সবাইকে গেমস জোন এর নতুন পর্বে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে একটি মোটর বাইক রেসিং গেম। গেমটি অনেকটা Road-Rash এর মতো। মানে আপনাকে রেসিং এ জিততে হলে প্রতিপক্ষের বাইক এর সাথে মারামারি করতে হবে।
আজকের গেমস এর নাম Jacked.
গেমটি Gameplay পুরাপুরি Road-Rash এর ডুপ্লিকেট কিন্তু গ্রাফিক্স এর দিক থেকে জ্যাকেড গেমস এগিয়ে আছে।
গেমটিতে মিশন মোডের পাশাপাশি মাল্টিপ্লেয়ার মোড ও রয়েছে। এতে একসাথে একই পিসিতে স্প্লিট স্ক্রিণ এর মাধ্যমে দুজন খেলতে পারবেন আবার ইন্টারনেট এর মাধ্যমেও মাল্টিপ্লেয়ার ব্যবস্থা রয়েছে।
গেমটিতে সবলেভেল মিলিয়ে মোট ১৮টি বাইক এর ব্যবস্থাকরা আছে। আর লেভেল বা মিশন রয়েছে ২৪টি।
গেমটি খেলতে হলে আপনার পিসিতে যা যা থাকতে হবে তা হলো:
Windows XP (with Service Pack 2), Windows Vista, Windows 7.
Pentium III with 1200 GHz Processor (Pentium 4 – 2.4 GHz Recommended)
Ram: 512MB for XP, 1GB for Vista & Seven. (Recommended 1GB for XP & 1.5GB for Vista & Seven)
VGA Card: 64MB for XP, 128MB for Vista & Seven
Shader Model /Pixel Shader 2.0
HardDisk: 800MB
গেমটির মিশন গুলোর মধ্যে যে যে টাইপ এর লেভেল ডিজাইন করা হয়েছে তা হলো:
a) Race
b) Jack It
c) Time Attack
d) Gang Battle
e) Drop Out
f) Timed Assault
g) Survival
এক একটি মোড এর খেলার ধরণ এক এক রকম।
গেমটিতে বাইক চালাতে গিয়ে যে যে অস্ত্র পাবেন তা হলো:
১। চালকের হাত এবং পা দিয়ে ঘুষি এবং লাথি (Road-Rash এর মতই)
২। বেসবল ব্যাট
৩। কাঁটাযুক্ত বেসবল ব্যাট
৪। লোহার রড
৫। হাত বোমা! (এক সাথে ৩-৪টি বাইক ধংস করতে সক্ষম)
৬। ডাবল রাইফেল বন্দুক! (এক গুলিতে ২টি বাইক ধংস করতে সক্ষম)
৭। কারেন্ট এর শক দেওয়া একটি ছোট যন্ত্র।
গেমটি খেলা খুবই সহজ। আপনাকে প্রতিটা মিশন খেলতে হবে উপরোক্ত অস্ত্র গুলো নিয়ে। অস্ত্র গুলো গেমটি খেলার মাঝখানে প্রতিপক্ষ বা রাস্তার মাঝখান থেকে তুলতে হবে। আর আরেকটি ফিচার হলো যে, অস্ত্র গুলো দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পর প্রতিপক্ষ বাইক থেকে পড়ে যাবার আগ মূহুর্তে আপনি তার বাইক টি ছিনিয়ে নিতে পারবেন। এবং ওই বাইক দিয়ে গেমটি খেলতে পারবেন। গেমটিতে এভাবেই নতুন নতুন বাইক আনলক করতে হবে।
আর গেমটি তে আরেকটি ফিচার আছে আর তা হলো যে বাইকে Nitro সিস্টেম যোগ করা রয়েছে।
ডাউনলোড লিংক : (564 মেগাবাইট)
OR
pc-gamesdownloadfree.blogspot.com/2012/02/jacked-game.html
or
http://www.playdownstation.com/2011/01/jacked.html
সবগুলো পার্ট ডাউনলোড করে একটি ফোল্ডারে রেখে প্রথম পার্টে ক্লিক করে রার ফাইলটি আনরার করে গেমটি ইনস্টল করুন।
বি:দ্র: ডাউনলোড লিংকটি ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই লিংক এ কোনো সমস্যা থাকলে আমি দায়ী নই। লিংকটি কাজ না করলে কমেন্ট এ বলবেন নতুন লিংক দিয়ে দিব।
গেমটির কোন চিটকোড নেই তবে নিচের লিংক থেকে ট্রেইনার এবং একটি সেভ গেম ডাউনলোড করে নিন।
ট্রেইনার এর সাহায্যে আনলিমিটেড নিট্রু একটিভ করতে পারবেন এবং সেভ গেমটি ব্যবহার করলে আগে থেকে সবগুলো মিশন এবং বাইক আনলক করা থাকবে।
ট্রেইনার এবং অল মিশন আনলকড সেভ গেম:
Jacked Trainer & Savegame (Tuner FaHaD)
ট্রেইনারটি যথারীতি গেম এর সাথে ব্যবহার করবেন আর সেভ গেমটি কোথায় রাখবেন তা লিংক এ-ই বলা আছে।
তো আজকের গেমস জোন এখানেই শেষ করতে হচ্ছে
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
vaia highly compressed kora gele to valo hoto……….j speed net er……ek vaia re to dekhlam 4 gb file compressed kore 9.2mb banaice abar unzip korlei 4 gb hoy.