিশোর বেলায় তিনি তার নানীর বাসার পাশে মদের দোকানের একজন ভাল পরিবেশক হিসেবে পরিচিত ছিল। মডেল হওয়ার পরে , তিনি ব্যান্ডের ম্যুজিক(Moudjik) দলের গায়কও(Lead Singer) ছিলেন। অবশ্যই দৌড় প্রতিযোগিতা, বক্সিং , মার্শাল আর্ট ইত্যাদি  খেলায় তার বেশ  দক্ষতা ছিলেন। যাই হোক, ইউবিসফটের (Ubisoft) মডেলিং এজেন্সি ফলিয়ো (Folio) তাকে যোগ্য অনুযায়ী নির্বাচন করেন। Ubisoft গেম কোম্পানি নির্মাতা তার চেহারা দিয়ে তিনটি ত্রি-মিত্রিক(3D) ছবি তৈরি করেন

১। আলতাইর ইবনে-লা 'আহাদ (Altaïr Ibn-La'Ahad)

২। এজিয়ো অডিটোরে  দা ফিরেঞ্জে (Ezio Auditore da Firenze)

৩।ডেসমন্দ মাইলস (Desmond Miles)

Level 0

আমি GamerBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গেম খেলি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

R.I.P Desmond Miles -_-

ভালো টিউন। আমাদের মত পাগলা গেমারদের জন্য।

    Level 0

    @স্বরূপ: আমিও আপনাদের মত পাগলা গেমার। ধন্যবাদ !

ভাল লাগল

Desmond and Altair এর মৃত্যুতে আমি অনেক কষ্ট পাইসি :p no serious 😐