গেমস জোনের আজকের পর্বে থাকছে আমার অতি প্রিয় একটি গেম The House of the Dead 4.
The House of the Dead, The House of the Dead II, The Hose of the Dead III গেমগুলো অনেকেই খেলে থাকবেন। আজকের গেমটি হচ্ছে সিরিজের ৪র্থ গেম।
The House of the Dead 4
Developer:
Wow Entertainment
Publisher:
Sega
Platform(s):
Arcade,
PlayStation 3.
Release Date(s):
For Arcade: October 30, 2005.
For PlayStation 3: April 19, 2012
Genre:
Rail Shooter
Mode(s):
Single Player,
Multiplayer.
হাউস অফ দ্যা ডেড সিরিজের গেম গুলো অবশ্যই আপনারা এক সময় খেলতেন। আমি ও খেলতাম। সিরিজের ৩ নং গেমটি খেলার পর আর খেলা হয় নি। আজ বিকালে গেম ডিভিডি কিনতে গিয়ে হাউস অফ দ্যা ডেড কালেকশন টি পেয়ে গেলাম! এখানে সিরিজের সব গুলো গেম ই আছে। 😀
যা হোক, যারা হাউস অফ দ্যা ডেড খেলেননি তাদের জন্য বলছি,
হাউস অফ দ্যা ডেড ৪ একটি light gun arcade game এবং এর বিষয়বস্তু ভৌতিক। এটি সিরিজের ৪র্থ গেম। যেটি ২০০৫ সালে সেগা গেম কনসোল এর জন্য বের হয় এবং এ বছরের ১৯ এপ্রিল (২০১২) প্লে স্টেশন৩ এর জন্য নতুন করে গ্রাফিক্স দিয়ে রিলিজ করা হয়।
তবে মজার ব্যাপার হলো গেমটির পটভূমি The House of the Dead 2 and The House of the Dead III এর মধ্যকার ঘটনা নিয়ে নতুন করে সাজানো। গেমটিতে প্লেয়ার হিসেবে থাকছে সিরিজের ২য় গেম থেকে জেমস ট্রেইলর এবং এই গেম এর নতুন চরিত্র কেট গ্রিন।
মূলত সেগা গেম কনসোল Sega Lindbergh এর জন্য গেমটি বের হলে ও পরে এ বছরের ১৯ এপ্রিল (২০১২) তে নতুন ২টি স্টেজ যুক্ত করে প্লে-স্টেশন ৩ এর জন্য পুনরায় রিলিজ করে।
Gameplay
প্লেয়ার এই গেম এ বন্দুক টি ঝাঁকিয়েই রিলোড করতে পারবে। এছাড়াও সিরিজের আগের ভার্সনের চেয়ে এই গেম এ গ্রেনেড অস্ত্র যোগ করা হয়। গ্রেনেড এর মাধ্যমে বহু মরা কে মারা যাবে। গেম খেলার সময়, বন্দুক টিতে ঝাঁকাতে হয় কিছু বিপদজনক অবস্থা থেকে বাঁচার জন্য।
মরাগুলো কে ভালভাবে মারার জন্য তাদের মাথা নিশানা লাগতে হয়। তাহলে এক গুলিতেই কাজ শেষ!
মরাগুলো আপনাকের তিন ভাবে আক্রমণ করতে পারে।
ক) সাধারণ ভাবে
খ) জড়িয়ে ধরে
গ) ধাক্কা মেরে
প্রথমটি সব মরাগুলোই মারতে পারে। দ্বিতীয়টি চিকন গুলো এবং তৃতীয় আক্রমণ টি অপেক্ষাকৃত মোটা মরা গুলো করে থাকে।
একই সাথে ৭-৮ জন মরাও আপনার উপর এই ৩ ভাবে আক্রমণ করতে পারে।
সিরিজের আগের ভার্সনের মত এ ভার্সনেও অনেক গোপন বিষয় আছে। ভিন্ন ভিন্ন লুকানো সম্পদ যেমন কয়েন অথবা সোনার ব্যাঙ!! 😀 যেটি আপনার স্কোর কে উচ্চতে নিয়ে যেতে সাহায্য করবে। অনেক সময় আপনাকে জীবন ও দান করতে পারে।
সেভাবেই গেমটিতে ট্রেজার রুম নামে কয়েকটি রুম আছে যেটি বিভিন্ন সম্পদ দিয়ে পরিপূর্ণ। এই সব ট্রেজার রুম এ যেতে হলে আপনাকে রুম এর বাইরের কিছু জায়গায় শুট করতে হতে পারে অথবা গ্রেনেড এর ব্যবহার করতে হতে পারে। ট্রেজার রুম এ ঢুকতে পারলে খুব অল্প সময়েই বেশ কিছু সম্পদ হাতিয়ে নিতে পারেন!
গেমটি প্লে-স্টেশন৩ এর জন্য হলেও পিসিতে প্লে-স্টেশন৩ এর এ্যামোলেটর ডাউনলোড করে সরাসরি ডিভিডি ঢুকিয়ে খেলতে পারেন। অথবা নেট থেকে গেমটি ডাউনলোড করে ডিভিডিতে বার্ণ করে নিতে পারেন।
প্লে-স্টেশন৩ এ্যামোলেটর এর সাইজ ১২০ – ২০০ এম.বি। এটি পিসিতে তেমন ধীরগতি করে নাহ।
প্লে-স্টেশন ৩ এ্যামোলেটর দিয়ে গেমটি পিসিতে খেলতে হলে যা যা দরকার:
Windows XP, Vista, Seven (32 or 64 Bit),
Intel Quad Core 2.8GHz ,
1.5GB Ram,
256MB Graphic Card, (Shader Model / Pixel Shader 3)
6.3GB Hard Drive Space
DOWNLOAD:
http://www.heroturko.me/playstation/2746843-the-house-of-the-dead-4-psn.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Brother আমার p4 -celeron processor-64 mb internal graphics er link cai.