ফ্রোগ বিশ্ব “গ্রাইরা” তে এলিয়েনদের বিপক্ষে তুমুল যুদ্ধ আমার। সাথে আছে ওয়ারলর্ড-ক্লাস টাইটানস। হঠাৎ পেছন থেকে বিশাল সাইজের দৈত্যের আক্রমণে আমি শেষ! গেম ওভার!!!! হা হা হা হা!
কেমন আছেন? সরাসরি গেমস থেকে টিউন লিখতে বসলাম। তাই উপরে আমার স্ট্যাটাস টাও দিলাম। হেহেহে। আজকের গেমস জোনের থাকছে একটি থার্ড পারসন একশন গেম।
আজকের গেমস ওয়ারহ্যামার ৪০০০০: স্পেস মারিন।
ওয়ারহ্যামার ৪০০০০: স্পেস মারিন একটি থার্ড পারসন একশন ভিডিও গেমস। যেটি ডেভেলপ করেছে রিলিক এন্টারটেইমেন্ট এবং পাবলিশ করেছে টি.এইচ.কিউ। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য ২০১১ সালের সেপ্টেম্বরে রিলিজ পায়। গেমটি০গেমস ওয়ার্কশপের ওয়ারহ্যামার ৪০০০০ সিরিজের অন্যতম একটি গেমস।
Warhammer 40,000: Space Marine
Developer:
Relic Entertainment.
Publisher:
THQ
Series:
Warhammer 40,000
Engine:
Pheoniz Engine
Platform(s):
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360,
Cloud (OnLive)
Release Date:
September, 2011
Genre(s):
Third-person Action.
Mode:
Single and Multiplayer.
Rating(s):
BBFC: 15
ESRB: M
PEGI: 18
Trailer Video(s):
http://www.youtube.com/watch?v=_VUMAAVZ19A
http://www.youtube.com/watch?v=fAdMReUaBRA
http://www.youtube.com/watch?v=5zhGQqJu7BQ
http://www.youtube.com/watch?v=m7MpcYhUQ-k
System Requirements:
Mode | Processor | OS | Ram | V-Ram | HDD |
Minimum | 2.0 GHz Dual Core | WinXP SP3 | 1GB | 256MB | 20GB,Lite Version – 10GB |
Normal | 2.6 GHz Quad Core | Win7 | 2GB | 512MB | |
High | Core i5 2.4GHz | Win7 | 4GB | 1GB |
স্পেস মারিন গেমটি খেলা যাবে থার্ড পারসন ভিউ তে । প্লেয়ার ক্যারেক্টার, টিটাস, রিজেনেটিভ এবিলিটি বহন করে। যখন হেল্থ প্রায় শেষের দিকে চলে যায় তখন আপনি মিলি এ্যটাক পারফর্ম করে হেলথ কে রিচার্জ করতে পারেন (হাল্ক গেমের মত)। গেমটির মিশনগুলো পার করতে আপনাকে মানে টিটাস এর সাথে থাকবে ২ জন সিডনোস এবং লিনড্রোস। গেমটির মাঝে কিছু কিছু ছোট সাবমিশন রয়েছে যেটি টিটাস কে একা একাই পার করতে হবে। গেমটি একটি ফৌরি সিস্টেম সার্পোট করে, যেটি পূর্ণ হলে, মিলি এবং ডেভাস্ট্যাটিক এ্যটাক করার সময় গেমটি স্লো-মোশন হয়ে যাবে। যা দেখতে খুউউব সুন্দর।
গেমটির শুরুতে আপনি মানে টিটাস শুধুমাত্র একটি মিলিটারি ছুরি এবং পিস-ল পাবে। গেমটি খেলার মাধ্যমে আপনাকে বাকি অস্ত্র গুলো হাসিল করতে হবে। গেমটি মধ্যে একটি গোপন এবং পাওয়ার ফুল অস্ত্র রয়েছে যেটি আপনাকে খুঁজে বের করতে হবে। এটির নাম ভেনগেনস লানচার। যেটি বিশাল সাইজের স্টিকি গ্রেনেড ছুঁড়তে সক্ষম। গেমটিতে আপনাকে এলিয়েন গোষ্ঠী অর্ক এবং চায়োস ফোর্স এর বিপক্ষে লড়তে হবে। অর্ক একটি এলিয়েন গোষ্ঠী যাদের কাছে আছে শির নাম্বারস এবং ব্রাশটিস যোদ্ধা। চায়োস ফোর্স একটু মারাত্মক জাতীয় মেনটাল হরর ভিক্তিক গোষ্ঠী। গেমটি খেলার সময় আপনি আসল স্পেস এ আছেন বলে মনে হবে।
গেমটির পটভূমিতে রয়েছে ফ্রোগ ওয়ার্ল্ড গ্রাইরা কে। যেটি একটি মিলিটারী ওয়ার্ল্ড। যাকে এলিয়েন অর্ক রা দখল করে রেখেছে। গ্রাইরাতে সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী ফোর্স হল ওয়ারলর্ড-ক্লাস টাইটান। যারা রোবোটিক যন্ত্র। সাইজে বিমান এর মত। এরাই হল অর্কদের মূল শক্তি। গ্রাইরা ওয়াল্ডের থেকে স্পেস মারিন সুপার সোল্ডার অফ আল্ট্রামারিদের প্রতি একটি বার্তা পাঠানো হয় গ্রাইরাকে রক্ষা করার জন্য। সেখান থেকেই গেমটির মিশন শুরু।
গেমটিতে আপনার মানে ক্যাপটেইন টিটাস এর সঙ্গ দেবে ৩জন আল্ট্রামারিন’স, সার্জেন্ট সিডনোস গ্রেনেড এক্সপার্ট লিনড্রোগ।
গেমটি আপনি পেন্টিয়াম ৪ এও চালাতে পারবেন। যদি শেডার মডেল ৩ সাপোর্ট করে। তবে গেমটি ভালভাবে চালাতে হলে কোয়াড কোর প্রসেসর সাথে ২জিবি রাম এবং ৫১২ এমবি গ্রাফিক্স থাকলেই যথেষ্ট।
গেমটি ডাউনলোড করুন এখান থেকে। (অরিজিনাল ভার্সন ৬জিবি এবং লাইট ভার্সন ২.৫জিবি)
<<<DOWNLOAD LINKS CLICK HERE>>>>
আজকের গেমস জোন এখানে শেষ করছি। আশা করি ভাল লেগেছে। 😀
http://www.facebook.com/games.zone.bd
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Problem in the link 🙁