গেমস জোন [পর্ব-৩৬] :: Prey (শুটার/২০০৬/ডুয়াল কোর/Direct Links)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যালো! কেমন আছো গেমস ভক্তরা? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে থাকছে সকলের জন্য গেমস জোন। আজকের গেমস প্রে।

প্রে একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে হিউম্যান হেড স্টুডিওস, থিড্রি রিয়ালমস এর আন্ডারে। প্রকাশ করেছে ২কে গেমস এবং এক্সবক্স ৩৬০ ভার্সনের জন্য প্রকাশ করেছে ভেনম গেমস। গেমটি ২০০৬ সালের জুলাই মাসে মুক্তি পায়। গেমটিতে ব্যবহার করা হয়েছে আইডি টেক ৪ এর হেভি মডিফাইড করা গেম ইঞ্জিণ।

গেমটি ১৯৯৫ সাল হতে নির্মাণ করা হচ্ছে। তবে ফাইনাল রিলিজের আগে অনেকবার স্টোরি এবং সেটিং পরিবর্তন করা হয়েছে। মুক্তির প্রথম দু মাসে গেমটির এক মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। গেমটি সিকুয়্যাল আসছে রাডার গ্রুপ এর নির্মাণে।

PREY

নির্মাতা:

হিউম্যান হেড স্টুডিও,

থিড্রি রিয়ালমস,

ভিনোম গেমস (এক্সবক্স ৩৬০),

এসপার মিডিয়া (ম্যাক)

প্রকাশক:

২কে গেমস

ইঞ্জিণ:

আইডি টেক ৪ (মডিফাইডেড)

খেলা  যাবে:

লিনাক্স,

ম্যাক ওএস এক্স,

মাইক্রোসফট উইন্ডোজ,

এক্সবক্স ৩৬০ এবং

সিম্বিয়াল জিবো

মুক্তি  পেয়েছে:

জুলাই, ২০০৬ (উইন্ডোজ এবং এক্সবক্স ৩৬০),

জানুয়ারী, ২০০৭ (ম্যাক ওএস এক্স),

ডিসেম্বর, ২০০৮ (লিনাক্স)

ধরণ:

ফার্স্ট পারসন শুটার

খেলার  ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম  রিকোয়ারমেন্টস:

মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২) অপারেটিং সিস্টেম,

পেন্টিয়ার ৪ ২.৫ গিগাহার্টস গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট এটিআই রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স কার্ড,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০

গেম  মোড:

ক্যাম্পেইন:

১। ক্যাসিনো: ইজি ডিফিকাল্টি (এই ভাবে গেম শেষ করতে পারবে না)

২। নরমাল: নরমাল ডিফিকাল্টি

৩। চিরোকি: হার্ড ডিফিকাল্টি

মাল্টিপ্লেয়ার:

১। ডেডম্যাচ (সবার জন্য ফ্রি)

২। টিম ডেডম্যাচ

চিটকোড:

During gameplay, hold down [Ctrl] + [Alt] + [~]. This will bring down the console. Enter the corresponding cheats for whatever you want.

Cheat

Effect

giveammogive Ammunition
notargetNo target by enemies
give allGet everything
Healthgivehealth
noclipToggle ghost mode on/off

গেমটি ফার্স্ট পারসন শুটার ভিউতে খেলতে হয়। গেমটিতে তোমাকে টমি এর ভূমিকায় খেলতে হবে। প্লেয়ার প্ল্যানেট স্পির্রি তে বিভিন্ন ইনহ্যাবিটেন্টস শত্রুর মোকাবেলা করবে। গেমটি খেলতে খেলতে তুমি বিভিন্ন রকমের অস্ত্র সংগ্রহ করতে পারো। এছাড়াও রয়েছে অনেক ধরণের এলিয়েন টাইপ অস্ত্রও।

গেমটিতে র্পোটালস এর সাহায্যে তুমি এক এরিয়া হতে আরেক এরিয়াতে ভ্রমণ করতে পারবে এক পলকে। গেমটিতে আরো রয়েছে গ্রাভেটির চমক। এছাড়াও তুমি টমির শরীল থেকে তার আত্মা আলাদা করতে পারবে কিছু সময়ের জন্য। আত্মা তোমার জন্য কনট্রোল পেনেলগুলো একটিভ করতে পারবে এবং স্ট্রাইক ফোরস ব্লো করতে পারবে। এছাড়াও আত্মার সাহায্যে তুমি পরিবেশের পাজল গুলোর সমাধান করতে পারো এবং বিভিন্ন অদৃশ্য পাথ আবিস্কার করতে পারো যেগুলো মানব চোখে নজরে পড়ে না।

গেমটির নির্মাণ কাজ ১৯৯৫ সাল হতে শুরু হয়। মাঝে অনেক পরিবর্তন এর মাঝে ২০০৬ সালে গেমটি মুক্তি দেওয়া হয়।

গেমটির লিমিটেড কালেক্টটর এডিশনে বোনাস হিসেবে থাকছে:

* কালেক্টর টিন

* তিনটি সিডি রম এর বদলে একটি ডিভিডি রম

* দুটি নতুন ফিগার

* প্রে বুকলেট এর আর্ট

* গেমটির সকল সাউন্ডট্রাক আদালা ফোল্ডারে এমপি৩ আকারে।

গেমটির সিকুয়্যাল প্রে ২ এখন নির্মাণাধীন রয়েছে।

ডাউনলোড:

http://www.facebook.com/photo.php?fbid=634907653201474&set=a.552911908067716.93197396.552903374735236&type=1&relevant_count=1

আজকের গেমস জোন এখানেই শেষ করছি। তোমাদের যদি গেমস জোন ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এখনি জয়েন করো এবং আপডেটেড থাকো নতুন নতুন সব গেমস এর সাথে।

http://www.facebook.com/games.zone.bd

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Change the link plz.

Level 0

i like game . sniper the ghost warrior kelci. but part -2 kelte parle valoi hoito .12 tarike maybe mukti paice

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!