আহা! নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব! আজকের পর্বে থাকছে
একশন রোল প্লেয়িং ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেমস সিরিজ ডার্ক সোলস এর প্রিভিউ এবং রিভিউ। আশা করছি আজকের গেমস জোনের তোমাদের ভাল লাগবে। ইদানিং ধরে চলমান ছবির সমস্যা (শুধুমাত্র গেমস জোনের পোষ্টে) এর জন্য আমি দুঃখিত। এখন থেকে আর ছবির সমস্যা হবে না।
ঘোষণা: আজ থেকে গেমস জোনে ডাউনলোড অপশনটি বাতিল করা হল। আমি পাইরেসির সাথে জড়াতে চাই না। তবে তোমরা চাইলে গেমস জোনের ফেসবুক পেজে খোঁজ নিতে পারো। ফেসবুক পেজ আমার ব্যাক্তিগত। তাই সেখানে ডাউনলোড লিংক পেতে পারো। তবে এই পাবলিক ব্লগে আজ থেকে গেমস জোন কোনো প্রকাশ ডাউনলোড লিংক প্রকাশ করবে না। ডাউনলোড জোনের পরিবর্তে নতুন অনেক কিছু আসছে গেমস জোনে। অপেক্ষায় থাকো।
গেমস জোন শুরু করছি আপকামিং ডার্ক সোলস ২ গেমটির প্রিভিউ দিয়ে।
প্রিভিউ : ডার্ক সোলস ২ (2014)
ডার্ক সোলস ২ একটি আপকামিং একশন রোল-প্লেয়িং ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম। নির্মাণ করেছে ফ্রম সফটওয়্যার । গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর মুক্তি পাবে। গেমটি জাপানে নির্মিত। গেমটি ডার্ক সোলস এর সিকুয়্যাল। ডার্ক সোলস ২ গেমটির খবর প্রকাশ পায় স্পাইক ভিডিও গেম এওয়ার্ডস এ ডিসেম্বর ৭, ২০১২ সালে। ডার্ক সোলস এর ডিরেক্টর এর সিকুয়্যালে ডিরেক্টর হিসেবে থাকছেন না। এবং ডার্ক সোলস এবং ডার্ক সোলস ২ এর পটভূমি এবং কাহিনী সম্পূর্ণ ভিন্ন হবে। গেমটি ডেডিকেটেড মাল্টিপ্লেয়ার সার্ভারস ফিচার করবে।
ডার্ক সোলস ২
নির্মাতা:
ফ্রম সফটওয়্যার
প্রকাশক:
নামকো বানডাই গেমস
সিরিজ:
ডার্ক সোলস
খেলা যাবে:
প্লে-স্টেশন ৩
এক্সবক্স ৩৬০,
মাইক্রোসফট উইন্ডোজ
ধরণ:
একশন-রোল প্লেয়িং,
ওপেন ওর্য়াল্ড
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও
:www.youtube.com/watch?v=U6uyuIQYlfY
http://www.youtube.com/watch?v=E3ElpE-1XQI
http://www.youtube.com/watch?v=k-dcwB3qTMA
http://www.youtube.com/watch?v=WqcgmIsAp-0
তৈরি থাক আবার মরার জন্য! নামকো বানডাই এর ২০১১ সালের এক্সট্রিম ডিফিক্যাল আরপিজি গেম ডার্ক সোলস এর সিকুয়্যাল এর জন্য! ডার্ক সোলস ২। ডার্ক সোলস সিরিজের নতুন এই গেমটিতে থাকবে ব্যান্ড নিউ হিরো এবং “আনফ্যামিলিয়ার ওয়ার্ল্ড” যা ঘিরে থাকবে মৃত্যু এবং রহস্য দিয়ে। সিরিজের আগের গেমটির মতই, ডার্ক সোলস ২ গেমটিতে থাকবে আনকনপ্রোমাইজিং চ্যালেঞ্জ এবং আল্টিমেইট সেন্স অফ ইমপাওয়ারমেন্ট । আরো থাকছে নতুন গেম ইঞ্জিণ, একই গেম-প্লে স্টাইল তবে কাহিনী হবে নতুন। গেমটি ডার্ক সোলস গেমটির ডাইরেক্ট সিকুয়্যাল হবে না, শুধু একই পটভূমি থাকবে তবে ভিন্ন এরিয়া এবং ক্যারেক্টার থাকবে। এবং গেম এর সাইজ তেমন বড় করার ইচ্ছে নেই নির্মাতাদের। ডার্ক সোলস ২ গেমটিতে মাল্টিপ্লেয়ার উপাদানে জোড় দেওয়া হয়েছে।
নির্মাতা:
* ডার্ক সোলস ২ গেমটি ন্যামকো বানডাই এর দ্বারা প্রকাশ হবে,
* ফ্রম সফটওয়্যার - অরিজিনাল সোলস সিরিজের নির্মাতা গেমটিতে রির্টান করবে নির্মাতা হিসেবে।
* অরিজিনাল সিরিজ প্রডিউসার গেমটিতে শুধুমাত্র সুপারভাইজর হিসেবে থাকছেন।
* গেমটি ডার্ক সোলস গেমটির ডাইরেক্ট সিকুয়্যাল।
পটভূমি, স্টোরি এবং ক্যারেক্টারস:
* ডার্ক সোলস ২ গেমটি সেট করা হয়েছে একই পৃথিবীতে যা ডার্ক সোলস গেমটিতে ছিল, তবে যাই হোক, লর্ডানে সেট করা হয়নি।
* যতদুর জানা গিয়েছে, লর্ডান একটি এরিয়া গেমটির দুনিয়ায় অথবা একটি দেশও হতে পারে। এবং ডার্ক সোলস ২ হবে একটি নতুন পার্ট দেশটির।
* গেমটি প্রায় একই সাইজের হবে ডার্ক সোলস এর মত এবং ফিচার করবে ওপেন ওয়ার্ল্ড গেম-প্লে
* গেমটি মোষ্ট ডিপলি ডিজাইন করা গেম হবে। যদিও নির্মাতারা এ ব্যাপারে কিছু বলছেন না। গোপন রাখছেন চমকের জন্য।
* গেমটিতে তোমাকে একজন অভিশপ্ত ক্যারেক্টার এর হয়ে খেলতে হবে। এবং গেমটির লক্ষ্য বা তোমার কাজ হবে অভিশাপ থেকে মুক্তির উপার খোঁজা।
* গেমটির সেটিং এর নামকরণ করা হয়েছে “কী টু দ্যা স্টোরি”।
* তুমি বিভিন্ন টাইম এরিয়াতে ট্রাভেল করতে পারবে।
* ক্যারেক্টার সমূহের একজন রয়েছে যিনি একজন পাগল বিজ্ঞানী । তিনি নিজের নিজস্ব দৈত্য তৈরি করতে পারেন।
গ্রাফিক্স এবং ইঞ্জিণ:
* ইঞ্জিণ সম্পর্কে তেমন কিছু জানা জায়নি কারণ গেমটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
* ডাইনামিক রিয়েলটাইম লাইটিং সিস্টেম এর ফোকাস করবে গ্রাফিক্স।
* ক্যারেক্টার মুভমেন্ট এবং বাতাস এর রিয়েক্ট করবে ফলিয়েজ।
* এনিমেশনগুলো আরো সিল্কার হবে আগের গেমটির চাইতে।
* এডজ সিস্টেম হবে প্রায় ওয়াচ ডগস গেমটির মত।
* অফিসিয়াল ভাবে প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য নির্মাণ করা হচ্ছে গেমটি।
* গেমটির পিসি ভার্সন নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন নির্মাতারা। কারণ গেমটি চালাতে খুউব হাই-কোয়ালিটি পিসি লাগবে।
* গেমটির ২০১৩ সালে মুক্তির সম্ভাবনা খুউবই কম।
*********************************************************************************************
রিভিউ: ডার্ক সোলস
ডার্ক সোলস একটি ওপেন ওয়ার্ল্ড একশন রোল প্লেয়িং ভিডিও গেম নির্মাণ এবং প্রকাশ হয়েছে জাপানে। জাপানে ফ্রম সফটওয়্যার প্লে-স্টেশন ৩ ভার্সনটি বাজারে ছাড়ে। ন্যামকো বানডাই গেমস গেমটি বিশ্বব্যাপি মুক্তি দেয়। গেমটি এর কঠিনতার জন্য জনপ্রিয়।
ডার্ক সোলস
নির্মাতা:
ফ্রম সফটওয়্যার
প্রকাশক:
ফ্রম সফটওয়্যার এবং ন্যামকো বানডাই গেমস
ইঞ্জিণ:
পাইরি ইঞ্জিণ
সর্বশেষ ভার্সন:
১.০৭
খেলা যাবে:
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০,
মাইক্রোসফট উইন্ডোজ
মুক্তি পেয়েছে:
সেপ্টেম্বর এবং অক্টোবর, ২০১১ সালে প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য,
আগষ্ট, ২০১২ সালে পিসি ভার্সন এর জন্য।
ধরণ:
একশন-রোল প্লেয়িং,
ওপেন ওয়ার্ল্ড
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার,
অনলাইন মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=PsrNWNc2VCA
http://www.youtube.com/watch?v=rPJaJ5ys_G0
http://www.youtube.com/watch?v=9IbPrk-yuts
খেলতে হলে যা লাগবে:
মাইক্রোসফট এর যেকোনো অপারেটিং সফটওয়্যার (মিনিমাম এক্সপি সার্ভিস প্যাক ৩),
ইন্টেল কোর ২ ডুয়ো ই৬৮৫০ ৩.০ গিগাহার্টজ থেকে স্যান্ডি ব্রিজ আই৫ ৭৫০ ২.৬ গিগাহার্টজ অথবা এএমডি ফিনোম ২ এক্স২ ৫৪৫ ৩.০ গিগাহার্টজ থেকে ৭৫০ ২.৬ গিগাহার্টজ গতির প্রসেসর,
২ গিগাবাইট থেকে ৪ গিগাবাইট র্যাম,
৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স জায়গা,
এনভিডিয়া জিফোর্স ৯৮০০ জিটিএক্স থেকে জিটিএক্স ৫৬০ অথবা এটিআই রাডিয়ন এইচডি ৪৮৭০ থেকে রডিয়ন এইচডি ৫৮৫০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
ডাইরেক্ট এক্স ৯.০সি থেকে ১১ সাথে শেডার মডেল ৩.০ ,
অনলাইনে খেলার জন্য উইন্ডোজ লাইভ একাউন্ট লাগবে।
আশা করছি গেমস জোনের এবারের পর্ব তোমাদের ভাল লেগেছে। সবাই ভাল থেকো।
ধন্যবাদ। 😀
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আরে, এইটা তো অনেক সামান্য রিসোর্স টানে!! আমি i7 চালাই কিনা ! 😉