কেমন আছেন গেম পাগলেরা>>>>>>> হাতে সময় থাকার কারণে আজ গেমস জোনের নতুন পর্ব দিতে পারেছি। আজকের গেমস জোনের গেমটি হল SNK vs Capcom Ultimate 2007 Premium Fight গেমটি।
আমরা অনেকেই নিও-জিও (NEO-GEO) এর গেমগুলো খেলেছি। আর আজকের গেমটি নিও-জিও গেমের ভিতর কিং অব ফাইটার এর সকল সিরিজ এবং অন্যান্য ফাইটিং সিরিজ এর গেমের সমন্বয়ে তৈরি করা হয়েছে। গেমটি অসাধারণ।
SNK vs Capcom: Ultimate Mugen
Year of release: 2007
Genre: Arcade (Fighting / Platform) / 2D
The developer: M.U.G.E.N
The publisher: M.U.G.E.N
Platform: PC
Edition type: RIP
Interface language: English
Postscoring language: English
File format:.zip
Tablet: Вшита
The size: 673 Mb
গেমটি জানুয়ারী ১২, ২০০৭ এ ইন্টারনেট এ রিলিজ হয়। এটি নিও-জিও, এস.এন.কে এবং কেপকম এর সবগুলো ফাইটিং গেম এর সমন্বয়। যাদের মধ্যে রয়েছে King of Fighters, Street Fighter, Metal Slug, Ninja Ultimate ইত্যাদি গেম গুলো।
এটির দুটি ভার্সন আছে। একটি পিসির জন্য M.U.G.E.N. ভাসর্ন। আরেকটি কনসোলে খেলার জন্য।
ছোটবেলায় পাড়ার মামার গেমের দোকানে কয়েন ঢুকিয়ে ফাইটিং গেমগুলো খেলতেন এবার তা পিসিতেই খেলতে পারবেন তাও আবার সবগুলো গেম মিলিয়েই।
সব মিলিয়ে ১৯০ জন ফাইটার এই গেমে রয়েছে। যাদের মধ্যে কিং অব ফাইটার’স গেমের ১১টি বস ও রয়েছে। এছাড়াও মোট ১৬০টি স্টেজ রয়েছে এই গেমে।
এখানে আপনি দুই জন মাল্টিপ্লেয়ার নিয়ে একই কি-বোর্ডে খেলতে পারবেন। এজন্য আপনাকে কনট্রোল ঠিক করে নিতে হবে।
১৯০ জন প্লেয়ারের আলাদা মুভমেন্ট/হিডেন পাওয়ার রয়েছে। এগুলো আপনি নিজে নিজেরই শিখতে পারবেন।
তবে হিডেন গুলো একটু কঠিন।
গেমটির বৈশিষ্ট্য হল গেমটিতে কাস্টম লাইভ % নির্ধারণ, সময় নির্ধারণ এবং ডিফিকাল্টি নির্ধারণ করা যায়।
গেমটি চালাতে হলে আপনার পিসিতে যা যা থাকতে হবে:
OS: Windows 98, Windows 2000, Windows XP, Windows Vista, Windows Seven.
Processor: 800 GHz or Better Pentium III Processor. (Pentium 4 Recommended)
Ram: 256MB with Shader Model/Pixel Shader 1.5. (512 MB Recommended), 512MB for Windows Vista & Windows 7 (1GB Recommended)
AGP/Video Card: 32MB video card. (56MB Recommended)
Sound Card: Direct X 8.0 Capable Sound Card
Keyboard: Standard Keyboard.
Cheats Zone:
গেমটি চালু করে খেলা শুরু করুন। তারপর নিচের বাটনগুলো চাপুন।
F1————– আপনার প্রতিপক্ষ এর জীবন নিমিষে শেষ হয়ে যাবে।
F2————— জীবন একেবারে শেষ এর জায়গায় আসবে (দুজনরই)
F3————– টাইম রিসেট।
F4————– বর্তমান গেমটি রিসেট।
F5————— টাইম আপ।
Spacebar——– লাইফ রিকোভারি। (দুজনরই)
DOWNLOAD (700MB):
http://letitbit.net/download/1702.4b971b32a8e6a4c0/CVSSNK.zip.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
darun