হাই! গেম ভক্তরা কেমন আছ? শুরুতে কিছু কথা বলে নিতে চাই। ইদানিং বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগে আমার গেমস জোনের পর্বগুলো হুবহু কপি করে ছেড়ে দিচ্ছে। আর ক্রেডিট হিসেবে তারাই থাকছে। অর্থ্যাৎ গেমস জোন তো আমি লিখছি। কিন্তু তাদের ব্লগে তারা বলছে যে গেমস জোন তারা লিখছে। মেজাজটা কেমন লাগে! কিছুদিন আগে নতুন একটি ওয়েবসাইটে একটি গেমস এর রিভিউ দেখলাম। পুরাটাই আমার গেমস জোনের একটি পর্বের কপি। কিন' শুরুতে লেখা “এইটা আমার জীবনের প্রথম লেখা”।
হুমমমমমম! এখানে তো আমার কিছু করার নেই। আমি গেমস জোন টিউন করি, কারণ এতে আমি আনন্দ পাই, সাথে সময়টাও ভাল কাটে এবং তোমরাও গেমস নিয়ে বহু কিছু জানতে পারো।
যাইহোক,
নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব। আজকের প্রিভিউ পর্বে থাকছে জনপ্রিয় গেমস সিরিজ বায়োশক এর আপকামিং ফার্স্ট পারসন শুটার গেম বায়োশক ইনফিনিট।
বায়োশক ইনফিনিট একটি আপকামিং ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম এবং বায়োশক গেমস সিরিজ ৩য় গেম। গেমটি নির্মাণ করেছে ইরেশনাল গেমস এবং গেমটি মার্চ ২৬, ২০১৩ সালে মুক্তি পাবে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য। বায়োশক সিরিজের আগের গেমগুলোর সাথে ইনফিনিট এর এর স্টোরিলাইনের কোনো সদৃশ্য থাকবে না তবে হালকা গেম-প্লে সিরিজের আগের গেমসগুলো হতে নেওয়া হয়েছে।
বায়োশক ইনফিনিট
নির্মাতা:
ইরেশনাল গেমস
প্রকাশ করবে:
২কে গেমস
সিরিজ:
বায়োশক
ইঞ্জিণ:
আনরিয়েল ইঞ্জিণ ৩ (মডিফাইড)
প্লাটফর্ম:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০
মুক্তি পাবে:
মার্চ ২৬, ২০১৩ সালে।
ধরণ:
ফার্স্ট পারসন শুটার
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=bLHW78X1XeE
http://www.youtube.com/watch?v=zvIU1e7k7Oc
http://www.youtube.com/watch?v=J_gEzOZKyE4
http://www.youtube.com/watch?v=eZTycs_q7MU
http://www.youtube.com/watch?v=BnJXHIjkyck
http://www.youtube.com/watch?v=BC_Ua-uYjJU
খেলতে হলে যা লাগবে:
কমপক্ষে:
ডুয়াল কোর ২ গিগাহার্টস গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
২৫৬ মেগাবাইট এনভিডিয়া ৮০০০ অথবা এএমডি রাডিয়ন ৩০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
৮ গিগাবাইট হার্ডডিক্স ফ্রি স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯ সাথে শেডার মডেল ৩.০।
ভালভাবে খেলতে হলে:
কোর্য়াড কোর ২.৮ গিগাহার্টস গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৪০০ অথবা এটিআই রাডিয়ন ৫০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্টএক্স ১০ সাথে শেডার মডেল ৪.০।
**********************************************************************************************************
বায়োশক ইনফিনিট গেমটির প্রাইমারী সেটিং করা হয়েছে বেলুন এবং ব্লিমপস দিয়ে আকাশে / বায়ুতে গঠিত একটি ভাসমান সিটি “কলাম্বিয়া” তে। বায়োশক এবং বায়োশক ২ গেমসগুলোতে যেমন গোপন ভাবে র্যাপচার সিটি তৈরি করা হয়েছিল ঠিক তেমনি ইনফিনিট গেমটিতে কলাম্বিয়া সিটি ১৯০০ সালে তৈরি করা হয় আমেরিকান সরকারের প্রেসিডেন্ট উলিয়াম ম্যাককিনলির দ্বারা। কলাম্বিয়াকে আমারা ক্লাউড সিটি হিসেবেও বলতে পারি। ক্লাউড সিটির জনপ্রিয়তা সিটির সিভিল যুদ্ধের অন্যতম কারণ। গেমটিতে দেখা যায় যে সিভিল যুদ্ধে তখন অবশিষ্ট ২টি দল থাকে। একটি হলো ফাউন্ডার এবং অন্যটি হল সিটির অবশিষ্ট বাসিন্দারা।
গেমটিতে তুমি অডিও লগ, ভক্সোফোন, ফ্লিম প্রজেক্টর, কিনটোক্রোপ ইত্যাদি খুঁজতে এবং ব্যবহার করতে পারবে।
প্লট:
গেমটির পটভূমি সেট করা হয়েছে ১৯১২ সালে। গেমটিতে তোমাকে ব্রুকার ডিঊইট এর ভূমিকায় খেলতে হবে। ব্রুকার একজন সাবেক পিংর্কাটন ন্যাশনাল ডিটেকটিভ এজেন্সি এর এজেন্ট। ব্যাটল অফ ওউন্ডডেড নি এর জন্য তার চরিত্রে ব্যাপক ক্ষতি হয়, যার কারণে সে এখন একজন মদ্যপ এবং জুয়াড়ি। এই সব কারণে তাকে ডিটেকটিভ এজেন্সি থেকে বহিস্কার করা হয়। তবে একটি রহস্যময় উৎস তাকে আবারো এজেন্সিতে যুক্ত করে এবং তার উপর আদেশ আসে যে কলাম্বিয়ায় ১২ বছর ধরে আটক একটি মহিলাকে উদ্ধার করতে হবে। তার নাম এলিজাবেথ। সো, গেমটিতে তোমাকে এলিজাবেথকে উদ্ধার করে নিয়ে আসতে হবে।
গেম-প্লে:
বায়োশক এবং বায়োশক ২ গেমসগুলোর মতোই ইনফিনিট গেমটি একটি ফার্স্ট পারসন শুটার সাথে রোল-প্লেয়িং উপাদানও রয়েছে। তোমাকে ব্রুকার হয়ে কলাম্বিয়ার বিভিন্ন স'ানে যেতে হবে, এলিজাবেথ এর খোঁজে। কলাম্বিয়ায় কয়েকটি রেলওয়ে একত্রে মিলিত হয়ে স্কাইলাইন নামে তৈরি হয়েছে। স্টোরি খেলতে খেলতে তুমি বিভিন্ন ধরণের অস্ত্র পাবে। যা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করা যাবে। তবে মনে রাখতে হবে যে একই সাথে তুমি ২ টি অস্ত্র বহন করতে পারবে। ব্রুকার / প্লেয়ার ভিগোর ব্যবহার করে পাওয়ার এবং এবিলিটিস আপগ্রেড করতে পারবে। ভিগোর কলাম্বিয়ার গোপন জায়গা পাওয়া যাবে।
এলিজাবেথ কে খুঁজে পাওয়ার পর তোমার পাওয়ার আরো বেড়ে যাবে। তবে এরপর থেকে এলিজাবেথ এবং তোমাকে একত্রে টিম হিসেবে খেলতে হবে। নাহলে ফিরে আসতে পারবে না। বিভিন্ন সময় এলিজাবেথ তোমার জন্য গুলি, লবণ সহ অন্যান্য আইটেম খুঁজে এনে দিবে। এলিজাবেথ তোমাকে রিজেনারেট করতে পারবে। মানে হলো তোমার হেলথ Re-Tuned করার ক্ষমতা এলিজাবেথ এর রয়েছে। এলিজাবেথ এর উপর তোমার সরাসরি কনট্রোল থাকবে না। অনেকটা লেফট ৪ ডেড / হাউস অব দ্যা ডেড গেমটির মতোই। তবে মজার ব্যাপার হলো, এলিজাবেথ এর পাওয়ার ব্যবহার করার ফলে এলিজাবেথ এর হেলথ এর ক্ষতি হবে। তাই এদিকে খেয়াল রেখে তোমকে গেমটি খেলে যেতে হবে।
গেমটিতে তুমি ক্লিয়ার করা আগের লেভেলগুলোতে ফিরে যেতে পারবে আরো অধিক উপাদানের খোঁজে। গেমটি নরমাল মোডের পাশাপাশি “১৯৯৯ মোড” রয়েছে। এই মোডে খেলতে হলে তোমাকে অধিক মনোযোগ দিয়ে খেলতে হবে। যেমন ১৯৯৯ মোডে নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবহার করা যাবে যেগুলোতে ব্রুকার চালাতে এক্সপার্ট।
নির্মাণ:
গেমটি তৈরিতে মোট সাড়ে ছয় বছর সময় লেগেছে। প্রথম ৬ মাস লেগেছে গেমটির স্টোরিলাইট ড্র করতে। কলাম্বিয়া শহর এবং উপদান তৈরি করতে ১৮৯৩ সালের শিকাগো সিটিকে ফলো করতে হয়েছে। কলাম্বিয়া নামটি বাছা হয়েছে গেমটির নির্মাণের একদম শেষের দিকে।
উমম! আশা করা যাচ্ছে সাড়ে ছয় বছরের কার্য গেমারদের তৃপ্তি দিতে পারবে! হা হা হা! আজকের গেমস জোন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।
*******************************************************************************************************************
এ সপ্তাহের গেমস:
Go to Main Post:
http://www.tunerpage.com/archives/205865
******
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
NICE TUNE…….