গেমস জোন [পর্ব-৩৭] :: সকলের জন্য একের ভিতর দুই রেসিং গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

প্রথমেই টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমার গেমস জোনকে চেইন টিউনস এ অর্ন্তভুক্ত করার জন্য। আশা করি আমি অনেকদিন এই গেমস জোন টিউন করে যেতে পারবো। টেকটিউনস এর যাবতীয় চেইন টিউনস এর মধ্যে আমার গেমস জোন এর পর্ব সবচেয়ে বেশি! হা হা হা! 😀 😀 😀

হেই! কেমন আছো গেমস ভক্তরা? আমি গেমওয়ালা নিয়ে এলাম গেমস জোন। আজকের সকলের জন্য গেমস জোনে থাকছে দুটি রেসিং গেম। গেম দুটির গ্রাফিক্স মোটামুটি ভাল এবং সাইজেও ছোট। তাই সকলেই গেম দুটো খেলতে পারবে আশা করছি।

অনেকেই আমার নাম নিয়ে আমাকে বলে থাকে, ভাই আপনার নাম গেমওয়ালা কেন? অন্য কোনো নাম খুঁজে পেলেন না? আপনি কি গায়িকা শিরীন এর ভক্ত নাকি! (শিরীন এর একটি এ্যালবাম আছে পাঞ্জাবীওয়ালা -২০০৭)। আমি বলি অপেক্ষা করুন! বয়সটা আরেকটু বাড়-ক তারপর গেমগুরু হয়ে যাবো! হা  হা হা!

যাই হোক গেমস জোনের ফিরে আসি। আজকের প্রথম গেমটি হলো জিটিআর ২- এফআইএ রেসিং গেম। এটি একটি গাড়ি রেসিং সিমুলেশন গেম। নির্মাণ করেছে ব্লিমেই গেমস। গেমটি জিটিআর গেমটির সিকুয়্যাল।

জিটিআর  -  এফআইএ   রেসিং  গেম

নির্মাতা:

ব্লিমেই গেমস

খেলা  যাবে:

মাইক্রোসফট উইন্ডোজে

মুক্তি  পেয়েছে:

সেপ্টেম্বর, ২০০৬ সালে

ধরণ:

সিম রেসিং

খেলার  ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম  রিকোয়ারমেন্টস:

উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২) অপারেটিং সিস্টেম,

পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টস গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট ভির‌্যাম অথবা ২৫৬ মেগাবাইট এর গ্রাফিক্স কার্ড হলে ভাল।

১.৭ গিগবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস।

জিটিআর ২ গেমটি চ্যাম্পিয়নশীপ, সিঙ্গেল রেস, প্রাকটিস, ২৪ঘন্টা রেস, টাইম রেসিং এবং ড্রাইভিং স্কুল ইত্যাদি মোডে খেলা যাবে। এছাড়াও গেমটিতে নিজের ইচ্ছে মতো চ্যাম্পিয়নশীপ তৈরি করা যাবে।

যারা গেমটি খেলতে পারো না তারা ড্রাইভিং স্কুল মোডে খেলতে পারো। এছাড়াও ২৪ ঘন্টা রেস মোডটি আমার পছন্দের!!

গেমটিতে ২৭টি মডেলের বেশি গাড়ি রয়েছে। ৬০০ এইচপি জিটি ক্লাশ থেকে ৪০০ এইচপি এনজিটি ক্লাশ এর গাড়িও রয়েছে গেমটিতে। গেমটির শুরুতে ২৪টি গাড়ি থাকবে। বাকি গাড়িগুলো গেমটি খেলে খেলে আনলক করতে হবে তোমাকে। ২৪টি গাড়ি হলো:

গেমটিতে মোট ৩৪ প্রকার রাস-া রয়েছে। এছাড়াও আরো কিছু রাস-া তুমি ডাউনলোড করে নিতে পারে। ডাউনলোড করতে পারে ২২ কিলোমিটার এর লেজেন্ডারি নুরবুরজিং রাস-াটি।

চিটকোড:

গেমটির সবগুলো লক করা জিনিস আনলক করার জন্য ঝউঘউঞএ.উণঘ  নামের একটি ফাইল তৈরি করো গেম ফোল্ডারে ।

ডাউনলোড:

1.45GB Direct Link:

http://games.load.t-online.de/toigamesload/gtr2-setup.exe

Torrent:

https://thepiratebay.se/torrent/4262381/

লিভ  ফর  স্পিড (ভার্সন )

নির্মাতা  এবং  প্রকাশক:

স্ক্যুয়ান রবার্টস,

ইরিক বেইলি,

ভিক্টর ভ্যান ভালারডিনজেন।

খেলা  যাবে:

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে।

মুক্তি  পেয়েছে:

জুলাই, ২০০৩ (ভার্সন ১)

জুন, ২০০৫ (ভার্সন ২)

ধরণ:

সিম রেসিং

খেলার  ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম  রিকোয়ারমেন্টস:

পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টস গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট ভির‌্যাম অথবা ২৫৬ মেগাবাইট এর গ্রাফিক্স কার্ড হলে ভাল।

৭০০ মেগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস।

 

লিভ ফর স্পিড একটি রেসিং সিমুলেটর গেম নির্মাণ করেছেন মাত্র তিনজন প্রোগ্রাম এবং ডিজাইনার। গেমটি ফ্রি ভাবে নেটে ছাড়া হয়। গেমটি অনলাইন মাল্টিপ্লেয়ার এর জন্য মুলত বানানো হয়েছে। গেমটি তিনটি ভার্সনে মুক্তি দেওয়া হয় ধাপে ধাপে। ২০০৫ সালে ফুল ভার্সন ২ বের হয়। সর্বশেষ ২০১২ সালে ভার্সন ৩ এর প্যাচ বের করা হয়।

ভার্সন ২তে মোট ২০টি গাড়ি রয়েছে। ৫৪টি রাস-া রয়েছে।

ডাউনলোড:

Par 1:

http://www.datafilehost.com/download-20d1527c.html

Part 2:

http://www.datafilehost.com/download-18060c45.html

Password:

fullypcgames.blogspot.com

আশা করবো আজকের গেমস জোন তোমাদের কাছে ভাল লেগেছে। আগামী পর্বে আরো ২টি রেসিং গেম নিয়ে আমি গেমওয়াল হাজির হবো গেমস জোন নিয়ে। ভালো থেকো তোমরা।

ধন্যবাদ।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>  http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিচের গেমের কভারটা দেখে ভেবেছিলাম GRID, পরে দেখলাম GRIDএর কভারে অন্য গেম। যাই হোক গেম বিশেষ করে রেসিং গেমের প্রতি একটু বেশিই দুর্বল, তাই বলছি চালিয়ে যান, পরেরবার আর ভাল কিছু পাব আশা করি।

    Level 0

    @Greenish Grove: ভাই এখানে GRID বা GRID এর কভারে অন্য কোন গেম নেই । অপনি কি GRID গেমটি খেলেছেন ।

Dude,the first game is awsome 😎

Level 2

GTR 2 games ta download kore install korar por activation/serial code chai… activation/serial code kotai pabo janale khosi hobo… ar গেমটির সবগুলো লক করা জিনিস আনলক করার জন্য ঝউঘউঞএ.উণঘ নামের একটি ফাইল তৈরি করো গেম ফোল্ডারে । akhane ki dhoroner file banabo….