এসে গেলো রেসিডেন্ট এভিল ৬

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম... কেমন আছেন সবাই... নিশ্চয়ই ভালো... এটা আমার প্রথম টিউন... আপনাদের ভালো লাগার দিকে লক্ষ্য রেখে টিউনটি সাজানোর চেষ্টা করেছি... কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ...
নিয়ে এলাম আপনাদের পছন্দের গেইম সিরিজ রেসিডেন্ট এভিল এর নিউ পার্ট রেসিডেন্ট এভিল ৬

R6 Black Box

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


রেসিডেন্ট এভিল ৬

অ্যাকশন, অ্যাডভেঞ্চার
রিলিজ তারিখঃ ২২ মার্চ, ২০১৩

কি আছে নতুন রেসিডেন্ট এভিল এঃ

  • এটি এখন আর নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই। সি-ভাইরাস এর দাপট ছড়িয়ে গেছে নর্থ আমেরিকা, ইস্টার্ন ইউরোপ এবং চায়নাতে।
  • লেয়ন এস. কেনেডি, ক্রিস রেডফিল্ড, জ্যাক মুলার এবং তার সাথীদের নিয়ে খেলার অভিজ্ঞতা হবে এবার। আপনি অবাকও হয়ে যেতে পারেন এটা দেখে যে আপনি রহস্যময় এডা অং নিয়ে মায়হেমের এক স্টেজে খেলছেন।
  • রেসিডেন্ট এভিল ৬ দিচ্ছে সিঙ্গেল বা কো-অপ করে খেলার সুযোগ।
  • দিবে নতুন এক চ্যালেঞ্জ সি-ভাইরাস কে মোকাবিলা করার।
  • খুব জনপ্রিয় মারসিনারিস(marcenaries) মুড নিয়ে খেলার ক্ষমতাও পাবেন আপনি।
  • রেসিডেন্ট এভিল ৬ এর আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো - পুনঃডিজাইন করা কন্ট্রোল সিস্টেম।
  • যে কোনো দিকে মুভ, স্লাইড বা রোল করার সময়েও আপনি শুট করতে পারবেন

কিছু স্ক্রিনশটঃ

গেইমটি খেলতে যা যা লাগবেঃ
মিনিমাম রিকোয়ারমেন্টসঃ
ও. এসঃ উইন্ডোজ ভিসতা/এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮
প্রসেসরঃ ইনটেল কোর ২ ডুয়ো ২.৪ গিগাহার্জ অথবা এর চেয়ে ভালো, এএমডি এথলন এক্স২ ২.৮ গিগাহার্জ বা এর চেয়ে ভালো
মেমরিঃ ২ জিবি র‍্যাম
হার্ড ডিস্ক স্পেসঃ ১৬ জিবি
ভিডিও কার্ডঃ এনভিডিয়া জিফোর্স ৮৮০০ জিটিএস বা এর চেয়ে ভালো
ডিরেক্ট এক্সঃ ৯.০সি বা এর চেয়ে ভালো

ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টসঃ
ও. এসঃ উইন্ডোজ ভিসতা/এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮
প্রসেসরঃ ইনটেল কোর ২ কোয়াড ২.৭ গিগাহার্জ অথবা এর চেয়ে ভালো, এএমডি ফেনম II এক্স৪ ৩ গিগাহার্জ বা এর চেয়ে ভালো
মেমরিঃ ৪ জিবি র‍্যাম
হার্ড ডিস্ক স্পেসঃ ১৬ জিবি
ভিডিও কার্ডঃ এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৫৬০ বা এর চেয়ে ভালো
ডিরেক্ট এক্সঃ ৯.০সি বা এর চেয়ে ভালো

গেইমটি ডাউনলোড করতে এখানে খোঁচা দিনঃ খোঁচা

কেমন লাগলো অবশ্যই জানাবেন... নতুন নতুন আর মজার মজার গেইম এর খবর দিতে আমি সদা আপনাদের পাশে আছি...
সবাই অনেক অনেক ভালো থাকবেন...

Level 3

আমি ম্যাড গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice tune ………….. carry on

Level 0

valo likhechen bro……..chaliye jan………….tnx for ur nyc post

Level 3

welcome…man…apnader support tai to main… 🙂