কেমন আছেন সবাই?
বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় গেমস সিরিজ হচ্ছে HALO.হালো গেমস সিরিজের সর্বপ্রথম গেম HALO Combat Evolved.
Developer(s) | Bungie (Xbox and Games on Demand) Gearbox Software (Microsoft Windows) Westlake Interactive (Mac OS X) |
Publisher(s) | Microsoft Game Studios MacSoft (Mac OS X) |
Composer(s) | Martin O'Donnell Michael Salvatori |
Series | Halo |
Platform(s) | Xbox[1] Windows[2] Mac OS X[3] Xbox 360 |
Release date(s) | November 15, 2001[show] |
Genre(s) | First-person shooter |
Mode(s) | Single-player, multiplayer, cooperative |
Media/distribution | Optical disc |
Halo একটি multi-billion dollar fiction video game franchise যেটি Bungie কোম্পানি দ্বারা তৈরি এবং যেটি এখন 343 Industries দ্বারা পরিচালিত হচ্ছে এবং এটি Microsoft Studios ক্রয় করে নেয়।
গেমটি একটি শুটিং গেমস। যেখানে আপনাকে ফাষ্ট পারসন শুটিং হিসেবে খেলতে হবে।
গেমটির গল্প হচ্ছে মানব জাতি এবং এলিয়েন দের মধ্যে যুদ্ধ নিয়ে। এলিয়েন দের বলা হয় Covenant.
আর গেমটিতে আরেক সমপ্রদায় আছে যাকে Flood বলা হয়। ফ্লাড এলিয়েনগুলো অনেকটা ভৌতিক টাইপের।
গেমটিতে আপনাকে একটি cybernetically enhanced human super-soldier যাকে গেমে Master Chief বলে ডাকা হয় এই চরিত্রে খেলতে হবে।
আপনার সাথে মানে Master Chief এর সাথে থাকবে তার ফোর্স Artificial Intelligence (AI) companion.
গেমটির নাম এবং গেমটির মধ্যে Halo শব্দটি এসেছে Halo Mega Structures থেকে। এটি হলো একটি বিরাট রিং বিশ্ব।
গেমসটি মূলত মাইক্রোসফট গেম কনসোল এক্স.বক্স এর জন্য নির্মিত। গেমস সিরিজের প্রথম গেমটির সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা দেখে মাইক্রোসফট গেমটির সিকুয়াল বানানোর পরিকল্পনা করে। বর্তমানে গেমস সিরিজের ৮ তম সিকুয়াল তৈরি হচ্ছে। যেটি এ বছরের নভেম্বর ৬ (২০১২) তে বাজারে আসার কথা রয়েছে।
এ পযর্ন্ত গেমস সিরিজের ৭টি গেম রিলিজ হয়েছে এবং এদের মোট ৪০মিলিয়ন কপি সারাবিশ্বে বিশ্বে বিক্রি হয়েছে যাদের আনুমানিক মুল্য ৩ বিলিয়ন মার্কিন ডলার।
গেমটির গল্প পরিচালনা করেন জনপ্রিয় কার্টুন সিরিজ Star Wars এর লেখক Brian Bendis.
গেম-প্লে:
২৫৫২ সালে এলিয়েন Covenant মানবজাতির রক্ষক UNSC এর সর্বশেষ ঘাঁটি যেটি কিনা সৌরজগতে Pillar of Autumn একটি শীপ এ রয়েছে সেটিকে আক্রমণ করতে আসছে। UNSC এর সর্বশেষ দলটি এলিয়েন Covenant থেকে বাঁচতে ব্যর্থ হয় এবং এলিয়েন এর আক্রমণ এর মুখে পড়ে।
UNSC এর শীপ টি এলিয়েনদের আক্রমণের মুখে পড়লে সিদ্ধান্ত নেওয়া হয় যে সবাই শীপ থেকে বেরিয়ে হালো রিংওয়াল্ড এ আশ্রয় নিবে। সেখান থেকেই আপনাকে খেলতে হবে সুপার হিউম্যান সোল্ডার হিসেবে।
খেলার জন্য আপনি পাবেন ৪-৫টি মেরিন অস্ত্র, ৪-৫টি এলিয়েন অস্ত্র। একই সাথে দুটির বেশি অস্ত্র আপনি আপনার সাথে রাখতে পারবেন না। অস্ত্রের ব্যবহার এবং বুদ্ধিমত্তার সাথে আপনাকে খেলে যেতে হবে।
হালো গেমস সিরিজের প্রথম গেমস Halo: Combat Evolved রিলিজ হয় ২০০১ সালের নভেম্বর ১৫তে। ২০০২ সাল পযর্ন্ত এত হাই কোয়ালিটির গ্রাফিক্স , সাউন্ড সম্পন্ন কোনো গেম তখন বাজারে রিলিজ হয় নি। তাই বাজারে আসার ২৪ ঘন্টা মধ্যে গেমটির প্রায় ৮০ হাজার কপি শুধু আমেরিকায় বিক্রি হয়। ২০০১ সালে মূলত মাইক্রোসফট এর গেমস কনসোল এক্স.বক্স এর জন্য গেমটি রিলিজ হয়।
পরে ২০০৩ সালে গেমটি মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক ওএস এর জন্য রিলিজ করা হয়।
হালো গেমস এ কি কি ভাবে খেলবেন তা ত আগেই বলে দিয়েছি। এখন দেখে নিন গেমটি খেলতে হলে আপনার পিসিতে কি কি থাকতে হবে:
Operating System:
Any Windows Operating system excepts Windows 95, 96 & 97.
CPU:
1400 MHz Processor with Pentium III. (2.4MHz & Pentium IV Recommended)
RAM:
512MB (1GB Recommended)
VGA:
32MB (64MB Recommended) GPU with Hardware T&L
Shader Model / Pixel Shader:
Version 2.0 (2.5 Recommended)
Hard Drive Space:
1.2 GB Free space
Network:
512KBps For Multiplayer.
গেমটি ২০০১ সালের হলেও চরম গ্রাফিক্স এবং অসাধারণ শব্দ আপনাকে নিয়ে যাবে সেই এলিয়েনদের মাঝে যুদ্ধক্ষেত্রে। ডুয়াল কোর প্রসেসর এবং ১জিবি RAM থাকলেই সর্বোচ্চ গ্রাফিক্স দিয়ে এই অসাধারণ গেমসটি খেলতে পারবেন।
ডাউনলোড লিংক:
benslecasu198521.bligoo.com/
or
checkgames4u.blogspot.com/2013/01/halo-combat-evolved.html
or
http://finder786.blogspot.com/2012/05/halo-combat-evolved-pc-full-version.html
or
http://muhammadsamar.blogspot.com/2012/05/halo-combat-evolved-pc-game-full.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!