আসুন মি: বিন কে নিজে কন্ট্রোল করি !!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

মি: বিন এর নাম শুনে নাই এমন মানুষ মনে হয় খুব কমই আছে । আর মি: বিন এর কাজকর্ম দেখে মজা লাগে না এমন মানুষ মনে হয় নাই । তাই মি: বিন এর মুভি, কমেডির পাশাপাশি মি: বিন কার্টুন শুরু হয়ছে অনেক দিন হল । এবার কার্টুনের পাশাপাশি মি: বিন গেম ও বানানো হয়েছে ২০১০ সালে । আমি আজ ইনস্টল করে খেলে দেখলাম খুব মজার গেম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম । আশা করি আপনাদের খেলে মজা লাগবে ।

মি: বিন গেম ২০১০মি: বিন গেম ২০১০

গেমের কিছু ছবি

মি: বিন গেম ২০১০মি: বিন গেম ২০১০
মি: বিন গেম ২০১০মি: বিন গেম ২০১০

আমি খুবই দু:খিত যে ডাউনলোডের লিংক রাপিডশেয়ারের।

ডাউনলোড লিংক :

http://l4a.in/d91cz1
http://l4a.in/l72q1b
http://l4a.in/zdpxbl
http://l4a.in/21tw83

পাসওয়ার্ড : wxl

নিয়মাবলি :

  • প্রথমে ডাউনলোড করে WinRAR দিয়ে Extract করুন।
  • এরপর যে BIN ফাইল পাবেন সেটা সিডিতে রাইট করুন।
  • এরপর সিডি থেকে গেম ইনস্টল করে Crack ফোল্ডার থেকে ফাইলটা কপি করে যে ফোল্ডারে ইনস্টল করেছেন সেখানে পেস্ট করুন এবং রিপ্লেস করুন।
  • এরপর যোগ দিন মি: বিনের অ্যাডভেনচারে।

আশা করি গেমটি খেলে আপনাদের অনেক মজা লাগবে ।


অজানা ইনফরমেশন

সম্প্রতিকালের অজানা ইনফরমেশন…

Level 0

আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজা লাগেনাই

গেম এ আগ্রহ নাই ভাই……

আজকে কিছু লিখেছেন অন্যান্য দিন যা করেন এইখানে কিছুই লিখেন না করেন কি আরেক জায়গার লিঙক তা থেকে আরেক জায়গার লিংক এরপর যা দিলেন সেটা পাসওয়ার্ড লক করে রেখেছেন সেটার জন্য আবার আপনার সাইটে যেতে হবে তারপর পাসওয়ার্ড দেবেন আপনার অন্য কোন সাইটের নাম ভাবটা এমন আপনি ছাড়া আর কেউ সাইট বানাতেই পারেনা। কমেন্ট বস্ধ করে রাখেন না হলে যে কি গালি খেতেন আপনার সেইসব পোষ্ট দেখলে মাথার চুল ছড়িতে ইচ্ছা করে।

    ভাই প্রতিবাদী .. চোখ-কান একটু খোলা রাখবেন .. আর কোন পোষ্ট পরার সময় সম্পুর্ন টা পরবেন.. তাহলে আশা করি পাসওয়ার্ড পাবেন .. কোন ফাইলে পাসওয়ার্ড দেয়া থাকলে ডাউনলোড লিংকের নিচে আমি সবসময় পাসওয়ার্ড দিয়ে দেই .. সুতরাং সময় নিয়ে পোষ্ট পরবেন.. আর মাথার চুল ছিড়েন করাত মেরেন না … হা হা হা ..

    ধন্যবাদ ।

হাহাহা হাস্যকর! গেমটা বলে ২০১০ সালে বাইরাইসে। না জাইনা কথা বন করেন!

    হে হে হে .. দু:খিত গেম টা ফেব্রুয়ারি ২০, ২০০৯ এ বাজারে ছাড়া হয়েছে .. কিন্তু আমি খেলেছি ২০১০ এ … হা হা হা

মেহেদী ভাই এই গেমটাতে র‍্যম, গ্রাফিক্স কার্ড কি রকম লাগে তা দয়া করে বলবেন? আর আপনার সাইটা খুব সুন্দর।

    নিচে দেয়া হলো … এবং ধন্যবাদ ।

    Requirements:
    PROCESSOR: Pentium 3/Athlon 1.0 GHz
    WINDOWS: XP/Vista
    MEMORY: 128MB RAM
    VIDEO CARD: 64MB video card with Pixel Shader support. NVIDIA GeForce 3/ATI Radeon 8500 or higher
    SOUND CARD: 16-bit DirectX 9.0c compatible sound card
    OTHER: 260MB Hard Disk Space, 8x CD-ROM Drive or 2x DVD-ROM Drive,
    Microsoft compatible keyboard and mouse.

Level 0

ভাই আমার কাছে আছে আপনার দরকার হলে যোগাযোগ কইরেন .
[email protected]

    আমার লাগবে। সিডিতে রাইট কইরা আমার ঠিকানায় পাঠায়া দেন জলদি!

খেলা টা টোটাল কত মেগা বাইট।

রেপিডশেয়ারের লিংক থেকে আমি ১০০ গজ দূরে।এই ফ্রির দুনিয়ায় রেপিডশয়ারের মত সাইট বানানোর চিন্তা কার মাথায় আসল জানিনা।মাহমুদ ভাই না খেলে আপনাকে ধন্যবাদ দিতে পারতেছিনা ভাই।লিংকগুলো বদলাতে পারলে অবশ্যই চেষ্টা করতাম।

    ভাই কামরুল, ফ্রী এর দুনিয়ায় যা কিছু ফ্রী পাবেন তার মাঝে প্যাচ আছে । ফাইল শেয়ারিং সব সাইটই প্রায় একি রকম। আর রাপিড শেয়ারের Alexa ranking দেখলেই বুঝতে পারবেন এটা কেমন পপুলার। আর এই জন্যই আমি রাপিড শেয়ারের একাউন্ট কিনে ব্যবহার করছি গত ২-৩ বছর থেকে । আর লিংকগুলো অনলাইন থেকে পাওয়া, তাই পরিবর্তন করতে পারছি না বলে দু:খিত।

Level 0

thnxz….Mehedi bean>>>>>>>>>>>>> 😛