এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর যে শুটিং গেম পছন্দ করে না। আজ আমি আপনাদের একটা চমৎকার শুটিং / একশন গেমের রিভিউ দেখাবো।
Name: NOVA - Near Orbit Vanguard Alliance. এই গেমটি এত জনপ্রিয় হয়ে গিয়েছিল যে Gameloft এর অনেক গুলো সিক্যুয়েল তৈরি করেছে। আজ NOVA – 1 এর ব্যাপারে লিখবো।
গেমটির কাহিনি শুরু হয় এভাবেঃ ভবিষ্যতে কোন এক সম পৃথিবী বসবাসে অনুপযোগী হয়ে যাবে তখন মানুষ মহাকাশে স্যটেলাইট আকৃতির অনেকগুলো Orbit তৈরি করবে বসবাসের জন্য। সবগুলো Orbit একটা Central Orbit এর মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়। এবং নিরাপত্তার জন্য তৈরি করে Near Orbit Vanguard Alliance নামে বাহিনী। গেমের নায়ক Kal Wardin কে (অবসরপ্রাপ্ত NOVA এর অফিসার) ডেকে পা�� ান হয় Orbit গুলোর ভিতর একটা Orbit থেকে কোন সিগনাল না আসায় তদন্তের জন্য। Kal Wardin তদন্তে দেখেন অরবিটটি রহস্যময় কিছু Alien দ্বরা আক্রান্ত হয়েছে এবং এর সব বাসিন্দাদের হত্যা করা হয়েছে। তখন তাকে অরবিটটি Alien দের থেকে মুক্ত করার জন্য পা�� ানো হয়। গেমের শুরু এখান থেকেই। মানে আপনাকে কাল ওয়ার্দিনের ভূমিকায় Alien দের বিপক্ষে যুদ্ধ করতে হবে। গেমের সব শেষ পার্ট এ আপনাকে Alien দের বসের সাথেও যুদ্ধ করতে হবে। আসুন দেখে নেই গেমটির কিছু Screenshot.:
তাহলে আর দেরি কেন? আপনার জাভা / সিম্বিয়ান ফোনটি নিয়ে ঝাপিয়ে পরুন এলিয়েন মারার মিশনে।
বলে নেয়া ভাল যে, এ গেমটি Gameloft ফ্রীতে দিচ্ছে না। গেমটি Gameloft এর সাইট থেকে আপনি $3 দিয়ে কিনতে পারবেন, যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে।
আর এখান থেকে আপনি পাচ্ছেন একদম ফ্রীতে!
Screen size অনুযায়ি ডাউনলোড করুন।
যদি আপনার ফোনের Screen size না জানেন তা হলে Google এ Resolution of Nokia xxx লিখে সার্চ দিন। xxx এর জায়গায় মডেল নাম্বার দিবেন।
পোষ্টটি GamerTrick.com এর Java Games Review তে আগে প্রকাশিত।
আপনি যদি গেমার হয়ে থাকেন এবং রিভিউ লিখে আপনার পছন্দের গেমস সবার সাথে শেয়ার করতে চান তাহলে এখনি GamerTrick.com এ Sign Up করে আপনার জানা মোবাইল / পিসি এর গেম রিভিউ লিখুন আর অন্য সব গেমারদের সাথে আড্ডায় মেতে উ�� ুন।
আমি GamerTrick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bay ami nokia 5228 use kori game kalta partasi na nokia taka 5ta botton amni cola asa ki korbo!!