ভাই বোনেরা,আমি নতুন এবং এটা হল আমার প্রথম টেকটিউনসের গেমিং পোস্ট। এর আগে এটি সামুতে পোস্ট করছিলাম। আমি লেখাগুলো কিছু আপডেট করলাম।
২০১৩ সালের মার্চ মাসে রিলিজ হওয়া নতুন গেম Tomb Raider(2013) পুনরায় নতুন করে করা হয়েছে এবং আগের গেম থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে আগের মত পোশাক এবং চেহারা আর দেখা যাবে না। এ গেমের মেজর স্টোরিলাইন গুলো সামান্য পরিবর্তনও করা হইছে।এ গেমে Violence যুক্ত করা হয়েছে, এজন্য এ গেম ১৭ বয়সী ঊর্ধ্বের জন্য রাখা হইছে।এটির ডেভেলপার Crystal Dynamics কিন্তু অরিজিনালি এ গেম ডেভেলপ করে Eidos Montreal এবং এটির পাবলিসার Eidos Interactive (Square Enix)।
সংক্ষেপে ঘটনাঃ গেমের শুরুতে প্রথমে Lara Croft একজন অনভিজ্ঞ Raider হিসেবে দেখা যায় এবং সে রোমাঞ্চের মধ্য দিয়ে বড় হতে শিখেছে। তার পরিস্থিতি অনৈচ্ছিকতায় নিহিত বলে সে আগের গেমের মত যে অনুপ্রেরণা এখন আর নাই।যাই হোক, লারা ক্রফট তার শৈশবে বেশি সময় কাটিয়েছে বিশ্বের বিভিন্ন আর্কিয়লজিক্যাল(প্রত্নতাত্ত্বিক) সাইট ভ্রমণে।সে কলেজে পড়াশুনা শেষ করে যোগ দেয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (University of Cambridge) এবং সেখান থেকে লেখাপড়া শেষ করার পর তার বয়স হয় ২১ বছর। সুপরিকল্পিত ও বিভিন্ন ব্যয়বহুল সরঞ্জামসম্পন্ন জাহাজ এন্ডিউরেঞ্চ(Endurance) এর ক্যাপ্টেন কনরাদ রোথ(Conrad Roth) যিনি আগে নৌ-সৈনিক ছিলেন। ক্যাপ্টেন কনরাদ রোথের রহস্যময় ধনদৌলত উদ্ধারে ইচ্ছুকতায় লারা ক্রফট তার সাথে যোগ দেয়। তারা যখন জাপানে উপকূলে হারানো ধনদৌলত উদ্ধার করার জন্য সন্ধানে গিয়েছিল তখন হঠাৎ করে প্রচণ্ড সামুদ্রি ঝড় হয় এবং জাহাজ ধ্বংস হয়। লারা ক্রফট ইয়ামাতাই(Yamatai)নামক দ্বীপে একা নিরুপায় ও অসহায় অবস্থায় পড়ে থাকে এবং শুরু হয় বাঁচার আপ্রাণ চেষ্টা আর ঘটে বিভিন্ন রহস্যময় ঘটনা। এভাবেই এগিয়ে যাবে গেমটি।
"বিশ্বখ্যাত কল্পকাহিনী লেখক টেরি প্রাটচেটের কন্যা রিয়ান্না জানান, গেমটির নতুন সংস্করণে দুর্ধর্ষ অভিযাত্রী হিসেবে লারার গড়ে ওঠাকেই প্রাধান্য দেয়া হয়েছে। আগের গেম ও মুভিতে দেখানো টেফলন পরিহিত লারার চেয়ে এ লারা একটু ভিন্ন। রিয়ান্না আরও বলেন, ‘এ গল্পে আমরা ফিরে গেছি লারার অতীতে; আমাদের কাছে মনে হয়েছিল তার উত্থানটা দেখানো প্রয়োজন। লারা খুবই শক্তিশালী একজন নারী। যেমন তার আত্মবিশ্বাস; তেমনি তার সাহস। উদ্ভাবনী বুদ্ধিরও অভাব নেই তার। কিন্তু আমরা চেয়েছিলাম এমন একটা পর্যায়ে ফেরত যেতে, যেসময় লারা এ গুণগুলো তেমন বিকশিত হয়নি।’"
System Requirements:
INTEL CPU: Core 2 Duo E8400 3.0GHz (Higher)
AMD CPU: Athlon 64 X2 Dual Core 6000 (Higher)
Nvidia GPU: GeForce 8600 GT or GeForce GTX 480 (Higher)
AMD GPU: Radeon HD 6770 (Higher)
RAM: 1GB or 3GB
OS: Windows XP Service Pack 3, Windows Vista,7,8 (32bit/64bit)
HDD SPACE: 12 GB
আমি GamerBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গেম খেলি।
লারা :*