গেমস জোন [পর্ব-৫০] :: মিডনাইট ক্লাব : লস অ্যাঞ্জেলস (রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

কেমন আছেন আপনারা? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি পর্ব। আজকের পর্বে থাকছে দারুণ একটি রেসিং গেমস নিয়ে রিভিউ।

আজকের গেমস মিডনাইট ক্লাব: লস অ্যাঞ্জেলস

মিডনাইট ক্লাব: লস অ্যাঞ্জেলস একটি রেসিং গেমস যেটি রকস্টার গেমস দ্বারা প্রযোজিত। গেমটি মিডনাইট ক্লাব গেমস সিরিজের ৪র্থ গেমস। গেমটি ১১ই জানুয়ারী ২০০৮ সালে প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য রিলিজ পায়। গেমটিতে রয়েছে ৪৩টি গাড়ি এবং ৪টি মোটরসাইকেল।

Midnight Club: Los Angeles (LA)

Developer(s):

Rockstar San Diego,

Rockstar London.

Publisher:

Rockstar Games

Distributor:

Take-Two Interactive

Series:

Midnight Club

Engine:

RAGE

Platform:

PlayStation 3,

Xbox 360,

PSP.

Release Date:

October 20, 2008

Genre:

Racing

Mode:

Single-Player,

Online Multiplayer.

Rating:

BBFC: 12

ESRB: T

OFLC: PG

PEGI: 12+

Trailer Video(s):

http://www.youtube.com/watch?v=_Z-syA_0gqo

http://www.youtube.com/watch?v=KzvP7qwG8SI

http://www.youtube.com/watch?v=G6x6OgYRoKo

http://www.youtube.com/watch?v=ps66lCDBNY4

http://www.youtube.com/watch?v=_Ib8bTO9aU8

গেমটির পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে সিটি অফ লস এঞ্জেল্যাস কে। গেমটি তে যোগ করা হয়েছে সর্বোচ্চ ফ্রি-রম গেমিং সিস্টেম। সাথে থাকছে ২৪ ঘন্টার চলমান আবহাওয়া এবং রিয়েল লাইভ ট্রাফ্রিক। প্রতিটি রেসের পর প্লেয়ারের গাড়ি রিপেয়ার করতে হলে আপনি দুটি অপশন পাবেন। কুয়িক ফিক্স সিস্টেম দিয়ে আপনি পুরাতন পার্টস দিয়ে আপনার গাড়িটি সারিয়ে নিতে পারবেন তবে সবোর্চ্চ লুক আপ পেতে হলে অবশ্যই আপনাকে গ্যারেজে ফিরে যেতে হবে। গেমটিতে রিয়াল লাইভ ট্রাফ্রিক সিস্টেম থাকায় সকাল বেলা এবং বিকাল বেলায় ট্রাফ্রিক এর চাপ খুবই বেশি থাকবে। সে তুলনা রাত্রের বেলায় কম ট্রাফ্রিক থাকবে।  সিরিজের আগের গেমস এর মতই এখানেও মোটরসাইকেল থাকবে যাদের মধ্যে রয়েছে দোকাটি ৯৯৯আর এবং কাওয়াসাটি নিনজা জেটএক্স-১৪।

গেমটিতে নতুন ভাবে যুক্ত করা হয়েছে:

Convertible Cars,

Customizable Interiors,

In-game photo mode,

customizable exotics,

Ten different types of races ETC.

এদের মধ্যে রয়েছে সিরিজ রেস, টুর্নামেন্টস, পিংক স্লিপ রেস এবং ফ্রিওয়ে রেস। ডিফিকাল্টি সেটিংস এ পাবেন ৪টি অপশন। ইজি, মিডিয়াম, হার্ড এবং হার্ডার। এছাড়াও গেমটিতে সিরিজের আগের গেমস গুলো ইএপি সিস্টেম ও থাকছে। থাকছে পুলিশ ও। তবে পুলিশ শুধু মাত্র গুটিকয়েক রেস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল সিরিজের আগের গেমসগুলোতে। তবে এই গেমটিতে পুলিশ সব জায়গায়ই পাবেন। ট্রাফ্রিক এর লাল বাতির সময় গাড়ি চালানো, সংঘর্ষ ট্রাফ্রিক এর সাথে, অফরোড এ গাড়ি চালানো এবং পুলিশ এর গাড়ির সাথে ধাক্কা ইত্যাদির জন্য পুলিশ মামা আপনার পিছু লাগতে পারে। এখন আপনার হাতে দুটি অপশন। হয় ভদ্র ভাগ্নের মতো “পুল ওভার” করুন অথবা পুলিশ এর সাথে পারসুট এ নামুন। তবে ওয়ানটেড লেভেল যতই বাড়বে ধরা খাওয়ার চান্স ততই বেশি হবে এবং ধরা পড়লে জরিমানার পরিমাণটাও অধিক হবে। আবার আপনি যদি আপনার গাড়িটিতে পারসুট এর মধ্যেই ধ্বংস করে ফেলেন তাহলে সরাসরি অ্যারেস্ট হবেন। আমার মতে গেমটির মধ্যে সবচেয়ে মজার (!) পার্ট হলো বৃষ্টির মধ্যে পুলিশ এর সাথে পারসুট ওহহ!

গেমটিতে ৬০টি গোপন কালেক্টটিভ আছে। প্রতি ১০টি কালেক্টটিভ সংগ্রহ করতে পারলে আপনি একটি চিটকোড পাবেন। তবে চিটকোড ব্যবহার করলে আপনি টাকা, পয়েন্ট ইত্যাদি আর অর্জন করতে পারবেন না। সাবধান!

গেমটিতে লস অ্যাঞ্জেলস সিটির নিচের শহরগুলি ব্যবহার করা হয়েছে:

গেমটিতে লস অ্যাঞ্জেলস সিটির নিচের শহরগুলি ব্যবহার করা হয়েছে:

যদিও গেমটির পিসি ভার্সন নেই তবুও কনসোল দিয়ে গেমটি খেলে দেখবেন। এটি নিড ফর স্পিড এর চেয়ে কম মজার নয়।

আজকের গেমস জোন এখানেই শেষ করছি।

http://www.facebook.com/games.zone.bd

গেমটিতে লস অ্যাঞ্জেলস সিটির নিচের শহরগুলি ব্যবহার করা হয়েছে:

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল, বিশেষ করে এইজন্যে বলছি, আপনি গেমটির সুন্দর বর্ণনা দিয়েছেন এবং বাংলায় দিয়েছেন। আজাইরা টিউনারের মত ইংলিশ কপি পেস্ট বা গুগলের বাংলিশ মারেন নাই। আজকেই ডাউলোড করব, খেলতে ইচ্ছা করছে.. .

Level 0

ভাইয়া ডাউনলড করব কি ভাবে বুজলাম না । যদি সময় হয় ত একটু বলে দিবেন কি?

    করতে পারেন, তবে পিএস২ এমুলেটর দিয়ে খেলতে হবে।