আপনি যদি রেসিং-এর পাশাপাশি অ্যাকশন গেম পছন্দ করেন, তাহলে আপনার জন্য ফ্ল্যাট আউট টু একটি আদর্শ গেম। মূলত রেসিংধর্মী গেম হলেও রেসিংয়ের পাশাপাশি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়াই ফ্ল্যাট আউট টু গেমটির প্রধান আকর্ষণ।
গেমের শুরুতেই আপনাকে অনেকগুলো ক্যারেক্টারের সাথে পরিচিত হতে হবে৷ আপনাকে ধরে নিতে হবে সবাই এক পরিবারের সদস্য৷ গেমটি আপনাকে শুরু করতে হবে ডারবি রেস দিয়ে৷ তারপর ধীরে ধীরে সাধারণ রেসিং, স্ট্রীট রেসিং প্রভৃতির মাধ্যমে আপনার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে৷ পর্যায়ক্রমে আপনাকে নতুন কার কিনতে হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে৷ এভাবে নতুন নতুন ট্র্যাক আপনাকে আনলক করতে হবে।উপরের লেখা টুকু আগের টিউন থেকে কপি করলাম,আরো জানতে আগের টিউনটি পড়তে পারেন এখানে।
* ১.৫ গিগাহার্টজ প্রসেসর বা তার উপরে
* ৫১২ মেগাবাইট র্যাম (১গিগাবাইট হলে ভাল হয়)
* ৩ গিগাবাইট হার্ডড্রাইভ স্পেস
* ডিভিডি রম
* ডাইরেক্ট ৩ঊ ও ফুল ডুপ্লেক্স সাউন্ড কম্প্যাটিবল সাউন্ড কার্ড,
* কমপক্ষে ১২৮ মেগাবাইট এনভিডিয়ার যেকোনো এজিপি কার্ড।
পাসওয়ার্ড ও Resumable ডাউনলোড লিংকগুলা ডাউনলোড করুন
।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
Moin ভাই ৫৩৩ মেগা দেখে ভয় পাইছি যদিও ডাউনলোড করার ইচ্ছা আছে।