আবারও সবাইকে স্বাগতম আমার আজকের টিউনে। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভাল আছেন। আমার আজকের টিউনটির শিরোনাম একটু ভিন্ন রকম করেছি। টিউনটির শিরোনাম ভিন্ন হলেও কথা কিন্তু ১০০% সত্য। এখন আপনি সকল মোবাইল গেম এবং সফটওয়্যার চালাতে পারবেন আপনার পিসিতে। আমরা অনেকে কেবল মোবাইল গেম এবং সফটওয়্যার চালানোর জন্য জাভা সাপোর্ট মোবাইল কিনে বসি। কিন্তু সামান্য এ আনন্দ লাভের জন্য আমাদের বেশ মোটা অংকের টাকা গুনতে হয়। তবে আজ আমি আপনাদের এ সকল সমস্যার সমাধান দিব। KEmulator এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে সকল প্রকার .jar গেম এবং সফটওয়্যার চালাতে পারবেন আপনার পিসিতেই, এমন কি Opera mini 4 ও। প্রথমে সফটওয়্যারটি Open করুন। নিচের ছবির মত একটি উইন্ডো আসবে।
__________________________________
এখন Midlet এ ক্লিক করে Load jar থেকে আপনার পছন্দের গেম বা সফটওয়্যারটি দেখিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন এবং দেখুন ম্যাজিক।
সফটওয়্যারটি মাত্র ১২ মেগাবাইট এবং মজার ব্যাপার হল সফটওয়্যারটি পোর্টেবল।
আশা করি আমার এই ছোট্ট টিউনটি আপনাদের উপকারে আসবে। আপনাদের মতামতের আশায় রইলাম।
সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভ কামনায়
“আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ভাই আপনাকে ধন্যবাদ ।